Ajker Patrika

কিশোরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

প্রতিনিধি,‌ কি‌শোরগঞ্জ 
কিশোরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

কিশোরগঞ্জের নিকলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে শহর উদ্দিন নামের এক ব্য‌ক্তি নিহত হ‌য়ে‌ছেন। আহত হ‌য়ে‌ছেন কমপক্ষে ৭ জন।

আজ বুধবার দুপু‌রে উপজেলার সিংপুর ইউনিয়‌নের গোড়া‌দিঘা গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

আহতরা হলেন, জয়েদ আলীর ছেলে মুতি মিয়া (৪৫), মানিক মিয়া (৩৯), মফিজ আলীর ছেলে আলী আকবর (২৫), খসরু (২৭), মফিজ আলী (৭৫), মানিক মিয়ার ছেলে নূর আলম (২০) এবং ৬ বছরের এক শিশু।

পু‌লিশ জানায়, গোড়া‌দিঘা গ্রা‌মের সাহাবু‌দ্দি‌নের এক‌টি গরু একই গ্রা‌মের শহর উদ্দিনের স্ত্রীর রো‌দে শুকা‌তে দেয়া গোব‌রের জ্বালা‌নি নষ্ট ক‌রে ফে‌লে। পরে এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে দু’প‌ক্ষের লোকজন সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রি‌স্থিতি নিয়ন্ত্র‌ণে আনে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তু‌তি চল‌ছে।

নিহ‌তের লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য কি‌শোরগঞ্জ ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত