জেলা সংবাদদাতা, বরগুনা
বরগুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার নিয়ে সভায় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হলে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ সময় ধারালো অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে।
আজ সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্র আন্দোলনের বরিশাল বিভাগের জেলা ও উপজেলা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় ছাত্র নেতৃবৃন্দ। তাঁরা হলেন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এম এ সাঈদ, হাসিবুল ইসলাম শান্ত, শহিদুল ইসলাম শাহেদ, তৌহিদ আহমেদ আশিক, জিহাদ হোসাইন ও সাব্বির উদ্দিন।
সভায় নেতৃত্ব ও আধিপত্য বিস্তারে নিজেদের বরগুনার সমন্বয়ক দাবি করা মীর নিলয় ও রেজাউল করিম গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা প্রায় আধঘণ্টার চেষ্টায় পরিস্থিতি শান্ত করলে প্রথম দফার সভা সংক্ষিপ্ত হয়।
ওই সময় শিল্পকলার বাইরে কিছু শিক্ষার্থী মীর নিলয়কে ছাত্রলীগের দোসর আখ্যায়িত করে স্লোগান দেন। তাঁরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে নিলয় গ্রুপের মাধ্যমে সুবিধা নেওয়ার অভিযোগ করেন। বিকেলে দ্বিতীয় দফার সভায় অনিক নামে এক শিক্ষার্থী ধারালো অস্র নিয়ে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে আটক করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘আমরা আন্দোলনের সময় কোনো দলকে দেখিনি। এখন কেন দল নিয়ে কথা হচ্ছে। আন্দোলনের শুরুতে যারা ছিল, তারা আমাদের সঙ্গে থাকবে। কোনো দখলবাজ, চাঁদাবাজকে আমরা জায়গা দেব না। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে, ৫ আগস্ট থেকে ক্ষমতা দেখানো রাজনীতি বন্ধ হয়েছে, দখলবাজির রাজনীতির অবসান হয়েছে।’
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার আবদুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘শিল্পকলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় সভায় দুই পক্ষের হাতাহাতি ঘটনা ঘটলে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করেন। এ সময় ধারালো অস্ত্রসহ প্রবেশ করা অনিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে আটক করা হয়েছে।’
বরগুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার নিয়ে সভায় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হলে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ সময় ধারালো অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে।
আজ সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্র আন্দোলনের বরিশাল বিভাগের জেলা ও উপজেলা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় ছাত্র নেতৃবৃন্দ। তাঁরা হলেন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এম এ সাঈদ, হাসিবুল ইসলাম শান্ত, শহিদুল ইসলাম শাহেদ, তৌহিদ আহমেদ আশিক, জিহাদ হোসাইন ও সাব্বির উদ্দিন।
সভায় নেতৃত্ব ও আধিপত্য বিস্তারে নিজেদের বরগুনার সমন্বয়ক দাবি করা মীর নিলয় ও রেজাউল করিম গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা প্রায় আধঘণ্টার চেষ্টায় পরিস্থিতি শান্ত করলে প্রথম দফার সভা সংক্ষিপ্ত হয়।
ওই সময় শিল্পকলার বাইরে কিছু শিক্ষার্থী মীর নিলয়কে ছাত্রলীগের দোসর আখ্যায়িত করে স্লোগান দেন। তাঁরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে নিলয় গ্রুপের মাধ্যমে সুবিধা নেওয়ার অভিযোগ করেন। বিকেলে দ্বিতীয় দফার সভায় অনিক নামে এক শিক্ষার্থী ধারালো অস্র নিয়ে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে আটক করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘আমরা আন্দোলনের সময় কোনো দলকে দেখিনি। এখন কেন দল নিয়ে কথা হচ্ছে। আন্দোলনের শুরুতে যারা ছিল, তারা আমাদের সঙ্গে থাকবে। কোনো দখলবাজ, চাঁদাবাজকে আমরা জায়গা দেব না। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে, ৫ আগস্ট থেকে ক্ষমতা দেখানো রাজনীতি বন্ধ হয়েছে, দখলবাজির রাজনীতির অবসান হয়েছে।’
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার আবদুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘শিল্পকলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় সভায় দুই পক্ষের হাতাহাতি ঘটনা ঘটলে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করেন। এ সময় ধারালো অস্ত্রসহ প্রবেশ করা অনিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে আটক করা হয়েছে।’
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় ধনু নদে বিয়েবাড়ির স্পিডবোটডুবির ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ রোববার ধনু নদের চরপাড়া এলাকায় ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় লায়লা আক্তার (৭) ও শিরিন আক্তারের (১৮) লাশ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেপ্রধান নির্বাচন কমিশনার ড. মনির উদ্দিন বলেন, নির্বাচন নিয়ে আমরা খুবই আশাবাদী। চাকসু নির্বাচন কমিশনের সদস্যদের অনেকের দলীয় পরিচয় থাকতে পারে। তবে শতভাগ স্বচ্ছতার সঙ্গে আমরা নির্বাচন পরিচালনা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমরা এই নির্বাচনের জন্য শপথ গ্রহণ করেছি, যা অন্য কোনো ছাত্র সংসদ নির্বাচনে কেউ...
১ ঘণ্টা আগেপ্রথমে মিছিল নিয়ে নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন। পরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। তাঁরা বাগেরহাটে চারটি আসন বহাল রাখার দাবিতে নানা স্লোগান...
১ ঘণ্টা আগেমাদারীপুরে নির্মাণাধীন একটি ভবনে ঢুকে দুর্বৃত্তরা চারজনকে কুপিয়ে জখম করেছে। শনিবার রাতে মাদারীপুর শহরের বাগেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পুরান রাজার এলাকার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার (৪০)...
২ ঘণ্টা আগে