Ajker Patrika

মঠবাড়িয়ায় বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৫৫
মঠবাড়িয়ায় বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। আজ রোববার সকালে উপজেলার মিরুখালী ইউনিয়নের সোবহান শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই মানববন্ধন হয়। 

সোবহান শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র মিত্রের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ডিএস দাখিল মাদ্রাসার সুপার আফজাল হোসেন, বাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ আল-মামুন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আবু হানিফ টুকু, দশম শ্রেণির শিক্ষার্থী তাসনিম প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, ‘এই বিদ্যালয়ের মাঠটি মিরুখালী ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় হওয়ায় এখানে অনেক সময় আন্তইউনিয়ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেটা আমাদের জন্য গর্বের। এটি শুধু এই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ নয়, বরং এই ইউনিয়নের শতাধিক প্রতিষ্ঠান ও এলাকার একটি মিলনমেলা। বিদ্যালয় ছুটির পর আশপাশের একাধিক গ্রামের শিশু-কিশোর, শিক্ষার্থীসহ তরুণ-যুবকেরা খেলাধুলা করতে এখানে আসে।’ 

খেলাধুলা ছাড়াও এই মাঠে বিভিন্ন জাতীয় দিবস, ধর্মীয় অনুষ্ঠানসহ রাজনৈতিক দলের সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি মাঠটির দক্ষিণ পাশে স্থানীয় বশির ফরাজী চারটি দোকানঘর নির্মাণের পাঁয়তারা করছেন। ইতিমধ্যে দোকান নির্মাণের সব সরঞ্জাম এনে মাঠে ফেলে রাখা হয়েছে। মাঠটি তাঁর হাত থেকে রক্ষা করতে না পারলে এবং খেলাধুলার ব্যবস্থা না থাকলে শিশুদের মানসিক ও শারীরিক মেধা বিকাশে বাধাগ্রস্ত হবে। এ ব্যাপারে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। 

তবে এ ব্যাপারে বশির ফরাজী দাবি করেন, ‘আমরা মাঠের জমিতে দোকান তুলছি না। ওই জমি আমাদের পৈতৃক সম্পত্তি।’ 

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঊর্মি ভৌমিক বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে দেখছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত