Ajker Patrika

আমতলীতে নির্মাণাধীন সেতুতে ধস, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ 

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীতে নির্মাণাধীন সেতুতে ধস, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ 

সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন গাজীপুর খালের সেতুর সেন্টারিং স্রোতে ভেঙে গেছে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করায় এ অবস্থায় হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

বরগুনা নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। ঘটনাস্থল পরিদর্শনে লোক পাঠানো হয়েছে। দুই এক দিনের মধ্যেই আমি সেতু এলাকা পরিদর্শন করব। তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।’ 

জানা গেছে, ২০১৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আমতলী উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন গাজীপুর খালে গার্ডার সেতু নির্মাণে দরপত্র আহ্বান করে। সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ওই কাজ পায় পটুয়াখালীর তামিম এন্টার প্রাইজের ঠিকাদার দিপু মিয়া। 

২০২০ সালে ওই ব্রিজের নির্মাণকাজ শুরু করেন ঠিকাদার। কিন্তু শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সেতু নির্মাণের অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ঠিকাদার কাজ করছেন। গত এক সপ্তাহ ধরে সেতুর মাঝখানের অংশ নির্মাণ করতে সেন্টারিং করে। ওই সেন্টারিংয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়। ফলে আজ শনিবার জোয়ারের স্রোতে ওই সেন্টারিং এবং রড ভেঙে যায়। 

স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, ঠিকাদার শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ শুরু করে। এ ব্রিজের বিষয়ে বেশ কয়েকবার উপজেলা প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। ফলে ব্রিজের মাঝখানের স্লাপ করতে নিম্নমানের লোহার রড দেওয়া হয়েছে। ওই লোহার রড ও সেন্টারিং করাতে ভেঙে গেছে। 

ধসে পড়া সেতুশনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ব্রিজের দুই পাড়ের গার্ডার থেকে মাধখানের স্লাপ করতে সেন্টারিং করা হয়েছে। ওই সেন্টারিং এর মধ্যে নিম্নমানের লোহার রড বাঁধা হয়েছে। কিন্তু রাতে ওই সেন্টারিং বাধা লোহায় রড ভেঙে গেছে। 

ঠিকাদার দিপু মিয়া ব্রিজে নির্মাণে নিম্নমানের সামগ্রী দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘কাজ করতে গেলে সমস্যা হতেই পারে। রাতে সেন্টারিং ভেঙে গেছে। এতে আমারই লোকসান হবে।’ 

আমতলী উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে এ বিষয়ে জানতে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত