সাইফুল ইসলাম আকাশ, বোরহানউদ্দিন (ভোলা)
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ১৮ হাজার জেলে ইলিশ ধরার জন্য সাগরে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। নদ-নদী ও সমুদ্রে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আজ রাত ১২টা থেকেই তাঁরা মাছ ধরতে যাবেন।
আজ সোমবার সকালে বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর, পক্ষিয়া, হাকিমুদ্দিন, জয়া সহ বিভিন্ন মাছ ঘাট এলাকায় সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেরা মহাখুশি। নতুন করে উৎসবমুখর পরিবেশে সমুদ্র ও নদীতে ইলিশ মাছ শিকারের জন্য ফিশিং বোট ও জাল প্রস্তুতের কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। ফিশিং বোটের ইঞ্জিন ঠিক আছে কি-না তা পরীক্ষা করতে নদীতে চালিয়ে দেখছেন অনেকে। কেউ কেউ ট্রলারে জাল, রশি ও প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলতে ব্যস্ত। আবার অনেকেই ব্যস্ত বোটে বরফ ও খাদ্যসামগ্রী বোঝাই করায়। যদিও এর আগেই ট্রলারগুলো রং করে ও ধুয়ে মুছে প্রস্তুত করা হয়েছে।
বোরহানউদ্দিন জয়া, স্বরাজগঞ্জ, পক্ষিয়া হাকিমুদ্দিন মাছ ঘাট এলাকার জেলে জামাল, সিরাজ ও ছাদেক মাঝি আজকের পত্রিকাকে জানান, সমুদ্র এবং নদীতে মা ইলিশ রক্ষায় সরকারের দেওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা মেনে তারা নদীতে যাননি। তারা আশা করছেন, দীর্ঘদিন পর সমুদ্র ও নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ বিভিন্ন মাছ তাদের জালে ধরা পড়বে। ফলে বিগত দিনের লোকসান অনেকটাই কাটিয়ে উঠবেন।
অন্যদিকে ইলিশ শিকার করে আয়ের মাধ্যমে বিগত দিনের দেনা পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন বোরহানউদ্দিন উপজেলার আলিমুদ্দিন বাংলা বাজারের জেলে রফিক, ইয়াকুব, ও নুরে আলম মাঝি। তারা জানান, ২২ দিন সমুদ্রে ও নদীতে মাছ ধরতে না পারায় মহাজন, এনজিও ও মুদি দোকানে তাদের অনেক টাকা দেনা হয়ে গেছে। স্বপ্ন দেখছেন, নদীতে গিয়ে ইলিশসহ বিভিন্ন মাছ শিকার করে সব দেনা পরিশোধ করার।
মা ইলিশ রক্ষায় এবার ২২ দিনের নিষেধাজ্ঞা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি উল্লেখ করে বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ আজকের পত্রিকাকে বলেন, নিষেধাজ্ঞার আগে থেকেই আমরা উপজেলার বিভিন্ন মৎস্যঘাটে গিয়ে জেলে ও ফিশিং বোটের মালিকদের নিয়ে ২২ দিনের নিষেধাজ্ঞার বিষয়ে ব্যাপকভাবে সচেতনতামূলক সভা করেছি। ফলে জেলেরা সমুদ্রে বা নদীতে ইলিশ শিকারে যায়নি। এ ছাড়া যারা নিষেধাজ্ঞা অমান্য করেছে তাদের জরিমানা করা হয়েছে। তবে আইন অমান্যকারীর সংখ্যা খুবই কম ছিল। আশা করছি, ২২ দিনের নিষেধাজ্ঞার শেষে জেলেরা সমুদ্রে গিয়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ শিকার করে তাদের ধার-দেনা পরিশোধ করতে পারবেন।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ১৮ হাজার জেলে ইলিশ ধরার জন্য সাগরে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। নদ-নদী ও সমুদ্রে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আজ রাত ১২টা থেকেই তাঁরা মাছ ধরতে যাবেন।
আজ সোমবার সকালে বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর, পক্ষিয়া, হাকিমুদ্দিন, জয়া সহ বিভিন্ন মাছ ঘাট এলাকায় সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেরা মহাখুশি। নতুন করে উৎসবমুখর পরিবেশে সমুদ্র ও নদীতে ইলিশ মাছ শিকারের জন্য ফিশিং বোট ও জাল প্রস্তুতের কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। ফিশিং বোটের ইঞ্জিন ঠিক আছে কি-না তা পরীক্ষা করতে নদীতে চালিয়ে দেখছেন অনেকে। কেউ কেউ ট্রলারে জাল, রশি ও প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলতে ব্যস্ত। আবার অনেকেই ব্যস্ত বোটে বরফ ও খাদ্যসামগ্রী বোঝাই করায়। যদিও এর আগেই ট্রলারগুলো রং করে ও ধুয়ে মুছে প্রস্তুত করা হয়েছে।
বোরহানউদ্দিন জয়া, স্বরাজগঞ্জ, পক্ষিয়া হাকিমুদ্দিন মাছ ঘাট এলাকার জেলে জামাল, সিরাজ ও ছাদেক মাঝি আজকের পত্রিকাকে জানান, সমুদ্র এবং নদীতে মা ইলিশ রক্ষায় সরকারের দেওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা মেনে তারা নদীতে যাননি। তারা আশা করছেন, দীর্ঘদিন পর সমুদ্র ও নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ বিভিন্ন মাছ তাদের জালে ধরা পড়বে। ফলে বিগত দিনের লোকসান অনেকটাই কাটিয়ে উঠবেন।
অন্যদিকে ইলিশ শিকার করে আয়ের মাধ্যমে বিগত দিনের দেনা পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন বোরহানউদ্দিন উপজেলার আলিমুদ্দিন বাংলা বাজারের জেলে রফিক, ইয়াকুব, ও নুরে আলম মাঝি। তারা জানান, ২২ দিন সমুদ্রে ও নদীতে মাছ ধরতে না পারায় মহাজন, এনজিও ও মুদি দোকানে তাদের অনেক টাকা দেনা হয়ে গেছে। স্বপ্ন দেখছেন, নদীতে গিয়ে ইলিশসহ বিভিন্ন মাছ শিকার করে সব দেনা পরিশোধ করার।
মা ইলিশ রক্ষায় এবার ২২ দিনের নিষেধাজ্ঞা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি উল্লেখ করে বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ আজকের পত্রিকাকে বলেন, নিষেধাজ্ঞার আগে থেকেই আমরা উপজেলার বিভিন্ন মৎস্যঘাটে গিয়ে জেলে ও ফিশিং বোটের মালিকদের নিয়ে ২২ দিনের নিষেধাজ্ঞার বিষয়ে ব্যাপকভাবে সচেতনতামূলক সভা করেছি। ফলে জেলেরা সমুদ্রে বা নদীতে ইলিশ শিকারে যায়নি। এ ছাড়া যারা নিষেধাজ্ঞা অমান্য করেছে তাদের জরিমানা করা হয়েছে। তবে আইন অমান্যকারীর সংখ্যা খুবই কম ছিল। আশা করছি, ২২ দিনের নিষেধাজ্ঞার শেষে জেলেরা সমুদ্রে গিয়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ শিকার করে তাদের ধার-দেনা পরিশোধ করতে পারবেন।
ময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
১৭ মিনিট আগেসাবেক কৃষিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ মো. আল-আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
২০ মিনিট আগেখাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
৩১ মিনিট আগেগাইবান্ধায় মসজিদের জায়গা বিক্রি করার কথা বলে নেওয়া ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কৃষক দল নেতা রুহুল আমিন ওরফে আল আমিন ও যুবলীগ নেতা মোমিন মিয়ার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার কলেজ রোড তিনগাছ তলাসংলগ্ন এলাকায় আল্-আকসা জামে মসজিদের সামনে গাইবান্ধ
৩৩ মিনিট আগে