Ajker Patrika

আগৈলঝাড়ায় আগুনে ঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২৩, ১৪: ৪১
আগৈলঝাড়ায় আগুনে ঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

বরিশালের আগৈলঝাড়ায় আগুনে একটি ঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। আজ শুক্রবার ভোরে উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানায়, আজ ভোরে উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের সৌদিপ্রবাসী নুর আলম তালুকদারের বাড়ির একটি ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ওই ঘরে থাকেন নুর আলমের আত্মীয় সাইদুল ফকির। তিনি এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় ঘরটি তালাবদ্ধ ছিল। আগুন দেখে প্রতিবেশী জসিম সন্যামত চিৎকার শুরু করেন। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। 

পরে খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফার্নিচারসহ সবকিছু পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সাইদুল ফকির। 

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বিপুল হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে ঘরে থাকা সব আসবাবপত্র পুড়ে গেছে। তবে ওই পরিবারের দাবি, অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত