Ajker Patrika

কেওক্রাডং সড়কে চাঁদের গাড়ি উল্টে ১৩ পর্যটক আহত

বান্দরবান প্রতিনিধি
দুর্ঘটনার শিকার গাড়ি। ছবি: সংগৃহীত
দুর্ঘটনার শিকার গাড়ি। ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং যাওয়ার পথে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ১৩ পর্যটক আহত হন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বগালেক থেকে কেওক্রাডং পাহাড়ের উদ্দেশে যাওয়ার পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন। গাড়িটি কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

এ সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন ১৩ জন। তাঁরা হলেন স্থানীয় পর্যটক গাইড স্বপন বড়ুয়া (৩৪), কুষ্টিয়া থেকে আসা পর্যটক সিদ্দিকুর রহমান (৫৫), হাশমত (৪৫), রাশেদুল (৪৪), আফিকুল ইসলাম (৪৪), সোহেল রানা (৪৫), ফারুক আহমেদ (৪২), আকরাম আলী (৩৭), জুমা (২৬), রুমি আক্তার (২৮), বেলায়েতসহ আরও কয়েকজন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, ভোরে বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়িটি উল্টে যায়। এতে একজন পর্যটক গুরুতর আহত হন। বাকিরাও বিভিন্নভাবে আহত হয়েছেন।

রুমা সদর থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, গাইডসহ মোট ১৩ জন পর্যটক আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচপিও ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসান বলেন, সকাল ৯টার দিকে মোট ১৩ জন আহতকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ৯ জন গুরুতর হওয়ায় মোট ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...