নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চাঁদাবাজদের দ্বন্দ্বে এক মাস ধরে বন্ধ কাপ্তান বাজারের পাইকারি মুরগির বাজার। সেটি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ রোববার এই দাবিতে কাপ্তান বাজার পোলট্রি মুরগি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। এর আগে নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।
সংগঠনের সভাপতি মো. কাজী বোরহান বলেন, ‘আমাদের দাবি স্মারকলিপির মাধ্যমে মেয়র বরাবর পৌঁছে দিয়েছি। ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত এই রাত্রিকালীন কাপ্তানবাজার খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে।’
সংগঠনের সদস্য হজরত আলী বলেন, ‘পৃথিবীর সব দেশেই অস্থায়ী বাজার ব্যবস্থা আছে। আমরা অস্থায়ীভাবে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত দীর্ঘদিন কাপ্তানবাজারে ব্যবসা করে আসছি। কিন্তু চাঁদাবাজির দ্বন্দ্বকে কেন্দ্র করে আজ এক মাস ধরে বাজার বন্ধ হয়ে আছে। এ অবস্থায় আর্থিক সংকটে ব্যবসায়ীরা দিশেহারা। তাই সকল প্রকার চাঁদাবাজদের বিতাড়িত করে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের ব্যবসা করার ব্যবস্থা করে দিতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন—সংগঠনের সাধারণ সম্পাদক মো. আনিছ মিয়া, হুমায়ুন কবির বাবুল, সফিউল আলম বাচ্চু, মো. করিম মিয়া, শহীদুল ইসলাম ব্যাপারী, সাদ্দাম হোসেন, মো. ইকবাল, মো. নিয়ামত উল্লাহ, মো. আব্দুল কাদের, ইমাম হোসেন ও বাদশা মিয়া প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, ‘আমরা সারা দেশে ঘুরে কৃষি খামারিদের নিকট থেকে প্রতিযোগিতামূলক দামে পোলট্রি মুরগি সংগ্রহ করে পিকআপ যোগে ঢাকায় নিয়ে আসি। শহরের মানুষের আমিষের চাহিদা জোগান দিতে রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে এ সকল পোলট্রি মুরগি কাপ্তান বাজার সংলগ্ন সড়কের একাংশে পাইকারি বিক্রয় হয়। এছাড়াও বড় খামারিরা তাদের উৎপাদিত পোলট্রি মুরগি নিয়ে এসে এই বাজারে শহরের দোকানিদের নিকট বিক্রি করেন। সারা ঢাকা শহরের বিভিন্ন বাজার মহল্লা থেকে আসা খুচরা ব্যবসায়ীগণ এখান থেকেই মুরগি সংগ্রহ করেন। এই অস্থায়ী বাজারটি বহু বছর ধরে চলে আসা একটি রাত্রিকালীন পাইকারি বাজার। এই অস্থায়ী বাজারটি নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সুনির্ধারিত কোনো বিধান না থাকায়, আমাদের বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতির শিকার হতে হয়। আমরা সব সময় আমাদের বৈধ উপার্জনে কর্তৃপক্ষ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আইনসিদ্ধ পদক্ষেপ কামনা করে এসেছি।’
জানা গেছে, এত দিন কাপ্তান বাজারে মুরগির পাইকারি বাজার নিয়ন্ত্রণ করতেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী। তাঁর লোকজন চাঁদা আদায় করত। সম্প্রতি সিটি টোলের ইজারাদারের প্রতিনিধি পরিচয়ে নিয়াজ মোর্শেদ জুম্মনের লোকজন চাঁদা তুলতে গেলে বিপত্তি বাঁধে। কাউন্সিলরের লোকজনের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এর পর থেকে অন্তত তিন সপ্তাহ ধরে কাপ্তানবাজারের মুরগির পাইকারি বাজার বন্ধ রয়েছে। সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে, শিগগিরই বাজারটির ইজারা প্রক্রিয়া শুরু করা হবে।
স্থানীয় কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী আজকের পত্রিকাকে বলেন, ‘সিটি টোল আদায়ের জন্য ইজারা দেয় সিটি করপোরেশনের পরিবহন বিভাগ। নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে। যদি সিটি করপোরেশন কাপ্তান বাজারের ইজারা দিয়ে থাকে, তাহলে কাউন্সিলরকে অবহিত করা উচিত। সেটা আমাকে করা হয়নি। এখন বাজার নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে, আরও বেশি অর্থ আদায়ের ষড়যন্ত্র চলছে।
জুম্মনকে বিএনপির লোক দাবি করে কাউন্সিলর বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।’
জুম্মন আজকের পত্রিকাকে বলেন, ‘এত দিন কাউন্সিলর মুরগির বাজার থেকে দিনে আট লাখ টাকার বেশি চাঁদা ওঠাত। আমি ইজারার নিয়ম অনুসারে টাকা তুলতে গেলেই সমস্যা। এখন কাউন্সিলর আমার কাছে চাঁদার ৪০ শতাংশ ভাগ দাবি করেছে।’
জুম্মন আরও বলেন, ‘বাজার উন্মুক্ত করে দিক, চাঁদা কাউকে দিতে হবে না। পাল্টাপাল্টি ধাওয়ার দরকার নেই। আমিও আওয়ামী লীগের কর্মী। এখন আমাকে ঘায়েল করার জন্য ২০০৭ সালের রাজনৈতিক পরিচয় সামনে আনা হচ্ছে।’
ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘সিটি টোলের সঙ্গে মুরগির বাজারে চাঁদা তোলার সম্পর্ক নেই। মেয়র স্যার আমাকে নির্দেশনা দিয়েছেন কাপ্তান বাজারের ইজারা প্রক্রিয়া শুরু করার জন্য। আমরা মূল্য নির্ধারণ করে শিগগির ইজারা প্রক্রিয়া শুরু করব।’
চাঁদাবাজদের দ্বন্দ্বে এক মাস ধরে বন্ধ কাপ্তান বাজারের পাইকারি মুরগির বাজার। সেটি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ রোববার এই দাবিতে কাপ্তান বাজার পোলট্রি মুরগি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। এর আগে নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।
সংগঠনের সভাপতি মো. কাজী বোরহান বলেন, ‘আমাদের দাবি স্মারকলিপির মাধ্যমে মেয়র বরাবর পৌঁছে দিয়েছি। ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত এই রাত্রিকালীন কাপ্তানবাজার খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে।’
সংগঠনের সদস্য হজরত আলী বলেন, ‘পৃথিবীর সব দেশেই অস্থায়ী বাজার ব্যবস্থা আছে। আমরা অস্থায়ীভাবে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত দীর্ঘদিন কাপ্তানবাজারে ব্যবসা করে আসছি। কিন্তু চাঁদাবাজির দ্বন্দ্বকে কেন্দ্র করে আজ এক মাস ধরে বাজার বন্ধ হয়ে আছে। এ অবস্থায় আর্থিক সংকটে ব্যবসায়ীরা দিশেহারা। তাই সকল প্রকার চাঁদাবাজদের বিতাড়িত করে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের ব্যবসা করার ব্যবস্থা করে দিতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন—সংগঠনের সাধারণ সম্পাদক মো. আনিছ মিয়া, হুমায়ুন কবির বাবুল, সফিউল আলম বাচ্চু, মো. করিম মিয়া, শহীদুল ইসলাম ব্যাপারী, সাদ্দাম হোসেন, মো. ইকবাল, মো. নিয়ামত উল্লাহ, মো. আব্দুল কাদের, ইমাম হোসেন ও বাদশা মিয়া প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, ‘আমরা সারা দেশে ঘুরে কৃষি খামারিদের নিকট থেকে প্রতিযোগিতামূলক দামে পোলট্রি মুরগি সংগ্রহ করে পিকআপ যোগে ঢাকায় নিয়ে আসি। শহরের মানুষের আমিষের চাহিদা জোগান দিতে রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে এ সকল পোলট্রি মুরগি কাপ্তান বাজার সংলগ্ন সড়কের একাংশে পাইকারি বিক্রয় হয়। এছাড়াও বড় খামারিরা তাদের উৎপাদিত পোলট্রি মুরগি নিয়ে এসে এই বাজারে শহরের দোকানিদের নিকট বিক্রি করেন। সারা ঢাকা শহরের বিভিন্ন বাজার মহল্লা থেকে আসা খুচরা ব্যবসায়ীগণ এখান থেকেই মুরগি সংগ্রহ করেন। এই অস্থায়ী বাজারটি বহু বছর ধরে চলে আসা একটি রাত্রিকালীন পাইকারি বাজার। এই অস্থায়ী বাজারটি নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সুনির্ধারিত কোনো বিধান না থাকায়, আমাদের বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতির শিকার হতে হয়। আমরা সব সময় আমাদের বৈধ উপার্জনে কর্তৃপক্ষ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আইনসিদ্ধ পদক্ষেপ কামনা করে এসেছি।’
জানা গেছে, এত দিন কাপ্তান বাজারে মুরগির পাইকারি বাজার নিয়ন্ত্রণ করতেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী। তাঁর লোকজন চাঁদা আদায় করত। সম্প্রতি সিটি টোলের ইজারাদারের প্রতিনিধি পরিচয়ে নিয়াজ মোর্শেদ জুম্মনের লোকজন চাঁদা তুলতে গেলে বিপত্তি বাঁধে। কাউন্সিলরের লোকজনের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এর পর থেকে অন্তত তিন সপ্তাহ ধরে কাপ্তানবাজারের মুরগির পাইকারি বাজার বন্ধ রয়েছে। সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে, শিগগিরই বাজারটির ইজারা প্রক্রিয়া শুরু করা হবে।
স্থানীয় কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী আজকের পত্রিকাকে বলেন, ‘সিটি টোল আদায়ের জন্য ইজারা দেয় সিটি করপোরেশনের পরিবহন বিভাগ। নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে। যদি সিটি করপোরেশন কাপ্তান বাজারের ইজারা দিয়ে থাকে, তাহলে কাউন্সিলরকে অবহিত করা উচিত। সেটা আমাকে করা হয়নি। এখন বাজার নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে, আরও বেশি অর্থ আদায়ের ষড়যন্ত্র চলছে।
জুম্মনকে বিএনপির লোক দাবি করে কাউন্সিলর বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।’
জুম্মন আজকের পত্রিকাকে বলেন, ‘এত দিন কাউন্সিলর মুরগির বাজার থেকে দিনে আট লাখ টাকার বেশি চাঁদা ওঠাত। আমি ইজারার নিয়ম অনুসারে টাকা তুলতে গেলেই সমস্যা। এখন কাউন্সিলর আমার কাছে চাঁদার ৪০ শতাংশ ভাগ দাবি করেছে।’
জুম্মন আরও বলেন, ‘বাজার উন্মুক্ত করে দিক, চাঁদা কাউকে দিতে হবে না। পাল্টাপাল্টি ধাওয়ার দরকার নেই। আমিও আওয়ামী লীগের কর্মী। এখন আমাকে ঘায়েল করার জন্য ২০০৭ সালের রাজনৈতিক পরিচয় সামনে আনা হচ্ছে।’
ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘সিটি টোলের সঙ্গে মুরগির বাজারে চাঁদা তোলার সম্পর্ক নেই। মেয়র স্যার আমাকে নির্দেশনা দিয়েছেন কাপ্তান বাজারের ইজারা প্রক্রিয়া শুরু করার জন্য। আমরা মূল্য নির্ধারণ করে শিগগির ইজারা প্রক্রিয়া শুরু করব।’
সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য শাহ মোহাম্মদ রফিকুল বারী চৌধুরী (৮০) মারা গেছেন। আজ শুক্রবার (১৫ আগস্ট) বেলা ২টায় জামালপুর শহরের আমলাপাড়া নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৪ মিনিট আগেনিহত গৃহবধূর ফুপা শামসুদ্দোহা খানের ভাষ্য, গতকাল বুধবার রাত ২টার দিকে সিফাত আলী তাঁর শাশুড়ি নাজমা বেগমকে ফোন করে বলেন, ‘কেয়া খুবই অসুস্থ।’ এরপর স্বামীসহ দ্রুত ওই বাসায় পৌঁছান নাজমা বেগম। সেখানে গিয়ে তাঁরা দেখেন, কেয়াকে নিয়ে পান্থপথের বিআরবি হাসপাতালে যাচ্ছেন সিফাত। হাসপাতালে পৌঁছার পর এক...
৭ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা কারাগারের এক হাজতি মারা গেছেন। তাঁর নাম সামির খান (২৫)। আজ শুক্রবার সকাল ৮টার দিকে তিনি মারা যান। সামির খান আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের দগরিসার গ্রামের আলম খানের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়
৮ মিনিট আগেশেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৩৩ মিনিট আগে