ভোলা সংবাদদাতা
ভোলায় এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এসএসসি পরীক্ষার্থীকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক রয়েছেন অভিযুক্ত যুবক।
গতকাল শুক্রবার গভীর রাতে জেলার বোরহানউদ্দিন উপজেলায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম ওমর কাজি। তাঁর বাড়ি উপজেলার হাসাননগর ইউনিয়নে। বাবার নাম বশির কাজি।
ভুক্তভোগী এসএসসি পরীক্ষার্থীর অভিযোগ, ‘আমি চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছি। গত বৃহস্পতিবার প্রথম পরীক্ষা দিয়েছি। দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য গতকাল রাতে পড়ালেখা করছিলাম। রাত সোয়া ১১টার দিকে ঘর থেকে বের হয়ে টয়লেটে যাচ্ছিলাম। এ সময় ওমর কাজি এসে আমার মুখ চেপে ধরে জোরপূর্বক বাগানে নিয়ে যায়। আমি চিৎকার দিতে চাইলে সে হুমকি দিয়ে বলে, চিৎকার দিলে মেরে ফেলব। পরে ওমর কাজি আমাকে ধর্ষণ করে।’
ভুক্তভোগীর পরিবার জানায়, ধর্ষণের শিকার হয়ে ঘরে এসে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে। রাতেই এ ঘটনা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাতে যাওয়ার সময় ভুক্তভোগীর মাকেও গলায় গামছা পেঁচিয়ে হত্যাচেষ্টা করে ওই যুবকের পরিবার।
পরে স্থানীয় থানায় অবগত করে তাঁকে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাতে ভোলা সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া এ ঘটনা কাউকে না জানাতে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে অভিযুক্ত যুবকের পরিবারের বিরুদ্ধে।
ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স বেবি নাজনীন বলেন, ওই এসএসসি পরীক্ষার্থীকে আজ শনিবার ভোরে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।
হাসপাতালটির তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তম জানান, ভুক্তভোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তার ডাক্তারি পরীক্ষা শেষে জানা যাবে ধর্ষণের শিকার কি না।
জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।’
ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘বোরহানউদ্দিনে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জেনেছি। এ বিষয়ে মামলা হবে।’
ভোলায় এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এসএসসি পরীক্ষার্থীকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক রয়েছেন অভিযুক্ত যুবক।
গতকাল শুক্রবার গভীর রাতে জেলার বোরহানউদ্দিন উপজেলায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম ওমর কাজি। তাঁর বাড়ি উপজেলার হাসাননগর ইউনিয়নে। বাবার নাম বশির কাজি।
ভুক্তভোগী এসএসসি পরীক্ষার্থীর অভিযোগ, ‘আমি চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছি। গত বৃহস্পতিবার প্রথম পরীক্ষা দিয়েছি। দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য গতকাল রাতে পড়ালেখা করছিলাম। রাত সোয়া ১১টার দিকে ঘর থেকে বের হয়ে টয়লেটে যাচ্ছিলাম। এ সময় ওমর কাজি এসে আমার মুখ চেপে ধরে জোরপূর্বক বাগানে নিয়ে যায়। আমি চিৎকার দিতে চাইলে সে হুমকি দিয়ে বলে, চিৎকার দিলে মেরে ফেলব। পরে ওমর কাজি আমাকে ধর্ষণ করে।’
ভুক্তভোগীর পরিবার জানায়, ধর্ষণের শিকার হয়ে ঘরে এসে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে। রাতেই এ ঘটনা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাতে যাওয়ার সময় ভুক্তভোগীর মাকেও গলায় গামছা পেঁচিয়ে হত্যাচেষ্টা করে ওই যুবকের পরিবার।
পরে স্থানীয় থানায় অবগত করে তাঁকে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাতে ভোলা সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া এ ঘটনা কাউকে না জানাতে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে অভিযুক্ত যুবকের পরিবারের বিরুদ্ধে।
ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স বেবি নাজনীন বলেন, ওই এসএসসি পরীক্ষার্থীকে আজ শনিবার ভোরে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।
হাসপাতালটির তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তম জানান, ভুক্তভোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তার ডাক্তারি পরীক্ষা শেষে জানা যাবে ধর্ষণের শিকার কি না।
জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।’
ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘বোরহানউদ্দিনে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জেনেছি। এ বিষয়ে মামলা হবে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে