Ajker Patrika

মোরগ প্রতীককে জেতাতে উঠেপড়ে লেগেছেন প্রতিদ্বন্দ্বী ফুটবলের প্রার্থী

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
মোরগ প্রতীককে জেতাতে উঠেপড়ে লেগেছেন প্রতিদ্বন্দ্বী ফুটবলের প্রার্থী

ফুটবল প্রতীক নিয়ে ইউপি সদস্য পদে ভোট করছেন আকরাম হোসেন (৩০)। কিন্তু তিনি নিজের জয়ের জন্য প্রচারণা চালাচ্ছেন না। তাঁর প্রতিদ্বন্দ্বী আমিন বেপারীর (৫০) মোরগ প্রতীক নিয়ে তিনি যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। করছেন মিছিল, মিটিং ও উঠান বৈঠক। প্রতিদ্বন্দ্বীকে বিজয়ী করতে যা যা করা দরকার সবই করছেন তিনি উৎসাহের সঙ্গে। 

ব্যতিক্রমধর্মী এ ঘটনাটি ঘটছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে। 

খোঁজ নিয়ে জানা যায়, আকরাম হোসেন ওই ইউনিয়নের বেপারী বাড়ির বাসিন্দা। একই বাড়ির অপর বাসিন্দা আমিন উদ্দিন বেপারী। নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে পর্যন্ত কেউ কাউকে ছাড় দিতে নারাজ ছিলেন। দু’জনই শুরু করেন নিজের বলয়ে লোকসংখ্যা বাড়ানোর প্রতিযোগিতা। প্রচারণার শুরু থেকে আমিন বেপারী পোস্টার, লিফলেট, স্টিকার ও মাইকিং করলেও প্রতীক নিয়ে নীরব থাকেন আকরাম। কিন্তু সাত/আট আগে হঠাৎ করে আমিন বেপারীর প্রচারণায় যুক্ত হয়ে যান তিনি। প্রায়ই তাঁরা দু’জন যৌথভাবেই প্রচারণা চালাচ্ছেন। এ ওয়ার্ডে মোট ভোটার ১ হাজার ৫৫। এর মধ্যে নারী ভোটার ৫২২ জন ও পুরুষ ভোটার ৫৩৩ জন। মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন।

ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আপেল প্রতীকের প্রার্থী কামাল হোসেন জমাদার বলেন, এ ধরনের প্রচারণা জীবনে এই প্রথম দেখলাম। আমার বিজয় নিশ্চিত জেনে তাঁরা একজন থেমে গিয়ে যৌথভাবে প্রচারণা চালাচ্ছেন। অপরপ্রার্থী তোফায়েল আহাম্মদও (টিউবওয়েল) এতে বিস্মিত।

রায়পুর উপজেলার ১০ নম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে মোরগ প্রতীকের প্রার্থী আমিন উল্যা বেপারীর (মাঝখানে কালো কোর্ট পরিহিত) প্রচারণায় প্রতিদ্বন্দ্বী আকরাম হোসেন (সর্ববামে ক্যাপ পরিহিত)। সম্প্রতি দেবীপুর গ্রাম থেকে তোলামেম্বার প্রার্থী আকরাম হোসেন বলেন, আমার প্রতীক ফুটবল হলেও আমি এখন মোরগ প্রতীকের নির্বাচনের প্রচারণা চালাচ্ছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেও আমি চাই তিনি বিজয়ী হোন। এ কারণেই আমি আমার সব প্রচারণা বন্ধ রেখে মোরগ প্রতীককে বিজয়ী করতে রাত-দিন শ্রম দিয়ে যাচ্ছি। মিছিল, মিটিংয়ে যাচ্ছি। আমার সমর্থকদের অনুরোধ করেছি মোরগ মার্কায় ভোট দিতে।

তবে মোরগ প্রতীকের আমিন উল্যা বেপারী বলেন, আমার সঙ্গে আকরামের কোনো সমঝোতা হয়নি। তাঁকে পরিকল্পিতভাবে প্রার্থী করানো হয়েছে। টাকা না থাকায় এখন তিনি পোস্টার, মাইকিং ও প্রচারণা থেকে বিরত রয়েছেন। একদিন হঠাৎ করে আমার গণসংযোগে যোগ দেওয়ায় এ বিভ্রান্তি ছড়িয়েছে। আকরাম একা একাই তাঁর নিজের প্রচারণা চালাচ্ছেন। 

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, ‘এ ধরনের ঘটনা খুব কমই দেখা যায়। নির্বাচনী বিধিবিধানে যৌথভাবে বা কয়েকজন প্রার্থী মিলে একজনের পক্ষে এ ধরনের প্রচারণা শাস্তিযোগ্য কোনো বিষয় নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত