মাসুম মাহমুদ
কী মুশকিল! সল্ট ছাড়া ছোট্ট রাইয়ানের কান্না থামছেই না। এখন ওর সল্ট কোথায় পাবে! সেই কখন থেকে মা বলছে ফ্রেঞ্চফ্রাই খাও, এটাতে সল্ট আছে। স্যুপ খাও, এটাতেও সল্ট আছে। কত্তগুলা খাবার রাইয়ানের সামনে। ওর চাচা, ফুপি, দাদি সবাই বুঝিয়ে বলছে, এখানে সবগুলো খাবারেই সল্ট আছে। উঁহু! তাতেও লাভ হচ্ছে না কিছু। রাইয়ানের সল্টই লাগবে। আর কোনো উপায় না পেয়ে ওর বড় চাচ্চু বলল, ‘চকলেট খাবে, রাইয়ান?’ বলে পকেট থেকে মজার একটা চকলেট বের করলেন।
চকলেট চাই না রাইয়ানের।
ফুপি বলল, ‘আইসক্রিম! ওটা তো তোমার অনেক পছন্দ, খাবে?’
আইসক্রিমও চায় না রাইয়ান।
দাদি বললেন, ‘আমার দাদুভাই চকলেট, আইসক্রিম কিচ্ছু খাবে না। ওগুলো খেলে দাঁতে পোকা হয়, তাই না দাদুভাই? চলো আমরা ফ্রায়েড চিকেন খাই, চায়নিজের ফ্রায়েড চিকেন খুব মজার হয়। ওটাতে সল্টও আছে বেশ।’
রাইয়ান কিছুই খাবে না তো খাবেই না। কান্না থামিয়ে এবার ও অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। কেউ ওকে সল্ট এনে দিচ্ছে না, তাই ওর খুব রাগ হয়েছে। আসলে হয়েছে কী! বিকেলে ওরা ঘুরতে বেরিয়ে জাদুঘর, শিশুপার্ক সব ঘুরেটুরে চায়নিজ খেতে এসেছে। একেবারে ডিনার সেরে বাড়ি ফিরবে তাই। চায়নিজে এসেই গন্ডগোলটা লাগল! খেতে বসে রাইয়ানের বড় ভাই রাফসান বলে, ‘মা, সল্টটা একটু এদিকে দাও তো।’
ব্যস! ভাই সল্ট খাবে, তাই রাইয়ানেরও সল্ট খেতে হবে। সেও বলে, ‘আমিও সল্ট খাব, মা। আমাকেও দাও।’ মা রাফসানের কাছ থেকে সল্টের বাটিটা এনে রাইয়ানের সামনে দেয়। রাইয়ান দেখে—এমা! এটা তো লবণ! মা ভাইয়াকে সল্ট দিয়েছে আর ওকে লবণ! সে জন্য ওর খুব রাগ হয়। সেই থেকে কান্নাকাটির পর্ব শেষ করে এখন চুপটি মেরে বসে আছে। কারও সঙ্গে কথাটি পর্যন্ত বলছে না।
এখন তাহলে উপায়! কী করে রাইয়ানের রাগ ভাঙানো যায়! ভাবতে ভাবতে রাফসানের মাথায় একটা বুদ্ধি আসে। ঝটপট সে উঠে গিয়ে চায়নিজের কিচেন থেকে একটা গাজর নিয়ে আসে। দেখতে টসটসে গাজরটা রাইয়ানের সামনে ধরে বলে, ‘এই নাও রাইয়ান তোমার সল্ট।’
এইবার রাইয়ানের মুখে হাসি। এক হাতে গাজর নিয়ে খুশি খুশি মনে ও অন্য হাতে স্যুপ খেতে শুরু করে। শান্ত রাইয়ানকে খেতে দেখে সবাই হাঁফ ছেড়ে বাঁচে। রাফসানের দিকে তাকিয়ে দাদি মিটিমিটি হেসে বলেন, ‘তোর তো দেখি অনেক বুদ্ধিরে রাফসান!’
রাফসানও হেসে দাদিকে বলে, ‘ভাগ্যিস, রাইয়ান এখনো গাজর চেনেনি হা হা হা।’
কী মুশকিল! সল্ট ছাড়া ছোট্ট রাইয়ানের কান্না থামছেই না। এখন ওর সল্ট কোথায় পাবে! সেই কখন থেকে মা বলছে ফ্রেঞ্চফ্রাই খাও, এটাতে সল্ট আছে। স্যুপ খাও, এটাতেও সল্ট আছে। কত্তগুলা খাবার রাইয়ানের সামনে। ওর চাচা, ফুপি, দাদি সবাই বুঝিয়ে বলছে, এখানে সবগুলো খাবারেই সল্ট আছে। উঁহু! তাতেও লাভ হচ্ছে না কিছু। রাইয়ানের সল্টই লাগবে। আর কোনো উপায় না পেয়ে ওর বড় চাচ্চু বলল, ‘চকলেট খাবে, রাইয়ান?’ বলে পকেট থেকে মজার একটা চকলেট বের করলেন।
চকলেট চাই না রাইয়ানের।
ফুপি বলল, ‘আইসক্রিম! ওটা তো তোমার অনেক পছন্দ, খাবে?’
আইসক্রিমও চায় না রাইয়ান।
দাদি বললেন, ‘আমার দাদুভাই চকলেট, আইসক্রিম কিচ্ছু খাবে না। ওগুলো খেলে দাঁতে পোকা হয়, তাই না দাদুভাই? চলো আমরা ফ্রায়েড চিকেন খাই, চায়নিজের ফ্রায়েড চিকেন খুব মজার হয়। ওটাতে সল্টও আছে বেশ।’
রাইয়ান কিছুই খাবে না তো খাবেই না। কান্না থামিয়ে এবার ও অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। কেউ ওকে সল্ট এনে দিচ্ছে না, তাই ওর খুব রাগ হয়েছে। আসলে হয়েছে কী! বিকেলে ওরা ঘুরতে বেরিয়ে জাদুঘর, শিশুপার্ক সব ঘুরেটুরে চায়নিজ খেতে এসেছে। একেবারে ডিনার সেরে বাড়ি ফিরবে তাই। চায়নিজে এসেই গন্ডগোলটা লাগল! খেতে বসে রাইয়ানের বড় ভাই রাফসান বলে, ‘মা, সল্টটা একটু এদিকে দাও তো।’
ব্যস! ভাই সল্ট খাবে, তাই রাইয়ানেরও সল্ট খেতে হবে। সেও বলে, ‘আমিও সল্ট খাব, মা। আমাকেও দাও।’ মা রাফসানের কাছ থেকে সল্টের বাটিটা এনে রাইয়ানের সামনে দেয়। রাইয়ান দেখে—এমা! এটা তো লবণ! মা ভাইয়াকে সল্ট দিয়েছে আর ওকে লবণ! সে জন্য ওর খুব রাগ হয়। সেই থেকে কান্নাকাটির পর্ব শেষ করে এখন চুপটি মেরে বসে আছে। কারও সঙ্গে কথাটি পর্যন্ত বলছে না।
এখন তাহলে উপায়! কী করে রাইয়ানের রাগ ভাঙানো যায়! ভাবতে ভাবতে রাফসানের মাথায় একটা বুদ্ধি আসে। ঝটপট সে উঠে গিয়ে চায়নিজের কিচেন থেকে একটা গাজর নিয়ে আসে। দেখতে টসটসে গাজরটা রাইয়ানের সামনে ধরে বলে, ‘এই নাও রাইয়ান তোমার সল্ট।’
এইবার রাইয়ানের মুখে হাসি। এক হাতে গাজর নিয়ে খুশি খুশি মনে ও অন্য হাতে স্যুপ খেতে শুরু করে। শান্ত রাইয়ানকে খেতে দেখে সবাই হাঁফ ছেড়ে বাঁচে। রাফসানের দিকে তাকিয়ে দাদি মিটিমিটি হেসে বলেন, ‘তোর তো দেখি অনেক বুদ্ধিরে রাফসান!’
রাফসানও হেসে দাদিকে বলে, ‘ভাগ্যিস, রাইয়ান এখনো গাজর চেনেনি হা হা হা।’
একজন শিল্পী সারা জীবন কেবল পালিয়েই বেড়ালেন। খ্যাতি, যশ, অর্থ এমনকি সংসারজীবন থেকে পালিয়ে হয়ে উঠলেন বোহিমিয়ান। শিল্প সৃষ্টির প্রক্রিয়ায় এক অদ্ভুত আধ্যাত্মিক চরিত্র হয়ে উঠেছিলেন শিল্পী এস এম সুলতান। বেঁচে থাকলে তিনি হতেন শতবর্ষী।
২ দিন আগেরবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নামগুলোর একটি হলেও কেন বাঙালি মুসলমানদের একটি বৃহৎ অংশের কাছে অগ্রহণযোগ্য? কেন দেড় শ বছর আগের এক কবির সঙ্গে আজকের বাংলাদেশের রয়ে গেছে একটা দ্বান্দ্বিক সম্পর্ক? এই দ্বন্দ্বের শুরুটা কোথায়?
৬ দিন আগেবাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক মশিউল আলম ইতালির চিভিতেলা রানিয়েরি ফেলোশিপে ভূষিত হয়েছেন। এই আন্তর্জাতিক সম্মাননা প্রতিবছর বিশ্বের খ্যাতিমান ভিজ্যুয়াল শিল্পী, লেখক ও সংগীতজ্ঞদের দেওয়া হয়। মশিউল আলম এই ফেলোশিপপ্রাপ্ত প্রথম বাংলাদেশি লেখক।
৯ দিন আগেরাউলিং বলেন, ‘হ্যারি পটার আর হগওয়ার্টস হঠাই আমার মাথায় চলে আসে। প্লট আর চরিত্র মাথায় আসার সঙ্গে সঙ্গে আমি ঠিক করে ফেলি এটা লিখতেই হবে। অসাধারণ এক রোমাঞ্চ অনুভব করছিলাম।’
১২ দিন আগে