Ajker Patrika

দলীয় কার্যালয় ভাঙচুর: জড়িতদের শাস্তির দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ১৮
দলীয় কার্যালয় ভাঙচুর: জড়িতদের শাস্তির দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

২০০৬ সালে বিএনপি ক্ষমতা হস্তান্তরের পর পটুয়াখালীর মির্জাগঞ্জে দলের উপজেলা কার্যালয় ভাঙচুর ও মালামাল লুট করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এমন অভিযোগ এনে অপরাধীদের বিচারের দাবি জানানো হয়। আজ শুক্রবার সকালে সুবিদখালী দারুস সুন্নত মাদ্রাসাসংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম ফরাজী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন দলের বর্তমান ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী মির্জাগঞ্জে বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়ন করেন। ২০০৬ সালে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর আলতাফ হোসেন চৌধুরীর বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফলক ভেঙে ফেলা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, তখন সুবিদখালী কলেজ রোডসংলগ্ন বিএনপির কার্যালয়ের ভবন ভেঙে মালামাল লুট করে নিয়ে যায় আওয়ামী লীগের লোকজন। বিএনপির দলীয় কার্যালয় ও উন্নয়নমূলক ভাঙা ফলক পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, মো. আনোয়ার হোসেন সিকদার, যুবদলের সাবেক সভাপতি মো. নূরু মৃধা, উপজেলা যুবদলের সভাপতি গাজী রাশেদ শামস, সদস্যসচিব মো. আতাউর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিন বাহিনীর প্রধান

১৭ বছর খাইনি, এবার খাব—টেন্ডার জমা দেওয়া ঠিকাদারকে বললেন বিএনপি নেতা

দেশে এল স্টারলিংক: কতগুলো ডিভাইস যুক্ত করা যাবে, কীভাবে করবেন

যৌথ পরিবারে কোরবানি কার ওপর ওয়াজিব

মধ্যরাতে হাক্কানীর মালিকের বাসায় মবের হানা, আটক তিন সমন্বয়ককে ছাড়িয়ে নিলেন হান্নান মাসউদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত