লাতিন আমেরিকার বিখ্যাত ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের জন্মদিন আজ। ১৯২৭ সালের আজকের এই দিনে, অর্থাৎ ৬ মার্চ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার অ্যারাকাতাকা শহরে জন্মগ্রহণ করেন তিনি। মার্কেজ তাঁর লেখায় ‘নিঃসঙ্গতা’ ফুটিয়ে তোলার জন্য বিখ্যাত। এই নিঃসঙ্গতা যেন তাঁর জীবনেরই প্রতিচ্ছবি।
মার্কেজ পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতাকে। বিংশ শতাব্দীর জনপ্রিয় সাহিত্যিকদের একজন তিনি। পাঠকদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘গাবো বা গাবিতো’ নামে। অনেকে তাঁকে নিঃসঙ্গ গাবো বলেও স্মরণ করেন।
মার্কেজ মূলত আইনের শিক্ষার্থী ছিলেন। তবে, শেষ করেননি পড়া। পরে পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতাকে। পাশাপাশি চালিয়ে গেছেন লেখালেখি। শৈশব থেকেই তিনি কলম্বিয়া ও বৈশ্বিক রাজনীতির সমালোচনায় সাহসী ছিলেন।
মার্কেজের বহু গল্প ও প্রবন্ধ থাকলেও তিনি মূলত উপন্যাসের জন্যই বিশ্বব্যাপী পরিচিত। তাঁর বহুল পরিচিতি কিছু উপন্যাস ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউড’, ‘ক্রনিকেল অব আ ডেথ ফোরটোল্ড’ ও ‘লাভ ইন দ্য টাইম অব কলেরা’। সাহিত্যের ‘জাদুবাস্তবতাবাদ’ বা ম্যাজিক রিয়ালিজমের ধারাকে জনপ্রিয় করে তোলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তাঁর লেখায় বারবার ফুটে উঠেছে নিঃসঙ্গতা।
মার্কেজই একমাত্র স্প্যানিশভাষী সাহিত্যিক, যাঁর লেখা বিশ্বে সবচেয়ে বেশি বার অনূদিত হয়েছে। ১৯৮২ সালে কালজয়ী উপন্যাস ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউডের জন্য সাহিত্যে নোবেল পান গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। চতুর্থ লাতিন আমেরিকান লেখক হিসেবে তিনি এই পুরস্কার অর্জন করেন। এর আগে, ১৯৭২ সালে তিনি নিউস্ট্যাট আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারও পান।
লাতিন আমেরিকার বিখ্যাত ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের জন্মদিন আজ। ১৯২৭ সালের আজকের এই দিনে, অর্থাৎ ৬ মার্চ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার অ্যারাকাতাকা শহরে জন্মগ্রহণ করেন তিনি। মার্কেজ তাঁর লেখায় ‘নিঃসঙ্গতা’ ফুটিয়ে তোলার জন্য বিখ্যাত। এই নিঃসঙ্গতা যেন তাঁর জীবনেরই প্রতিচ্ছবি।
মার্কেজ পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতাকে। বিংশ শতাব্দীর জনপ্রিয় সাহিত্যিকদের একজন তিনি। পাঠকদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘গাবো বা গাবিতো’ নামে। অনেকে তাঁকে নিঃসঙ্গ গাবো বলেও স্মরণ করেন।
মার্কেজ মূলত আইনের শিক্ষার্থী ছিলেন। তবে, শেষ করেননি পড়া। পরে পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতাকে। পাশাপাশি চালিয়ে গেছেন লেখালেখি। শৈশব থেকেই তিনি কলম্বিয়া ও বৈশ্বিক রাজনীতির সমালোচনায় সাহসী ছিলেন।
মার্কেজের বহু গল্প ও প্রবন্ধ থাকলেও তিনি মূলত উপন্যাসের জন্যই বিশ্বব্যাপী পরিচিত। তাঁর বহুল পরিচিতি কিছু উপন্যাস ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউড’, ‘ক্রনিকেল অব আ ডেথ ফোরটোল্ড’ ও ‘লাভ ইন দ্য টাইম অব কলেরা’। সাহিত্যের ‘জাদুবাস্তবতাবাদ’ বা ম্যাজিক রিয়ালিজমের ধারাকে জনপ্রিয় করে তোলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তাঁর লেখায় বারবার ফুটে উঠেছে নিঃসঙ্গতা।
মার্কেজই একমাত্র স্প্যানিশভাষী সাহিত্যিক, যাঁর লেখা বিশ্বে সবচেয়ে বেশি বার অনূদিত হয়েছে। ১৯৮২ সালে কালজয়ী উপন্যাস ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউডের জন্য সাহিত্যে নোবেল পান গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। চতুর্থ লাতিন আমেরিকান লেখক হিসেবে তিনি এই পুরস্কার অর্জন করেন। এর আগে, ১৯৭২ সালে তিনি নিউস্ট্যাট আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারও পান।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ ‘সাম্যবাদী’ প্রকাশের শতবর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত হলো বিশেষ সংকলন গ্রন্থ ‘গাহি সাম্যের গান’। আজ শনিবার দুপুর ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের মুস্তাফা মনোয়ার স্টুডিওতে হয়ে গেল গ্রন্থটির প্রকাশনা উৎসব।
৫ দিন আগেগতবছরের আন্দোলন দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। প্রবাসীরা নানা জায়গা থেকে একাত্মতা প্রকাশ করেছিলেন, কেউ সরাসরি আন্দোলনে যোগ দিতে দেশে এসেছিলেন, কেউ বা বিদেশ থেকেই আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক সহায়তা দিয়ে আন্দোলনকে শক্তিশালী করেছিলেন। প্রবাসীদের এমন ভূমিকা
১৬ দিন আগেচোখ মেলে দেখি সাদা পরী আকাশি রঙের খাম হাতে দাঁড়িয়ে আছে। সামনে বিস্তীর্ণ জলরাশি। সমুদ্র পাড়ের বেঞ্চে শরীর এলিয়ে শুয়ে আছি। হাতে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর “সাঁতারু ও জলকন্যা”। সমুদ্রের ঢেউ এর আছড়ে পড়ার শব্দ আর ঝিরি ঝিরি বাতাসে খুব বেশিক্ষণ বইটার দিকে তাকিয়ে থাকতে পারিনি।
২৪ দিন আগেবাংলা সাহিত্যের শক্তিমান কবি মীর আবদুস শুকুর আল মাহমুদের স্মৃতিকে সম্মান জানাতে গুলশানে নির্মিত ‘কবি আল মাহমুদ পাঠাগার’ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ মঙ্গলবার বিকেলে শহীদ তাজউদ্দীন আহমদ পার্কে আয়োজিত অনুষ্ঠানে পাঠাগারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
২৬ আগস্ট ২০২৫