Ajker Patrika

নিষেধাজ্ঞার খবরে কলাপাড়ায় মধ্যরাতেও ইলিশ বিক্রির ধুম

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৫: ৫৩
নিষেধাজ্ঞার খবরে কলাপাড়ায় মধ্যরাতেও ইলিশ বিক্রির ধুম

গতকাল বুধবার মধ্যরাত থেকে সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইলিশ বিক্রির শেষ দিন গতকাল সন্ধ্যা থেকে উপকূলের বিভিন্ন স্থানে বসে ইলিশের বাজার। গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে পটুয়াখালীর মহিপুর, আলীপুর, কলাপাড়ার স্থায়ী ও অস্থায়ী মাছ বাজারগুলো।

তবে বাজারগুলোতে আগের তুলনায় কিছুটা বেশি দামে ইলিশ বিক্রি হয়েছে বলে দাবি ক্রেতাদের। অন্যদিকে চাহিদার তুলনায় পাইকারি বাজারে ইলিশ না পাওয়ায় স্বল্প লাভে বিক্রি করতে হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। 

গতকাল বুধবার মধ্যরাতে কলাপাড়া পৌর শহরের মাছের বাজারে ইলিশ কিনতে আসেন শিক্ষক মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ‘আগের তুলনায় আজ ইলিশের দাম কিছুটা বেশি।’

কলাপাড়া পৌর শহরের মাছ বিক্রেতা মাহবুব মিয়া বলেন, সরবরাহ কম থাকায় বেশি দামে ইলিশ কিনতে হয়েছে। তাই স্বল্প লাভে বিক্রি করতে হচ্ছে। 

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে বলেন, গতকাল মধ্যরাত থেকে নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। অবরোধকালীন জেলেদের জন্য সরকারের পক্ষ থেকে প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। 

অপু সাহা আরও বলেন, জেলেদের সচেতন করতে ইতিমধ্যে কয়েকটি অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে। অবরোধ সফল করতে অভিযান শুরু করা হয়েছে। কেউ এ আইন অমান্য করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত