Ajker Patrika

বিয়ের পিঁড়িতে বসছেন সেই লিমন, কনের বাড়ি যশোরে

প্রতিনিধি, ঝালকাঠি
বিয়ের পিঁড়িতে বসছেন সেই লিমন, কনের বাড়ি যশোরে

র‍্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামের সেই কলেজছাত্র লিমন বিয়ের পিঁড়িতে বসছেন। গতকাল বৃহস্পতিবার তাঁর গায়েহলুদ সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার দুপুরে হবে বিয়ের অনুষ্ঠান। 

লিমন ১০ বছর আগে র‍্যাবের গুলিতে পা হারান। তখন তার বয়স ছিল ১৬। এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় র‍্যাবের গুলিতে লিমনের পা হারানোর ঘটনা দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। ঝালকাঠির সাতুরিয়া গ্রামের সেই কিশোর লিমন এখন সাভার গণবিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রভাষক ও শিক্ষানবিশ আইনজীবী। 

লিমন বলেন, ‘বাবা-মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করে জীবনে আরেক অধ্যায় শুরু করছি। বৃহস্পতিবার নিজ বাড়িতে গায়েহলুদ অনুষ্ঠান হয়েছে।’ 

লিমনের হবু স্ত্রী রাবেয়া বসরি বলেন, ‘সে (লিমন) নিজের সঙ্গে যুদ্ধ করে ক্যারিয়ার গড়েছে, দাম্পত্য জীবনেও দায়িত্বশীল হবেন বুঝেই বিয়েতে রাজি হয়েছি।’ 

লিমনের মা বলেন, ‘গত ১০ বছরে যত কষ্ট করেছি পোলার বিয়ে দিতে পেরে সব কষ্ট শেষ হয়েছে।’

উল্লেখ্য, সাভার গণবিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে এলএলবি ডিগ্রি লাভ করেন লিমন। এরপর কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করে ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি সাভার গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষা সহকারী পদে যোগ দেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সহকারী প্রভাষক হিসেবে পদোন্নতি পান তিনি।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত