চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পিতার হাত ভেঙে দিয়েছে উত্ত্যক্তকারীরা। এ সময় হামলাকারীরা তাঁর ডান পা কুপিয়ে জখম করে। গত ১৮ অক্টোবর সকালে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই ব্যক্তির নাম মো. আজিজুল শেখ। তাঁর মেয়ে (১৭) উচ্চমাধ্যমিক শিক্ষার্থী।
আহত ওই ব্যক্তিকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, চিতলমারী উপজেলায় মো. আজিজুল শেখের মেয়ে উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্রী। তাঁকে কলেজে যাওয়া-আসার পথে ভ্যানচালক শহিদুল ইসলাম কুটি (৩৩) প্রতিনিয়ত উত্ত্যক্ত করত। উত্ত্যক্তর প্রতিবাদ করায় গত ১৮ অক্টোবর সকালে শহিদুল ইসলাম কুটি ও তাঁর লোকজন ওই কলেজ ছাত্রীর বাবা আজিজুল শেখকে লোহার রড ও শাবল দিয়ে পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় হামলায় আজিজুলের ডান হাত ভেঙে যায় ও শাবলের কোপে ডান পা রক্তাক্ত জখম হয়। এ ঘটনার চার দিন পর ২২ অক্টোবর কলেজ ছাত্রীর মা মাফুজা বেগম বাদী হয়ে চিতলমারী থানায় শহিদুল ইসলাম কুটিকে প্রধান আসামি করে পাঁচজনের নামে একটি মামলা দায়ের করেন।
গতকাল মঙ্গলবার বিকেলে কলেজ ছাত্রীর বাবা আহত অবস্থায় মেয়ের কাঁধে মাথা রেখে কান্নাজড়িতকণ্ঠে সাংবাদিকদের বলেন, আমার চারটি মেয়ে। তাদের মধ্যে মেজো মেয়েটি শারীরিক ও বাক প্রতিবন্ধী। অনেক কষ্টে দুটি মেয়েকে বিয়ে দিয়েছি। অনেক স্বপ্ন নিয়ে মেয়েটিকে কলেজে পড়াচ্ছি। কিন্তু ওদের কারণে হয়তো মেয়েটির লেখাপড়া বন্ধ করে দিতে হবে।
ভুক্তভোগী কলেজছাত্রী বলেন, দেশের অন্য দশটা মেয়ের মতো আমারও লেখাপড়ার অধিকার আছে। এখন আমি কি বখাটেদের কারণে কলেজে যেতে পারব না।
ঘটনার পর থেকে শহিদুল ইসলাম কুটি ও তাঁর লোকজন পলাতক থাকায় তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এএইচএম কামরুজ্জামান খান বলেন, আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা রেকর্ড করেছি। আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাঁদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বাগেরহাটের চিতলমারীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পিতার হাত ভেঙে দিয়েছে উত্ত্যক্তকারীরা। এ সময় হামলাকারীরা তাঁর ডান পা কুপিয়ে জখম করে। গত ১৮ অক্টোবর সকালে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই ব্যক্তির নাম মো. আজিজুল শেখ। তাঁর মেয়ে (১৭) উচ্চমাধ্যমিক শিক্ষার্থী।
আহত ওই ব্যক্তিকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, চিতলমারী উপজেলায় মো. আজিজুল শেখের মেয়ে উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্রী। তাঁকে কলেজে যাওয়া-আসার পথে ভ্যানচালক শহিদুল ইসলাম কুটি (৩৩) প্রতিনিয়ত উত্ত্যক্ত করত। উত্ত্যক্তর প্রতিবাদ করায় গত ১৮ অক্টোবর সকালে শহিদুল ইসলাম কুটি ও তাঁর লোকজন ওই কলেজ ছাত্রীর বাবা আজিজুল শেখকে লোহার রড ও শাবল দিয়ে পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় হামলায় আজিজুলের ডান হাত ভেঙে যায় ও শাবলের কোপে ডান পা রক্তাক্ত জখম হয়। এ ঘটনার চার দিন পর ২২ অক্টোবর কলেজ ছাত্রীর মা মাফুজা বেগম বাদী হয়ে চিতলমারী থানায় শহিদুল ইসলাম কুটিকে প্রধান আসামি করে পাঁচজনের নামে একটি মামলা দায়ের করেন।
গতকাল মঙ্গলবার বিকেলে কলেজ ছাত্রীর বাবা আহত অবস্থায় মেয়ের কাঁধে মাথা রেখে কান্নাজড়িতকণ্ঠে সাংবাদিকদের বলেন, আমার চারটি মেয়ে। তাদের মধ্যে মেজো মেয়েটি শারীরিক ও বাক প্রতিবন্ধী। অনেক কষ্টে দুটি মেয়েকে বিয়ে দিয়েছি। অনেক স্বপ্ন নিয়ে মেয়েটিকে কলেজে পড়াচ্ছি। কিন্তু ওদের কারণে হয়তো মেয়েটির লেখাপড়া বন্ধ করে দিতে হবে।
ভুক্তভোগী কলেজছাত্রী বলেন, দেশের অন্য দশটা মেয়ের মতো আমারও লেখাপড়ার অধিকার আছে। এখন আমি কি বখাটেদের কারণে কলেজে যেতে পারব না।
ঘটনার পর থেকে শহিদুল ইসলাম কুটি ও তাঁর লোকজন পলাতক থাকায় তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এএইচএম কামরুজ্জামান খান বলেন, আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা রেকর্ড করেছি। আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাঁদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মুন্সিগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আটজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি ও আনন্দপুর গ্রামের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাজবাড়ীর গোয়ালন্দে ‘ইমাম মেহেদি’ দাবিকারী নুরুল হক ওরফে নুরাল পাগলার বাড়িতে হামলায় আহত মো. রাসেল মোল্লা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ওই উপজেলার দেবগ্রাম জতুমিস্ত্রিপাড়ার মো. আজাদ মোল্লার ছেলে।
২ ঘণ্টা আগেদীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। এরই মধ্যে প্রর্থীদের প্রচারণায় জমে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে এবারের নির্বাচনে প্যানেলের চেয়ে প্রার্থীর ভাবমূর্তিতেই বেশি গুরুত্ব দিচ্ছেন শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগেজাতীয় পার্টি (জাপা) ও ১৪-দলীয় জোটের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই উল্লেখ করে তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। আজ শুক্রবার রাজধানীর শাহবাগে নুরের ওপর হামলার বিচারসহ তিন দাবিতে গণঅধিকার পরিষদ আয়োজিত এক সংহতি সমাবেশে এ দাবি জানান তাঁরা।
২ ঘণ্টা আগে