তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে শারিকখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চলছে ভোট গ্রহণ। ভোটকেন্দ্রে নারীদের চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম। এদিকে ইভিএমের ধীরগতিতে ভোট নেওয়ায় বিড়ম্বনার শিকার হচ্ছেন নারীরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ৮ নম্বর ওয়ার্ডে চাউলাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ চিত্র দেখা গেছে।
উপজেলা নির্বাচন কার্যালয়ের সূত্রে জানা গেছে, এই ইউপি নির্বাচনে ভোটার ৭ হাজার ৭৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৯২৯ জন এবং নারী ভোটার ৩ হাজার ৮৬৯ জন। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন, সংরক্ষিত সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ২৬ জন।
উপজেলা নির্বাচন কার্যালয়ের সূত্র আরও জানায়, এই ইউপির ৯টি ওয়ার্ডের নয় কেন্দ্রেই নারী ভোটারদের ভিড় বেশি দেখা গেছে। তবে পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। এদিকে ভোটারদের দাবি, ইভিএমের বিড়ম্বনায় আস্তে আস্তে ভোট চলছে। সকাল ৭টায় এসে বেলা গড়িয়ে দুপুর হলেও ভোট দিতে পারেনি অনেক নারী।
ভোট দিতে আসা মাহিনুর বেগম বলেন, ‘সকালে আমার স্বামী রিকশা নিয়ে বাইরে গেছেন। সকাল ৯টায় আমি ভোট দিয়েছি। আমার স্বামী দুপুর ২টার পর বাড়িতে ফিরে ভোটকেন্দ্রে আসবেন।’
ছকিনা নামের এক ভোটার বলেন, ‘সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে এসেছি। এখন ১১টা বাজে, তবু ভোট দিতে পারিনি। কখন পারি তাও জানি না।’ এ ছাড়া একাধিক নারী ভোটারের একই অভিযোগ।
৮ নম্বর ওয়ার্ডের চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফিরোজ আলম বলেন, ‘এই কেন্দ্রে নারী ভোটার ৫৪৩ জন। বেলা ১১টা পর্যন্ত ১৬০ জন ভোট দিয়েছেন। নারী ভোটারদের উপস্থিতি পুরুষদের তুলনায় অনেক বেশি। আশা করা যায় ৭০-৮০ শতাংশ নারী ভোট দিতে পারবেন।
তিনি আরও বলেন, ১১টা পর্যন্ত পুরুষ ভোট দিয়েছেন ১০১ জন। পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম। পুরুষ ভোটাররা সকালে কাজে ব্যস্ত থাকেন। এ জন্য হয়তো উপস্থিতি কম। দুপুর ১টার পর তাদের উপস্থিতি বাড়বে। ৬০-৬৫ শতাংশ পুরুষ ভোটার ভোট দেবেন বলে মনে করি।
এই কর্মকর্তা বলেন, ইভিএমে ভোট গ্রহণে কোনো ধীরগতি নেই। তবে বৃদ্ধ নারীরা ভোট দিতে এসে সময় বেশি নেওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
বরগুনার তালতলীতে শারিকখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চলছে ভোট গ্রহণ। ভোটকেন্দ্রে নারীদের চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম। এদিকে ইভিএমের ধীরগতিতে ভোট নেওয়ায় বিড়ম্বনার শিকার হচ্ছেন নারীরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ৮ নম্বর ওয়ার্ডে চাউলাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ চিত্র দেখা গেছে।
উপজেলা নির্বাচন কার্যালয়ের সূত্রে জানা গেছে, এই ইউপি নির্বাচনে ভোটার ৭ হাজার ৭৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৯২৯ জন এবং নারী ভোটার ৩ হাজার ৮৬৯ জন। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন, সংরক্ষিত সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ২৬ জন।
উপজেলা নির্বাচন কার্যালয়ের সূত্র আরও জানায়, এই ইউপির ৯টি ওয়ার্ডের নয় কেন্দ্রেই নারী ভোটারদের ভিড় বেশি দেখা গেছে। তবে পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। এদিকে ভোটারদের দাবি, ইভিএমের বিড়ম্বনায় আস্তে আস্তে ভোট চলছে। সকাল ৭টায় এসে বেলা গড়িয়ে দুপুর হলেও ভোট দিতে পারেনি অনেক নারী।
ভোট দিতে আসা মাহিনুর বেগম বলেন, ‘সকালে আমার স্বামী রিকশা নিয়ে বাইরে গেছেন। সকাল ৯টায় আমি ভোট দিয়েছি। আমার স্বামী দুপুর ২টার পর বাড়িতে ফিরে ভোটকেন্দ্রে আসবেন।’
ছকিনা নামের এক ভোটার বলেন, ‘সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে এসেছি। এখন ১১টা বাজে, তবু ভোট দিতে পারিনি। কখন পারি তাও জানি না।’ এ ছাড়া একাধিক নারী ভোটারের একই অভিযোগ।
৮ নম্বর ওয়ার্ডের চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফিরোজ আলম বলেন, ‘এই কেন্দ্রে নারী ভোটার ৫৪৩ জন। বেলা ১১টা পর্যন্ত ১৬০ জন ভোট দিয়েছেন। নারী ভোটারদের উপস্থিতি পুরুষদের তুলনায় অনেক বেশি। আশা করা যায় ৭০-৮০ শতাংশ নারী ভোট দিতে পারবেন।
তিনি আরও বলেন, ১১টা পর্যন্ত পুরুষ ভোট দিয়েছেন ১০১ জন। পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম। পুরুষ ভোটাররা সকালে কাজে ব্যস্ত থাকেন। এ জন্য হয়তো উপস্থিতি কম। দুপুর ১টার পর তাদের উপস্থিতি বাড়বে। ৬০-৬৫ শতাংশ পুরুষ ভোটার ভোট দেবেন বলে মনে করি।
এই কর্মকর্তা বলেন, ইভিএমে ভোট গ্রহণে কোনো ধীরগতি নেই। তবে বৃদ্ধ নারীরা ভোট দিতে এসে সময় বেশি নেওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সীমান্ত থেকে অপহরণের ২৪ ঘণ্টা পরও উদ্ধার হয়নি ছয় বাংলাদেশি। এ নিয়ে উদ্বিগ্ন তাদের পরিবার। এদিকে মুক্তিপণের জন্য মাথাপিছু ১ লাখ টাকা করে ভারতীয় ফোন নম্বরে পাঠানোর জন্য বলা হচ্ছে বলে দাবি একটি সূত্রের।
৯ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। তবে কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সমন্বয়হীনতা দেখা দিয়েছে।
১৪ মিনিট আগেপঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শিশুর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়েছে, ১৪ সেপ্টেম্বর বিকেলে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় বাড়ির সামনে খেলা করছিল ভুক্তভোগী শিশু।
১৫ মিনিট আগেকড়া নিরাপত্তার চাদরে ঘেরা বাড়িটির নাম প্যারেন্ট লজ। এটি কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগরে অবস্থিত। ১ সেপ্টেম্বর এই বাড়ি থেকে বিরল প্রজাতির একটি ‘মিয়াজাকি’ আমগাছ চুরি হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার কুমারখালী থানায় অভিযোগ করা হয়েছে।
২৩ মিনিট আগে