লাতিন আমেরিকার বিখ্যাত ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের জন্মদিন আজ। ১৯২৭ সালের আজকের এই দিনে, অর্থাৎ ৬ মার্চ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার অ্যারাকাতাকা শহরে জন্মগ্রহণ করেন তিনি। মার্কেজ তাঁর লেখায় ‘নিঃসঙ্গতা’ ফুটিয়ে তোলার জন্য বিখ্যাত। এই নিঃসঙ্গতা যেন তাঁর জীবনেরই প্রতিচ্ছবি।
মার্কেজ পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতাকে। বিংশ শতাব্দীর জনপ্রিয় সাহিত্যিকদের একজন তিনি। পাঠকদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘গাবো বা গাবিতো’ নামে। অনেকে তাঁকে নিঃসঙ্গ গাবো বলেও স্মরণ করেন।
মার্কেজ মূলত আইনের শিক্ষার্থী ছিলেন। তবে, শেষ করেননি পড়া। পরে পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতাকে। পাশাপাশি চালিয়ে গেছেন লেখালেখি। শৈশব থেকেই তিনি কলম্বিয়া ও বৈশ্বিক রাজনীতির সমালোচনায় সাহসী ছিলেন।
মার্কেজের বহু গল্প ও প্রবন্ধ থাকলেও তিনি মূলত উপন্যাসের জন্যই বিশ্বব্যাপী পরিচিত। তাঁর বহুল পরিচিতি কিছু উপন্যাস ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউড’, ‘ক্রনিকেল অব আ ডেথ ফোরটোল্ড’ ও ‘লাভ ইন দ্য টাইম অব কলেরা’। সাহিত্যের ‘জাদুবাস্তবতাবাদ’ বা ম্যাজিক রিয়ালিজমের ধারাকে জনপ্রিয় করে তোলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তাঁর লেখায় বারবার ফুটে উঠেছে নিঃসঙ্গতা।
মার্কেজই একমাত্র স্প্যানিশভাষী সাহিত্যিক, যাঁর লেখা বিশ্বে সবচেয়ে বেশি বার অনূদিত হয়েছে। ১৯৮২ সালে কালজয়ী উপন্যাস ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউডের জন্য সাহিত্যে নোবেল পান গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। চতুর্থ লাতিন আমেরিকান লেখক হিসেবে তিনি এই পুরস্কার অর্জন করেন। এর আগে, ১৯৭২ সালে তিনি নিউস্ট্যাট আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারও পান।
লাতিন আমেরিকার বিখ্যাত ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের জন্মদিন আজ। ১৯২৭ সালের আজকের এই দিনে, অর্থাৎ ৬ মার্চ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার অ্যারাকাতাকা শহরে জন্মগ্রহণ করেন তিনি। মার্কেজ তাঁর লেখায় ‘নিঃসঙ্গতা’ ফুটিয়ে তোলার জন্য বিখ্যাত। এই নিঃসঙ্গতা যেন তাঁর জীবনেরই প্রতিচ্ছবি।
মার্কেজ পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতাকে। বিংশ শতাব্দীর জনপ্রিয় সাহিত্যিকদের একজন তিনি। পাঠকদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘গাবো বা গাবিতো’ নামে। অনেকে তাঁকে নিঃসঙ্গ গাবো বলেও স্মরণ করেন।
মার্কেজ মূলত আইনের শিক্ষার্থী ছিলেন। তবে, শেষ করেননি পড়া। পরে পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতাকে। পাশাপাশি চালিয়ে গেছেন লেখালেখি। শৈশব থেকেই তিনি কলম্বিয়া ও বৈশ্বিক রাজনীতির সমালোচনায় সাহসী ছিলেন।
মার্কেজের বহু গল্প ও প্রবন্ধ থাকলেও তিনি মূলত উপন্যাসের জন্যই বিশ্বব্যাপী পরিচিত। তাঁর বহুল পরিচিতি কিছু উপন্যাস ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউড’, ‘ক্রনিকেল অব আ ডেথ ফোরটোল্ড’ ও ‘লাভ ইন দ্য টাইম অব কলেরা’। সাহিত্যের ‘জাদুবাস্তবতাবাদ’ বা ম্যাজিক রিয়ালিজমের ধারাকে জনপ্রিয় করে তোলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তাঁর লেখায় বারবার ফুটে উঠেছে নিঃসঙ্গতা।
মার্কেজই একমাত্র স্প্যানিশভাষী সাহিত্যিক, যাঁর লেখা বিশ্বে সবচেয়ে বেশি বার অনূদিত হয়েছে। ১৯৮২ সালে কালজয়ী উপন্যাস ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউডের জন্য সাহিত্যে নোবেল পান গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। চতুর্থ লাতিন আমেরিকান লেখক হিসেবে তিনি এই পুরস্কার অর্জন করেন। এর আগে, ১৯৭২ সালে তিনি নিউস্ট্যাট আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারও পান।
একজন শিল্পী সারা জীবন কেবল পালিয়েই বেড়ালেন। খ্যাতি, যশ, অর্থ এমনকি সংসারজীবন থেকে পালিয়ে হয়ে উঠলেন বোহিমিয়ান। শিল্প সৃষ্টির প্রক্রিয়ায় এক অদ্ভুত আধ্যাত্মিক চরিত্র হয়ে উঠেছিলেন শিল্পী এস এম সুলতান। বেঁচে থাকলে তিনি হতেন শতবর্ষী।
১ দিন আগেরবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নামগুলোর একটি হলেও কেন বাঙালি মুসলমানদের একটি বৃহৎ অংশের কাছে অগ্রহণযোগ্য? কেন দেড় শ বছর আগের এক কবির সঙ্গে আজকের বাংলাদেশের রয়ে গেছে একটা দ্বান্দ্বিক সম্পর্ক? এই দ্বন্দ্বের শুরুটা কোথায়?
৫ দিন আগেবাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক মশিউল আলম ইতালির চিভিতেলা রানিয়েরি ফেলোশিপে ভূষিত হয়েছেন। এই আন্তর্জাতিক সম্মাননা প্রতিবছর বিশ্বের খ্যাতিমান ভিজ্যুয়াল শিল্পী, লেখক ও সংগীতজ্ঞদের দেওয়া হয়। মশিউল আলম এই ফেলোশিপপ্রাপ্ত প্রথম বাংলাদেশি লেখক।
৮ দিন আগেরাউলিং বলেন, ‘হ্যারি পটার আর হগওয়ার্টস হঠাই আমার মাথায় চলে আসে। প্লট আর চরিত্র মাথায় আসার সঙ্গে সঙ্গে আমি ঠিক করে ফেলি এটা লিখতেই হবে। অসাধারণ এক রোমাঞ্চ অনুভব করছিলাম।’
১১ দিন আগে