নিজস্ব প্রতিবেদক, বরিশাল
কোস্ট গার্ডের সদস্যদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ঢাকা-বরিশাল রুটের কীর্তনখোলা-১০ লঞ্চের মালিক ও তাঁর ছেলেসহ কর্মচারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ঈদে নৌপথে ঘরমুখী যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে হস্তক্ষেপ করায় কোস্ট গার্ড সদস্যদের হুমকি দেওয়া হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়।
আজ শুক্রবার বিকেলে কোস্ট গার্ড দক্ষিণাঞ্চল জোনের কন্টিনজেন্ট কমান্ডার মো. শাহজালাল বরিশালের কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌস, তাঁর ছেলে শান্ত হাসান ও লঞ্চের ব্যবস্থাপকসহ কয়েকজন কর্মচারীকে মামলায় আসামি করা হয়েছে। এ ঘটনায় লঞ্চের দুজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।
তবে তাৎক্ষণিক তাঁদের নাম জানানো হয়নি। জানা গেছে, কীর্তনখোলা-১০ লঞ্চের ব্যবস্থাপক ও মাস্টারকে গ্রেপ্তার করা হন।
জানা গেছে, কীর্তনখোলা-১০ লঞ্চটি গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে ছাড়ার নির্ধারিত সময় ছিল। কিন্তু লঞ্চটি ছেড়েছে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পরে। গভীর রাতে লঞ্চ মাঝ নদীতে থামিয়ে ট্রলার থেকে আরও যাত্রী তোলা হয়। যাত্রীদের অভিযোগ, ১ হাজার ৫৫০ জন ধারণ ক্ষমতার লঞ্চটিতে প্রায় চার হাজার যাত্রী তোলা হয়েছিল। গভীর রাত বৃষ্টি হয়। তখন ছাদের যাত্রীরা যাতে নিচে নামতে না পারেন, সে জন্য সিঁড়ির গেটে কর্মচারীরা তালা লাগিয়ে দেন। এতে ছাদে থাকা নারী শিশু যাত্রীসহ সবাই বৃষ্টিতে ভিজে চরম ভোগান্তিতে পড়ে।
আজ সকালে লঞ্চটি বরিশাল নৌবন্দরে পৌঁছালে যাত্রীরা এর প্রতিবাদ করেন। তখন লঞ্চের কর্মচারীরা অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। খবর পেয়ে কোস্ট গার্ড ও নৌপুলিশ লঞ্চে গিয়ে বিষয়টি সমাধান করে দেয়।
কোস্ট গার্ড প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, এরপরেই লঞ্চ মালিক ও তাঁর ছেলেসহ অন্যরা লঞ্চঘাটে গিয়ে কোস্ট গার্ডের সদস্যদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেন। তাঁদের দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়। কোস্ট গার্ড দুজনকে তাৎক্ষণিক আটক করে পুলিশে সোপর্দ করে। যাত্রীদের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে লঞ্চ মালিক ফৌরদৌস তাঁর সঙ্গীদের বিরুদ্ধে মামলা করা হয়।
অভিযোগের বিষয়ে লঞ্চমালিক ফেরদৌস বলেন, ‘কীর্তনখোলা-১০ লঞ্চ ৯৫০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালে পৌঁছায়। পথে ইঞ্জিন সমস্যা হওয়ায় পৌঁছাতে আড়াই ঘণ্টা দেরি হয়। বরিশালে পৌঁছার পর ডেকের (তৃতীয় শ্রেণি) একদল যাত্রী ১৫০ টাকা ভাড়া দিতে চান। সরকার নির্ধারিত ভাড়া ৪০০ টাকা। এ নিয়ে যাত্রীদের সঙ্গে হট্টগোল হয়। তখন কোস্ট গার্ড গিয়ে যাত্রীদের ২০০ টাকা ভাড়া দিতে বলে। কোস্ট গার্ড এটা উদ্দেশ্যমূলকভাবে করেছে। এ বিষয়ে আমি আইনি প্রতিকার চাইব।’
কোস্ট গার্ডের সদস্যদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ঢাকা-বরিশাল রুটের কীর্তনখোলা-১০ লঞ্চের মালিক ও তাঁর ছেলেসহ কর্মচারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ঈদে নৌপথে ঘরমুখী যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে হস্তক্ষেপ করায় কোস্ট গার্ড সদস্যদের হুমকি দেওয়া হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়।
আজ শুক্রবার বিকেলে কোস্ট গার্ড দক্ষিণাঞ্চল জোনের কন্টিনজেন্ট কমান্ডার মো. শাহজালাল বরিশালের কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌস, তাঁর ছেলে শান্ত হাসান ও লঞ্চের ব্যবস্থাপকসহ কয়েকজন কর্মচারীকে মামলায় আসামি করা হয়েছে। এ ঘটনায় লঞ্চের দুজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।
তবে তাৎক্ষণিক তাঁদের নাম জানানো হয়নি। জানা গেছে, কীর্তনখোলা-১০ লঞ্চের ব্যবস্থাপক ও মাস্টারকে গ্রেপ্তার করা হন।
জানা গেছে, কীর্তনখোলা-১০ লঞ্চটি গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে ছাড়ার নির্ধারিত সময় ছিল। কিন্তু লঞ্চটি ছেড়েছে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পরে। গভীর রাতে লঞ্চ মাঝ নদীতে থামিয়ে ট্রলার থেকে আরও যাত্রী তোলা হয়। যাত্রীদের অভিযোগ, ১ হাজার ৫৫০ জন ধারণ ক্ষমতার লঞ্চটিতে প্রায় চার হাজার যাত্রী তোলা হয়েছিল। গভীর রাত বৃষ্টি হয়। তখন ছাদের যাত্রীরা যাতে নিচে নামতে না পারেন, সে জন্য সিঁড়ির গেটে কর্মচারীরা তালা লাগিয়ে দেন। এতে ছাদে থাকা নারী শিশু যাত্রীসহ সবাই বৃষ্টিতে ভিজে চরম ভোগান্তিতে পড়ে।
আজ সকালে লঞ্চটি বরিশাল নৌবন্দরে পৌঁছালে যাত্রীরা এর প্রতিবাদ করেন। তখন লঞ্চের কর্মচারীরা অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। খবর পেয়ে কোস্ট গার্ড ও নৌপুলিশ লঞ্চে গিয়ে বিষয়টি সমাধান করে দেয়।
কোস্ট গার্ড প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, এরপরেই লঞ্চ মালিক ও তাঁর ছেলেসহ অন্যরা লঞ্চঘাটে গিয়ে কোস্ট গার্ডের সদস্যদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেন। তাঁদের দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়। কোস্ট গার্ড দুজনকে তাৎক্ষণিক আটক করে পুলিশে সোপর্দ করে। যাত্রীদের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে লঞ্চ মালিক ফৌরদৌস তাঁর সঙ্গীদের বিরুদ্ধে মামলা করা হয়।
অভিযোগের বিষয়ে লঞ্চমালিক ফেরদৌস বলেন, ‘কীর্তনখোলা-১০ লঞ্চ ৯৫০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালে পৌঁছায়। পথে ইঞ্জিন সমস্যা হওয়ায় পৌঁছাতে আড়াই ঘণ্টা দেরি হয়। বরিশালে পৌঁছার পর ডেকের (তৃতীয় শ্রেণি) একদল যাত্রী ১৫০ টাকা ভাড়া দিতে চান। সরকার নির্ধারিত ভাড়া ৪০০ টাকা। এ নিয়ে যাত্রীদের সঙ্গে হট্টগোল হয়। তখন কোস্ট গার্ড গিয়ে যাত্রীদের ২০০ টাকা ভাড়া দিতে বলে। কোস্ট গার্ড এটা উদ্দেশ্যমূলকভাবে করেছে। এ বিষয়ে আমি আইনি প্রতিকার চাইব।’
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৩ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে