আমতলী (বরগুনা) প্রতিনিধি
সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন গাজীপুর খালের সেতুর সেন্টারিং স্রোতে ভেঙে গেছে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করায় এ অবস্থায় হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বরগুনা নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। ঘটনাস্থল পরিদর্শনে লোক পাঠানো হয়েছে। দুই এক দিনের মধ্যেই আমি সেতু এলাকা পরিদর্শন করব। তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
জানা গেছে, ২০১৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আমতলী উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন গাজীপুর খালে গার্ডার সেতু নির্মাণে দরপত্র আহ্বান করে। সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ওই কাজ পায় পটুয়াখালীর তামিম এন্টার প্রাইজের ঠিকাদার দিপু মিয়া।
২০২০ সালে ওই ব্রিজের নির্মাণকাজ শুরু করেন ঠিকাদার। কিন্তু শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সেতু নির্মাণের অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ঠিকাদার কাজ করছেন। গত এক সপ্তাহ ধরে সেতুর মাঝখানের অংশ নির্মাণ করতে সেন্টারিং করে। ওই সেন্টারিংয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়। ফলে আজ শনিবার জোয়ারের স্রোতে ওই সেন্টারিং এবং রড ভেঙে যায়।
স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, ঠিকাদার শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ শুরু করে। এ ব্রিজের বিষয়ে বেশ কয়েকবার উপজেলা প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। ফলে ব্রিজের মাঝখানের স্লাপ করতে নিম্নমানের লোহার রড দেওয়া হয়েছে। ওই লোহার রড ও সেন্টারিং করাতে ভেঙে গেছে।
শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ব্রিজের দুই পাড়ের গার্ডার থেকে মাধখানের স্লাপ করতে সেন্টারিং করা হয়েছে। ওই সেন্টারিং এর মধ্যে নিম্নমানের লোহার রড বাঁধা হয়েছে। কিন্তু রাতে ওই সেন্টারিং বাধা লোহায় রড ভেঙে গেছে।
ঠিকাদার দিপু মিয়া ব্রিজে নির্মাণে নিম্নমানের সামগ্রী দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘কাজ করতে গেলে সমস্যা হতেই পারে। রাতে সেন্টারিং ভেঙে গেছে। এতে আমারই লোকসান হবে।’
আমতলী উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে এ বিষয়ে জানতে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন গাজীপুর খালের সেতুর সেন্টারিং স্রোতে ভেঙে গেছে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করায় এ অবস্থায় হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বরগুনা নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। ঘটনাস্থল পরিদর্শনে লোক পাঠানো হয়েছে। দুই এক দিনের মধ্যেই আমি সেতু এলাকা পরিদর্শন করব। তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
জানা গেছে, ২০১৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আমতলী উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন গাজীপুর খালে গার্ডার সেতু নির্মাণে দরপত্র আহ্বান করে। সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ওই কাজ পায় পটুয়াখালীর তামিম এন্টার প্রাইজের ঠিকাদার দিপু মিয়া।
২০২০ সালে ওই ব্রিজের নির্মাণকাজ শুরু করেন ঠিকাদার। কিন্তু শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সেতু নির্মাণের অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ঠিকাদার কাজ করছেন। গত এক সপ্তাহ ধরে সেতুর মাঝখানের অংশ নির্মাণ করতে সেন্টারিং করে। ওই সেন্টারিংয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়। ফলে আজ শনিবার জোয়ারের স্রোতে ওই সেন্টারিং এবং রড ভেঙে যায়।
স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, ঠিকাদার শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ শুরু করে। এ ব্রিজের বিষয়ে বেশ কয়েকবার উপজেলা প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। ফলে ব্রিজের মাঝখানের স্লাপ করতে নিম্নমানের লোহার রড দেওয়া হয়েছে। ওই লোহার রড ও সেন্টারিং করাতে ভেঙে গেছে।
শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ব্রিজের দুই পাড়ের গার্ডার থেকে মাধখানের স্লাপ করতে সেন্টারিং করা হয়েছে। ওই সেন্টারিং এর মধ্যে নিম্নমানের লোহার রড বাঁধা হয়েছে। কিন্তু রাতে ওই সেন্টারিং বাধা লোহায় রড ভেঙে গেছে।
ঠিকাদার দিপু মিয়া ব্রিজে নির্মাণে নিম্নমানের সামগ্রী দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘কাজ করতে গেলে সমস্যা হতেই পারে। রাতে সেন্টারিং ভেঙে গেছে। এতে আমারই লোকসান হবে।’
আমতলী উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে এ বিষয়ে জানতে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৬ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৬ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৬ ঘণ্টা আগে