চেক লেখক ও ‘দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিয়িং’ উপন্যাসের রচয়িতা মিলান কুন্ডেরা মৃত্যুবরণ করেছেন। গতকাল মঙ্গলবার ৯৪ বছর বয়সে মারা যান তিনি। ব্রনোর মোরাভিয়ান লাইব্রেরির সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
‘দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল (মঙ্গলবার) প্যারিসে তিনি মৃত্যুবরণ করেন।’ বলেন মোরাভিয়ান লাইব্রেরির মুখপাত্র আনা মোরাজোভা।
কুন্ডেরা চেক শহর ব্রুনোতে জন্ম নেন ১৯২৯ সালে। বাবা ছিলেন পিয়ানোবাদক। তাঁর পড়াশোনা, বেড়ে ওঠা ব্রুনোতে। পরে প্রাগের শার্ল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। চেকোস্লাভাকিয়ায় ১৯৬৮ সালে সোভিয়েত আগ্রাসনের প্রতিবাদ করায় দেশে সমালোচনার মুখে পড়েন। ১৯৭৫ সালে পাড়ি জমান ফ্রান্সে। গত প্রায় পাঁচ দশক ছিলেন সেখানেই।
জীবনে খুব কমই সাক্ষাৎকার দিয়েছেন মিলান কুন্ডেরা। তিনি বিশ্বাস করতেন তাঁর কাজের মাধ্যমেই লেখক কথা বলবেন। তাঁর প্রথম বই, ‘দ্য জোক’ প্রকাশিত হয় ১৯৬৭ সালে। যেখানে কমিউনিস্ট শাসনের চিত্র ফুটে ওঠে। কমিউনিস্ট পার্টির সদস্য থেকে ভিন্ন পথে হাঁটায় প্রথম পদক্ষেপ বলা যায় একে। বইটি চেকোশ্লাভাকিয়ায় নিষিদ্ধ হয়।
২০১৯ সালে কুন্ডেরার চেক নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হয়। এ বছরের এপ্রিলে জন্মস্থান ব্রনোতে মোরাভিয়ান লাইব্রেরিতে প্রতিষ্ঠিত হয় মিলান কুন্ডেরা লাইব্রেরি।
তাঁর বিখ্যাত রচনাগুলোর মধ্যে আরও আছে দ্য বুক অব লাফটার অ্যান্ড ফরগেটিং, লাফেবল লাভস, আইডেন্টি, ইগনরেন্স প্রভৃতি।
চেক লেখক ও ‘দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিয়িং’ উপন্যাসের রচয়িতা মিলান কুন্ডেরা মৃত্যুবরণ করেছেন। গতকাল মঙ্গলবার ৯৪ বছর বয়সে মারা যান তিনি। ব্রনোর মোরাভিয়ান লাইব্রেরির সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
‘দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল (মঙ্গলবার) প্যারিসে তিনি মৃত্যুবরণ করেন।’ বলেন মোরাভিয়ান লাইব্রেরির মুখপাত্র আনা মোরাজোভা।
কুন্ডেরা চেক শহর ব্রুনোতে জন্ম নেন ১৯২৯ সালে। বাবা ছিলেন পিয়ানোবাদক। তাঁর পড়াশোনা, বেড়ে ওঠা ব্রুনোতে। পরে প্রাগের শার্ল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। চেকোস্লাভাকিয়ায় ১৯৬৮ সালে সোভিয়েত আগ্রাসনের প্রতিবাদ করায় দেশে সমালোচনার মুখে পড়েন। ১৯৭৫ সালে পাড়ি জমান ফ্রান্সে। গত প্রায় পাঁচ দশক ছিলেন সেখানেই।
জীবনে খুব কমই সাক্ষাৎকার দিয়েছেন মিলান কুন্ডেরা। তিনি বিশ্বাস করতেন তাঁর কাজের মাধ্যমেই লেখক কথা বলবেন। তাঁর প্রথম বই, ‘দ্য জোক’ প্রকাশিত হয় ১৯৬৭ সালে। যেখানে কমিউনিস্ট শাসনের চিত্র ফুটে ওঠে। কমিউনিস্ট পার্টির সদস্য থেকে ভিন্ন পথে হাঁটায় প্রথম পদক্ষেপ বলা যায় একে। বইটি চেকোশ্লাভাকিয়ায় নিষিদ্ধ হয়।
২০১৯ সালে কুন্ডেরার চেক নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হয়। এ বছরের এপ্রিলে জন্মস্থান ব্রনোতে মোরাভিয়ান লাইব্রেরিতে প্রতিষ্ঠিত হয় মিলান কুন্ডেরা লাইব্রেরি।
তাঁর বিখ্যাত রচনাগুলোর মধ্যে আরও আছে দ্য বুক অব লাফটার অ্যান্ড ফরগেটিং, লাফেবল লাভস, আইডেন্টি, ইগনরেন্স প্রভৃতি।
জার্মানিতে নির্বাসিত বাংলাদেশের প্রখ্যাত কবি দাউদ হায়দার বার্লিনের শ্যোনেবের্গ ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায়) তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। কবি বার্লিনের...
৩ দিন আগেধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আগামীকাল শুক্রবার বিকেল ৫টার দিকে আলোকচিত্রী সাংবাদিক, গবেষক সাহাদাত পারভেজ সম্পাদিত ‘আলোকচিত্রপুরাণ’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ।
৬ দিন আগেনোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা শুধু কথাসাহিত্যের জন্যই নন, মানবিকতা ও বিশ্ব রাজনীতির প্রতি গভীর মনোযোগের জন্যও পরিচিত। বাংলাদেশে এসিড হামলার শিকার নারীদের নিয়ে তাঁর লেখা হৃদয়বিদারক প্রবন্ধ ‘Weaker sex’ প্রমাণ করে, কীভাবে যোসার কলম ছুঁয়ে গিয়েছিল বাংলার পীড়িত নারীদের কান্না ও সংগ্রাম।
১৬ দিন আগেনোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা মারা গেছেন। স্থানীয় সময় গতকাল রোববার পেরুর রাজধানী লিমায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর ছেলে আলভারো বার্গাস যোসা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
১৬ দিন আগে