Ajker Patrika

ভোলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ স্কুলছাত্রের 

ভোলা প্রতিনিধি
ভোলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ স্কুলছাত্রের 

ভোলার চরফ্যাশনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তাদের নাম-রাশেদুল ইসলাম (১৬) ও আরমান হোসেন (১৫)। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার দুলার হাট সড়কের বশরতউল্লাহ চৌমুহনী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানান, গতকাল শনিবার বিকেলে বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যায় মো. রাশেদুল ইসলাম (১৬)। পরে তার সঙ্গে যোগ দেয় আরও দুই সহপাঠী। সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার সময় চরফ্যাশন-দুলারহাট সড়কের বশরতউল্লাহ চৌমুহনী এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রলিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই রাশেদুল ইসলামের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় মো. ইসমাইল ও আরমান হোসেনকে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান স্বজনরা। কিন্তু চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ইসমাইল হোসেনের মৃত্যু হয়। আহত আরমান হোসেনের চিকিৎসা চলছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

জানা গেছে, নিহত রাশেদ ও ইসমাইল চরফ্যাশন উপজেলা আমিনাবাদ ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের নসু মিয়া ও মো. বিল্লাল হোসেনের ছেলে এবং আহত আরমান একই গ্রামের মো. লোকমান হোসেনের ছেলে। তারা তিনজনই স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। 

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে আজ রোববার আজকের পত্রিকাকে জানান, নিহত রাশেদুল ইসলামের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ গতকালই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো ইসমাইলের মরদেহ চরফ্যাশনে এসে পৌঁছায়নি। এ ঘটনায় কারও পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত