Ajker Patrika

বরিশালে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বরিশাল নগরীতে তরুণীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা মামলার প্রধান আসামি মো. সাকিবকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের লক্ষ্মীপুরা বাজার এলাকায় র‍্যাব-১ এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার র‍্যাবের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তারকৃত সাকিব বরিশাল নগরীর আমির খান সড়ক সাগরদিঘী এলাকার শুকুর ভূঁইয়ার ছেলে। 
র‍্যাব জানায়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি দুপুরে তরুণীকে (২১) আসামি সাকিব ও রিয়াজ শিকদারসহ (২৮) অন্যান্যরা ধর্ষণ করে। এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তরুণী নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এরপর অভিযুক্তরা বরিশাল থেকে পালিয়ে যায়। 

নিহত তরুণীর মা বরিশাল কোতোয়ালি থানায় গণধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলে মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে সাকিবকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত