আমতলী (বরগুনা) প্রতিনিধি
সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন গাজীপুর খালের সেতুর সেন্টারিং স্রোতে ভেঙে গেছে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করায় এ অবস্থায় হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বরগুনা নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। ঘটনাস্থল পরিদর্শনে লোক পাঠানো হয়েছে। দুই এক দিনের মধ্যেই আমি সেতু এলাকা পরিদর্শন করব। তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
জানা গেছে, ২০১৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আমতলী উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন গাজীপুর খালে গার্ডার সেতু নির্মাণে দরপত্র আহ্বান করে। সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ওই কাজ পায় পটুয়াখালীর তামিম এন্টার প্রাইজের ঠিকাদার দিপু মিয়া।
২০২০ সালে ওই ব্রিজের নির্মাণকাজ শুরু করেন ঠিকাদার। কিন্তু শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সেতু নির্মাণের অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ঠিকাদার কাজ করছেন। গত এক সপ্তাহ ধরে সেতুর মাঝখানের অংশ নির্মাণ করতে সেন্টারিং করে। ওই সেন্টারিংয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়। ফলে আজ শনিবার জোয়ারের স্রোতে ওই সেন্টারিং এবং রড ভেঙে যায়।
স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, ঠিকাদার শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ শুরু করে। এ ব্রিজের বিষয়ে বেশ কয়েকবার উপজেলা প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। ফলে ব্রিজের মাঝখানের স্লাপ করতে নিম্নমানের লোহার রড দেওয়া হয়েছে। ওই লোহার রড ও সেন্টারিং করাতে ভেঙে গেছে।
শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ব্রিজের দুই পাড়ের গার্ডার থেকে মাধখানের স্লাপ করতে সেন্টারিং করা হয়েছে। ওই সেন্টারিং এর মধ্যে নিম্নমানের লোহার রড বাঁধা হয়েছে। কিন্তু রাতে ওই সেন্টারিং বাধা লোহায় রড ভেঙে গেছে।
ঠিকাদার দিপু মিয়া ব্রিজে নির্মাণে নিম্নমানের সামগ্রী দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘কাজ করতে গেলে সমস্যা হতেই পারে। রাতে সেন্টারিং ভেঙে গেছে। এতে আমারই লোকসান হবে।’
আমতলী উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে এ বিষয়ে জানতে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন গাজীপুর খালের সেতুর সেন্টারিং স্রোতে ভেঙে গেছে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করায় এ অবস্থায় হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বরগুনা নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। ঘটনাস্থল পরিদর্শনে লোক পাঠানো হয়েছে। দুই এক দিনের মধ্যেই আমি সেতু এলাকা পরিদর্শন করব। তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
জানা গেছে, ২০১৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আমতলী উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন গাজীপুর খালে গার্ডার সেতু নির্মাণে দরপত্র আহ্বান করে। সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ওই কাজ পায় পটুয়াখালীর তামিম এন্টার প্রাইজের ঠিকাদার দিপু মিয়া।
২০২০ সালে ওই ব্রিজের নির্মাণকাজ শুরু করেন ঠিকাদার। কিন্তু শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সেতু নির্মাণের অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ঠিকাদার কাজ করছেন। গত এক সপ্তাহ ধরে সেতুর মাঝখানের অংশ নির্মাণ করতে সেন্টারিং করে। ওই সেন্টারিংয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়। ফলে আজ শনিবার জোয়ারের স্রোতে ওই সেন্টারিং এবং রড ভেঙে যায়।
স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, ঠিকাদার শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ শুরু করে। এ ব্রিজের বিষয়ে বেশ কয়েকবার উপজেলা প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। ফলে ব্রিজের মাঝখানের স্লাপ করতে নিম্নমানের লোহার রড দেওয়া হয়েছে। ওই লোহার রড ও সেন্টারিং করাতে ভেঙে গেছে।
শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ব্রিজের দুই পাড়ের গার্ডার থেকে মাধখানের স্লাপ করতে সেন্টারিং করা হয়েছে। ওই সেন্টারিং এর মধ্যে নিম্নমানের লোহার রড বাঁধা হয়েছে। কিন্তু রাতে ওই সেন্টারিং বাধা লোহায় রড ভেঙে গেছে।
ঠিকাদার দিপু মিয়া ব্রিজে নির্মাণে নিম্নমানের সামগ্রী দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘কাজ করতে গেলে সমস্যা হতেই পারে। রাতে সেন্টারিং ভেঙে গেছে। এতে আমারই লোকসান হবে।’
আমতলী উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে এ বিষয়ে জানতে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২১ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৬ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩১ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে