নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের উজিরপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মো. রনি (২৭) নামে এক যুবক বিদ্যুতায়িত হয়েছেন। তাঁর শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। আহত রনি নলছিটির মোল্লার হাট এলাকার আইয়ুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সানুহার গ্রামে পল্লী বিদ্যুতের ২ নম্বর পিলারের ট্রান্সফরমার চুরি করতে যায় রনি ও তাঁর সহযোগীরা। এ সময় বিদ্যুতায়িত হন রনি।
স্থানীয় বাসিন্দা জাহানারা বেগম বলেন, ‘ট্রান্সফরমার চুরি করার সময় টিনের ওপরে বিকট শব্দ হয়। শব্দ পেয়ে ডাক চিৎকার দিলে পিলার থেকে নামার সময় বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায় রনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. এনামুল হক জানান, এ বিষয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায় নাই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বরিশালের উজিরপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মো. রনি (২৭) নামে এক যুবক বিদ্যুতায়িত হয়েছেন। তাঁর শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। আহত রনি নলছিটির মোল্লার হাট এলাকার আইয়ুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সানুহার গ্রামে পল্লী বিদ্যুতের ২ নম্বর পিলারের ট্রান্সফরমার চুরি করতে যায় রনি ও তাঁর সহযোগীরা। এ সময় বিদ্যুতায়িত হন রনি।
স্থানীয় বাসিন্দা জাহানারা বেগম বলেন, ‘ট্রান্সফরমার চুরি করার সময় টিনের ওপরে বিকট শব্দ হয়। শব্দ পেয়ে ডাক চিৎকার দিলে পিলার থেকে নামার সময় বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায় রনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. এনামুল হক জানান, এ বিষয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায় নাই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পানছড়িতে বৈশাখী পূর্ণিমা ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। আজ শনিবার সংঘ মিত্র বৌদ্ধবিহার থেকে শোভাযাত্রাটি বের হয়ে পানছড়ি জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় বৌদ্ধবিহার এসে শেষ হয়।
৫ মিনিট আগেমুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন রংপুরের নার্সিং শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফাই এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে তাঁরা আন্দোলন করছেন।
১৭ মিনিট আগেক্লাসে কালো বোরকা পরা শিক্ষার্থীদের ‘কালো কাকের’ সঙ্গে তুলনা করার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এ টি এম রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ বিষয়ে গত বুধবার মাস্টার্সের ‘বি’ গ্রুপের শিক্ষার্থীরা বিভাগের সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ দেন।
২৪ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে বনের জমি দখল করে নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা। এসব অবৈধ স্থাপনা নির্মাণকারীদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা আদায় করে স্থানীয় একটি চক্র। শনিবার সকালে অবৈধ স্থাপনার ছবি তুলে চাঁদা দাবির অভিযোগে নারীসহ দুজনকে খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়। পরে ৯৯৯-এ ফোন পেয়ে ওই দুজনকে উদ্ধার করে
২৬ মিনিট আগে