দিপংকর মারডুক
প্রতিদিন, আমি নরকের দরোজা বানাই
কিছু সেলুলয়েড ভর্তি পাহাড়ে যাওয়ার স্বপ্ন নিয়ে
মা বলতেন, উপকূল ভালো হবে
তার জন্য রোজগার কর।
সবচেয়ে ভালো হয় বাজারজাত দ্রব্য নির্ধারণ কর!
তবুও আমি বরই পাতার মতন করে রৌদ্রকান্তি ফুল আঁকি—
তবে পাশাপাশি সত্য যে
আমরা কখনো দেবদূতের শহরে বাস করি নাই
ছিলো ধৃষ্টতা, দ্বন্দ্বের কিছু অভিনব অস্থিরতা
বিষ দেওয়া মাতাল রাতকে ভালোবেসে সম্পর্কের জিজ্ঞাসা
কিংবা সব আবর্জনায় রাখা প্রকাশ্যের প্রকৃতি
তবুও আমি কাব্যিক বৈধতার মতন করে সূর্যের স্নেহ রাখি—
প্রতিদিন, আমি নরকের দরোজা বানাই
কিছু সেলুলয়েড ভর্তি পাহাড়ে যাওয়ার স্বপ্ন নিয়ে
মা বলতেন, উপকূল ভালো হবে
তার জন্য রোজগার কর।
সবচেয়ে ভালো হয় বাজারজাত দ্রব্য নির্ধারণ কর!
তবুও আমি বরই পাতার মতন করে রৌদ্রকান্তি ফুল আঁকি—
তবে পাশাপাশি সত্য যে
আমরা কখনো দেবদূতের শহরে বাস করি নাই
ছিলো ধৃষ্টতা, দ্বন্দ্বের কিছু অভিনব অস্থিরতা
বিষ দেওয়া মাতাল রাতকে ভালোবেসে সম্পর্কের জিজ্ঞাসা
কিংবা সব আবর্জনায় রাখা প্রকাশ্যের প্রকৃতি
তবুও আমি কাব্যিক বৈধতার মতন করে সূর্যের স্নেহ রাখি—
একজন শিল্পী সারা জীবন কেবল পালিয়েই বেড়ালেন। খ্যাতি, যশ, অর্থ এমনকি সংসারজীবন থেকে পালিয়ে হয়ে উঠলেন বোহিমিয়ান। শিল্প সৃষ্টির প্রক্রিয়ায় এক অদ্ভুত আধ্যাত্মিক চরিত্র হয়ে উঠেছিলেন শিল্পী এস এম সুলতান। বেঁচে থাকলে তিনি হতেন শতবর্ষী।
২ দিন আগেরবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নামগুলোর একটি হলেও কেন বাঙালি মুসলমানদের একটি বৃহৎ অংশের কাছে অগ্রহণযোগ্য? কেন দেড় শ বছর আগের এক কবির সঙ্গে আজকের বাংলাদেশের রয়ে গেছে একটা দ্বান্দ্বিক সম্পর্ক? এই দ্বন্দ্বের শুরুটা কোথায়?
৬ দিন আগেবাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক মশিউল আলম ইতালির চিভিতেলা রানিয়েরি ফেলোশিপে ভূষিত হয়েছেন। এই আন্তর্জাতিক সম্মাননা প্রতিবছর বিশ্বের খ্যাতিমান ভিজ্যুয়াল শিল্পী, লেখক ও সংগীতজ্ঞদের দেওয়া হয়। মশিউল আলম এই ফেলোশিপপ্রাপ্ত প্রথম বাংলাদেশি লেখক।
৯ দিন আগেরাউলিং বলেন, ‘হ্যারি পটার আর হগওয়ার্টস হঠাই আমার মাথায় চলে আসে। প্লট আর চরিত্র মাথায় আসার সঙ্গে সঙ্গে আমি ঠিক করে ফেলি এটা লিখতেই হবে। অসাধারণ এক রোমাঞ্চ অনুভব করছিলাম।’
১২ দিন আগে