নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বুদ্ধ উৎসব বললে ভুল হবে না! কারণ গৌতম বুদ্ধকে নিয়ে মঞ্চে আসছে নাটক, তাও আবার প্রদর্শনী হবে টানা তিন দিন। আগামীকাল বুধবার থেকে শুরু হতে চলা এই উৎসবের কলাকুশলীরা হলেন নাট্যদল আরশিনগরের। জার্মান নাট্যকার হেরমান কার্ল হেসের উপন্যাস ‘সিদ্ধার্থ’ অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে উদ্বোধনী মঞ্চায়ন হবে। এরপর টানা দুদিন থাকছে আরও তিনটি প্রদর্শনী।
আরশিনগর সূত্র জানিয়েছে, ১০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায়, ১১ আগস্ট বিকেল ৪টায় এবং একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে।
নির্দেশক রেজা আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘বুদ্ধের মতে—যা আনন্দের নয়, যা সুখের নয়, যা প্রত্যাশার নয়, যা বরণের নয়, যা প্রেমের নয়, যা খুশির নয়—তাই দুঃখ। আর দুঃখ থেকে চিরমুক্তির নাম নির্বাণ। নির্বাণ কথাটির সাধারণ অর্থ নিভে যাওয়া। প্রদীপ যেমন তেলের অভাবে নিভে যায়, তেমনি যেসব কারণে দুঃখ আসে—সেসব কারণগুলোকে সরিয়ে ফেলতে পারলে দুঃখও নির্বাপিত হয়। বুদ্ধের এই দর্শন ছড়িয়ে দিতে মঞ্চে আসছে প্রযোজনাটি।
নাটকটিতে অভিনয় করেছেন আরশিনগর থিয়েটারের কর্মীরা। নাটকটি মঞ্চে আনতে সহযোগিতা করছে জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং তাড়ুয়া নাটকের দল।’
‘রহু চণ্ডালের হার’ দিয়ে ঢাকার মঞ্চে তাক লাগিয়ে দিয়েছিল নাটকের দল আরশিনগর। অভিজিৎ সেনের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল নাটকটি। এরপরে তারা মঞ্চে আনে বাংলাদেশের কথাসাহিত্যিক শহীদুল জহিরের উপন্যাস ‘সে রাতে পূর্ণিমা’ ছিল। এটিও প্রশংসিত হয়।
বুদ্ধ উৎসব বললে ভুল হবে না! কারণ গৌতম বুদ্ধকে নিয়ে মঞ্চে আসছে নাটক, তাও আবার প্রদর্শনী হবে টানা তিন দিন। আগামীকাল বুধবার থেকে শুরু হতে চলা এই উৎসবের কলাকুশলীরা হলেন নাট্যদল আরশিনগরের। জার্মান নাট্যকার হেরমান কার্ল হেসের উপন্যাস ‘সিদ্ধার্থ’ অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে উদ্বোধনী মঞ্চায়ন হবে। এরপর টানা দুদিন থাকছে আরও তিনটি প্রদর্শনী।
আরশিনগর সূত্র জানিয়েছে, ১০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায়, ১১ আগস্ট বিকেল ৪টায় এবং একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে।
নির্দেশক রেজা আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘বুদ্ধের মতে—যা আনন্দের নয়, যা সুখের নয়, যা প্রত্যাশার নয়, যা বরণের নয়, যা প্রেমের নয়, যা খুশির নয়—তাই দুঃখ। আর দুঃখ থেকে চিরমুক্তির নাম নির্বাণ। নির্বাণ কথাটির সাধারণ অর্থ নিভে যাওয়া। প্রদীপ যেমন তেলের অভাবে নিভে যায়, তেমনি যেসব কারণে দুঃখ আসে—সেসব কারণগুলোকে সরিয়ে ফেলতে পারলে দুঃখও নির্বাপিত হয়। বুদ্ধের এই দর্শন ছড়িয়ে দিতে মঞ্চে আসছে প্রযোজনাটি।
নাটকটিতে অভিনয় করেছেন আরশিনগর থিয়েটারের কর্মীরা। নাটকটি মঞ্চে আনতে সহযোগিতা করছে জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং তাড়ুয়া নাটকের দল।’
‘রহু চণ্ডালের হার’ দিয়ে ঢাকার মঞ্চে তাক লাগিয়ে দিয়েছিল নাটকের দল আরশিনগর। অভিজিৎ সেনের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল নাটকটি। এরপরে তারা মঞ্চে আনে বাংলাদেশের কথাসাহিত্যিক শহীদুল জহিরের উপন্যাস ‘সে রাতে পূর্ণিমা’ ছিল। এটিও প্রশংসিত হয়।
একজন শিল্পী সারা জীবন কেবল পালিয়েই বেড়ালেন। খ্যাতি, যশ, অর্থ এমনকি সংসারজীবন থেকে পালিয়ে হয়ে উঠলেন বোহিমিয়ান। শিল্প সৃষ্টির প্রক্রিয়ায় এক অদ্ভুত আধ্যাত্মিক চরিত্র হয়ে উঠেছিলেন শিল্পী এস এম সুলতান। বেঁচে থাকলে তিনি হতেন শতবর্ষী।
৩ দিন আগেরবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নামগুলোর একটি হলেও কেন বাঙালি মুসলমানদের একটি বৃহৎ অংশের কাছে অগ্রহণযোগ্য? কেন দেড় শ বছর আগের এক কবির সঙ্গে আজকের বাংলাদেশের রয়ে গেছে একটা দ্বান্দ্বিক সম্পর্ক? এই দ্বন্দ্বের শুরুটা কোথায়?
৬ দিন আগেবাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক মশিউল আলম ইতালির চিভিতেলা রানিয়েরি ফেলোশিপে ভূষিত হয়েছেন। এই আন্তর্জাতিক সম্মাননা প্রতিবছর বিশ্বের খ্যাতিমান ভিজ্যুয়াল শিল্পী, লেখক ও সংগীতজ্ঞদের দেওয়া হয়। মশিউল আলম এই ফেলোশিপপ্রাপ্ত প্রথম বাংলাদেশি লেখক।
১০ দিন আগেরাউলিং বলেন, ‘হ্যারি পটার আর হগওয়ার্টস হঠাই আমার মাথায় চলে আসে। প্লট আর চরিত্র মাথায় আসার সঙ্গে সঙ্গে আমি ঠিক করে ফেলি এটা লিখতেই হবে। অসাধারণ এক রোমাঞ্চ অনুভব করছিলাম।’
১৩ দিন আগে