নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা করেছে পুলিশ। আজ বুধবার সকালে এই কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সদস্যদের বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এ ঘটনায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১৩ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে নগরের ফকিরবাড়ী রোড থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিজিবি সদস্যরা লাঠিপেটা এবং ধরপাকড় চালান। এতে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা।
দুপুর সাড়ে ১২টার দিকে নগরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ফজলুল হক অ্যাভিনিউর জেলা ও দায়রা জজ আদালতের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। তাঁরা নগর ভবনের দিকে যেতে থাকলে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। যে কারণে আদালতের সামনের সড়কেই বসে পড়েন একদল ছাত্রী। এ সময় তাঁরা নানা স্লোগান দিতে থাকেন। বেলা পৌনে ১টার দিকে কাকলির মোড় থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিজিবি এসে বেধড়ক লাঠিপেটা শুরু করে।
এ সময় নারী পুলিশ সদস্যরা ছাত্রীদের টানাহেঁচড়া করেন এবং লাঠি দিয়ে পেটাতে থাকেন। তাতে কয়েক ছাত্রীর জামা ছিঁড়ে যায়। কেউ কেউ কান্নায় রাস্তায় লুটিয়ে পড়েন। কেউ আবার চিৎকার করে নারী পুলিশের সঙ্গে তর্ক জুড়ে দেন। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্রীরা শুয়ে পড়ে প্রতিবাদ জানান। পরে অতিরিক্ত নারী পুলিশ এসে ছাত্রীদের টেনেহিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়। এ সময় কয়েকজন ছাত্রকেও আটক করেছে পুলিশ।
আন্দোলনকারী শিক্ষার্থী আরিফা ও সিফা অভিযোগ করেন, তাঁরা শান্তিপূর্ণভাবে দেশে গুম-খুনের বিচার দাবিতে ফজলুল হক অ্যাভিনিউতে বিক্ষোভ করছিলেন। এ সময় পুলিশ এসে বেধড়ক লাঠিপেটা করে। ছাত্রীদের ধাক্কা দিয়েছে, টেনে জামা ছিঁড়ে ফেলেছে। পুলিশ কি শিক্ষার্থীদের গায়ে হাত দিতে পারে, প্রশ্ন রাখেন তাঁরা।
এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার নাফিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি তাঁরা নিয়ন্ত্রণে এনেছেন। এ পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা করেছে পুলিশ। আজ বুধবার সকালে এই কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সদস্যদের বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এ ঘটনায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১৩ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে নগরের ফকিরবাড়ী রোড থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিজিবি সদস্যরা লাঠিপেটা এবং ধরপাকড় চালান। এতে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা।
দুপুর সাড়ে ১২টার দিকে নগরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ফজলুল হক অ্যাভিনিউর জেলা ও দায়রা জজ আদালতের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। তাঁরা নগর ভবনের দিকে যেতে থাকলে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। যে কারণে আদালতের সামনের সড়কেই বসে পড়েন একদল ছাত্রী। এ সময় তাঁরা নানা স্লোগান দিতে থাকেন। বেলা পৌনে ১টার দিকে কাকলির মোড় থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিজিবি এসে বেধড়ক লাঠিপেটা শুরু করে।
এ সময় নারী পুলিশ সদস্যরা ছাত্রীদের টানাহেঁচড়া করেন এবং লাঠি দিয়ে পেটাতে থাকেন। তাতে কয়েক ছাত্রীর জামা ছিঁড়ে যায়। কেউ কেউ কান্নায় রাস্তায় লুটিয়ে পড়েন। কেউ আবার চিৎকার করে নারী পুলিশের সঙ্গে তর্ক জুড়ে দেন। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্রীরা শুয়ে পড়ে প্রতিবাদ জানান। পরে অতিরিক্ত নারী পুলিশ এসে ছাত্রীদের টেনেহিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়। এ সময় কয়েকজন ছাত্রকেও আটক করেছে পুলিশ।
আন্দোলনকারী শিক্ষার্থী আরিফা ও সিফা অভিযোগ করেন, তাঁরা শান্তিপূর্ণভাবে দেশে গুম-খুনের বিচার দাবিতে ফজলুল হক অ্যাভিনিউতে বিক্ষোভ করছিলেন। এ সময় পুলিশ এসে বেধড়ক লাঠিপেটা করে। ছাত্রীদের ধাক্কা দিয়েছে, টেনে জামা ছিঁড়ে ফেলেছে। পুলিশ কি শিক্ষার্থীদের গায়ে হাত দিতে পারে, প্রশ্ন রাখেন তাঁরা।
এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার নাফিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি তাঁরা নিয়ন্ত্রণে এনেছেন। এ পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে।
বগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৬ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১২ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১৭ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
২০ মিনিট আগে