Ajker Patrika

হাসপাতালে নেওয়ার পথে চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদির মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
হাসপাতালে নেওয়ার পথে চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদির মৃত্যু

চুয়াডাঙ্গায় টুটুল মোল্লা (৬০) নামের এক কয়েদি অসুস্থ হয়ে মারা গেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলা কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

টুটুল জেলার আলমডাঙ্গা উপজেলার মানিকনগর পাঁচলিয়া গ্রামের মৃত আজগর মোল্লার ছেলে। তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে মাদক মামলায় সাজা ভোগ করছিলেন।

টুটুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেল সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। তিনি জানান, ২০২২ সালের ১৩ ডিসেম্বর ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ টুটুলকে গ্রেপ্তার করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে তাঁকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা কারাগারে টুটুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলে জানান জেল সুপার। তিনি বলেন, ‘তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে যশোরে পৌঁছালে তিনি মারা যান। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ফাইনাল নিয়ে সুপার কম্পিউটার কী বলে

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত