মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে খিচুড়ি রান্না করতে গিয়ে সাপের ছোবলে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মাধবখালি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ওই নারীর নাম সামিয়া আক্তার বুলবুলি (২৫)। তিনি ওই গ্রামের আলাউদ্দিন হাওলাদারের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সিরাজুল ইসলাম নান্নু।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামিয়া বিয়ের পর থেকে বাবার বাড়িতেই থাকেন। তিনি দুই সন্তানের জননী। বৃহস্পতিবার সকালে দেড় বছরের ছোট মেয়ে তোহা মনির জন্য খিচুড়ি রান্না করতে যান রান্না ঘরে। এ সময় রান্না ঘর থেকে একটি বিষধর সাপ তাঁকে ছোবল দেয়। পরে বাড়ির লোকজন তাঁকে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামিয়া।
নিহতের বাবা মো. আলাউদ্দিন হাওলাদার বলেন, ওই দিন সকাল ৯টার দিকে মেয়ের জন্য সামিয়া খিচুড়ি রান্না করতে যায়। সেখান থেকেই তাঁকে বিষধর সাপে ছোবল দেয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসক মুহা. উমর ফারুক জাবির বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাপে ছোবল দেওয়া সামিয়া নামের এক নারীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অ্যান্টিভেনম প্রয়োগের আগেই রোগীর শ্বাস-প্রশ্বাস বন্ধ হলেও হার্ট চলছিল। বিকল্পভাবে (আম্বু ব্যাগ) দিয়ে শ্বাস প্রশ্বাস চালানো হয় এবং অ্যান্টিভেনম দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।
পটুয়াখালীর মির্জাগঞ্জে খিচুড়ি রান্না করতে গিয়ে সাপের ছোবলে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মাধবখালি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ওই নারীর নাম সামিয়া আক্তার বুলবুলি (২৫)। তিনি ওই গ্রামের আলাউদ্দিন হাওলাদারের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সিরাজুল ইসলাম নান্নু।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামিয়া বিয়ের পর থেকে বাবার বাড়িতেই থাকেন। তিনি দুই সন্তানের জননী। বৃহস্পতিবার সকালে দেড় বছরের ছোট মেয়ে তোহা মনির জন্য খিচুড়ি রান্না করতে যান রান্না ঘরে। এ সময় রান্না ঘর থেকে একটি বিষধর সাপ তাঁকে ছোবল দেয়। পরে বাড়ির লোকজন তাঁকে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামিয়া।
নিহতের বাবা মো. আলাউদ্দিন হাওলাদার বলেন, ওই দিন সকাল ৯টার দিকে মেয়ের জন্য সামিয়া খিচুড়ি রান্না করতে যায়। সেখান থেকেই তাঁকে বিষধর সাপে ছোবল দেয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসক মুহা. উমর ফারুক জাবির বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাপে ছোবল দেওয়া সামিয়া নামের এক নারীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অ্যান্টিভেনম প্রয়োগের আগেই রোগীর শ্বাস-প্রশ্বাস বন্ধ হলেও হার্ট চলছিল। বিকল্পভাবে (আম্বু ব্যাগ) দিয়ে শ্বাস প্রশ্বাস চালানো হয় এবং অ্যান্টিভেনম দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
১৯ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
২৪ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
৩৯ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে