রাজধানীর লালমাটিয়ায় শিল্পাঙ্গনে চলছে গ্যালারি শিল্পাঙ্গন ও নন্দনচিত্ত আয়োজিত যৌথ চিত্র প্রদর্শনী ‘কানেকশন’। ২৬ জন শিল্পীর শিল্পকর্মে এই প্রদর্শনী গত ২ মার্চ শুরু হয়েছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
অংশগ্রহণকারী ২৬ জন শিল্পী হলেন—রাশেদ সুখন, আজাদী পারভীন, রশিদ আমীন, সুশান্ত কুমার অধিকারী, নাজনীন আকতার, সুব্রত দাস, আবু কালাম শামসুদ্দিন, অনির্বান মল্লিক, তাসলিমা আকতার বাঁধন, রাশেদুর রহমান, রুমানা ইসলাম রূপা, মোছা. তানিয়া আফরোজ, তর্পন পাল, পলাশ শেখ, সানজিদা সুলতানা, রাজিব মাহবুব, নুপুর পোদ্দার, আরিফ বাচ্চু, শর্মিষ্ঠা রায়, আশরাফুন নাহার, সাজন চন্দ্র পাড়, সোহানুর রহমান, সামিয়া সাবিহা রিনি, ইফাত আরা আনজুম অরিন, জাহানারা খাতুন, ইরিনা দেবী।
এদের মধ্যে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক অংশগ্রহণ করেছেন। প্রদর্শনীটি কিউরেটর হিসেবে রয়েছেন—শিল্পী তর্পন পাল ও কো-কিউরেটর হিসেবে রয়েছেন শিল্পী সানজিদা সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিশিষ্ট চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা বীরেন সোম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন খ্যাতনামা শিল্পী সমালোচক ও লেখক মইনুদ্দীন খালেদ। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিল্পী সুশান্ত কুমার অধিকারী ও শিল্পী রশিদ আমিন।
রাজধানীর লালমাটিয়ায় শিল্পাঙ্গনে চলছে গ্যালারি শিল্পাঙ্গন ও নন্দনচিত্ত আয়োজিত যৌথ চিত্র প্রদর্শনী ‘কানেকশন’। ২৬ জন শিল্পীর শিল্পকর্মে এই প্রদর্শনী গত ২ মার্চ শুরু হয়েছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
অংশগ্রহণকারী ২৬ জন শিল্পী হলেন—রাশেদ সুখন, আজাদী পারভীন, রশিদ আমীন, সুশান্ত কুমার অধিকারী, নাজনীন আকতার, সুব্রত দাস, আবু কালাম শামসুদ্দিন, অনির্বান মল্লিক, তাসলিমা আকতার বাঁধন, রাশেদুর রহমান, রুমানা ইসলাম রূপা, মোছা. তানিয়া আফরোজ, তর্পন পাল, পলাশ শেখ, সানজিদা সুলতানা, রাজিব মাহবুব, নুপুর পোদ্দার, আরিফ বাচ্চু, শর্মিষ্ঠা রায়, আশরাফুন নাহার, সাজন চন্দ্র পাড়, সোহানুর রহমান, সামিয়া সাবিহা রিনি, ইফাত আরা আনজুম অরিন, জাহানারা খাতুন, ইরিনা দেবী।
এদের মধ্যে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক অংশগ্রহণ করেছেন। প্রদর্শনীটি কিউরেটর হিসেবে রয়েছেন—শিল্পী তর্পন পাল ও কো-কিউরেটর হিসেবে রয়েছেন শিল্পী সানজিদা সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিশিষ্ট চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা বীরেন সোম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন খ্যাতনামা শিল্পী সমালোচক ও লেখক মইনুদ্দীন খালেদ। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিল্পী সুশান্ত কুমার অধিকারী ও শিল্পী রশিদ আমিন।
একজন শিল্পী সারা জীবন কেবল পালিয়েই বেড়ালেন। খ্যাতি, যশ, অর্থ এমনকি সংসারজীবন থেকে পালিয়ে হয়ে উঠলেন বোহিমিয়ান। শিল্প সৃষ্টির প্রক্রিয়ায় এক অদ্ভুত আধ্যাত্মিক চরিত্র হয়ে উঠেছিলেন শিল্পী এস এম সুলতান। বেঁচে থাকলে তিনি হতেন শতবর্ষী।
১ দিন আগেরবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নামগুলোর একটি হলেও কেন বাঙালি মুসলমানদের একটি বৃহৎ অংশের কাছে অগ্রহণযোগ্য? কেন দেড় শ বছর আগের এক কবির সঙ্গে আজকের বাংলাদেশের রয়ে গেছে একটা দ্বান্দ্বিক সম্পর্ক? এই দ্বন্দ্বের শুরুটা কোথায়?
৫ দিন আগেবাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক মশিউল আলম ইতালির চিভিতেলা রানিয়েরি ফেলোশিপে ভূষিত হয়েছেন। এই আন্তর্জাতিক সম্মাননা প্রতিবছর বিশ্বের খ্যাতিমান ভিজ্যুয়াল শিল্পী, লেখক ও সংগীতজ্ঞদের দেওয়া হয়। মশিউল আলম এই ফেলোশিপপ্রাপ্ত প্রথম বাংলাদেশি লেখক।
৯ দিন আগেরাউলিং বলেন, ‘হ্যারি পটার আর হগওয়ার্টস হঠাই আমার মাথায় চলে আসে। প্লট আর চরিত্র মাথায় আসার সঙ্গে সঙ্গে আমি ঠিক করে ফেলি এটা লিখতেই হবে। অসাধারণ এক রোমাঞ্চ অনুভব করছিলাম।’
১১ দিন আগে