Ajker Patrika

ছেলের জন্য ওষুধ কিনতে বের হয়ে ৩ দিনেও ফেরেননি ব্যবসায়ী

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৯: ৪৯
ছেলের জন্য ওষুধ কিনতে বের হয়ে ৩ দিনেও ফেরেননি ব্যবসায়ী

বরিশাল নগরে ছেলের জন্য ওষুধ কিনতে বের হয়ে তিন দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ী সৈয়দ আবুল বরকতের (৪৫)। গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি দক্ষিণ আলেকান্দার সিঅ্যান্ডবি পুল সংলগ্ন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় গত বুধবার তাঁর স্ত্রী জহুরা লাইজু কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানিয়েছেন, তাঁকে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে। আশা করছি অল্প সময়ের মধ্যে তাঁর সন্ধান পাওয়া যাবে।

জানা গেছে, নিখোঁজ আবুল বরকত দক্ষিণ আলেকান্দার সিঅ্যান্ডবি পুল সংলগ্ন এলাকার মিরা বাড়ির বাসিন্দা। তাঁর বাবা আইনজীবী সৈয়দ আবুল খায়ের মো. শফিউল্লাহ। বরকত ঠিকাদারির পাশাপাশি দোকান পরিচালনা করতেন।

নিখোঁজ বরকতের স্ত্রী জহুরা লাইজু জানান, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর স্বামী ছেলের জন্য ওষুধ কিনতে বের হন। ঘরে ফিরতে দেরি হওয়ায় তাঁর মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ করেও তাঁকে না পেয়ে বুধবার থানায় সাধারণ ডায়েরি করা হয়। তাঁর স্বামী ব্যবসায়ী। নিখোঁজের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে না পারলেও বরকতের সঙ্গে একটি পক্ষের জমি নিয়ে বিরোধ চলছিল। এছাড়াও বরকতের বাবার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত