Ajker Patrika

ইতিহাসের এই দিনে /‘নিঃসঙ্গ গাবো’ গার্সিয়া মার্কেজের জন্মদিন আজ

বিখ্যাত স্প্যানিশ ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। ছবি: এএফপি
বিখ্যাত স্প্যানিশ ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। ছবি: এএফপি

লাতিন আমেরিকার বিখ্যাত ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের জন্মদিন আজ। ১৯২৭ সালের আজকের এই দিনে, অর্থাৎ ৬ মার্চ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার অ্যারাকাতাকা শহরে জন্মগ্রহণ করেন তিনি। মার্কেজ তাঁর লেখায় ‘নিঃসঙ্গতা’ ফুটিয়ে তোলার জন্য বিখ্যাত। এই নিঃসঙ্গতা যেন তাঁর জীবনেরই প্রতিচ্ছবি।

মার্কেজ পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতাকে। বিংশ শতাব্দীর জনপ্রিয় সাহিত্যিকদের একজন তিনি। পাঠকদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘গাবো বা গাবিতো’ নামে। অনেকে তাঁকে নিঃসঙ্গ গাবো বলেও স্মরণ করেন।

মার্কেজ মূলত আইনের শিক্ষার্থী ছিলেন। তবে, শেষ করেননি পড়া। পরে পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতাকে। পাশাপাশি চালিয়ে গেছেন লেখালেখি। শৈশব থেকেই তিনি কলম্বিয়া ও বৈশ্বিক রাজনীতির সমালোচনায় সাহসী ছিলেন।

মার্কেজের বহু গল্প ও প্রবন্ধ থাকলেও তিনি মূলত উপন্যাসের জন্যই বিশ্বব্যাপী পরিচিত। তাঁর বহুল পরিচিতি কিছু উপন্যাস ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউড’, ‘ক্রনিকেল অব আ ডেথ ফোরটোল্ড’ ও ‘লাভ ইন দ্য টাইম অব কলেরা’। সাহিত্যের ‘জাদুবাস্তবতাবাদ’ বা ম্যাজিক রিয়ালিজমের ধারাকে জনপ্রিয় করে তোলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তাঁর লেখায় বারবার ফুটে উঠেছে নিঃসঙ্গতা।

মার্কেজই একমাত্র স্প্যানিশভাষী সাহিত্যিক, যাঁর লেখা বিশ্বে সবচেয়ে বেশি বার অনূদিত হয়েছে। ১৯৮২ সালে কালজয়ী উপন্যাস ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউডের জন্য সাহিত্যে নোবেল পান গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। চতুর্থ লাতিন আমেরিকান লেখক হিসেবে তিনি এই পুরস্কার অর্জন করেন। এর আগে, ১৯৭২ সালে তিনি নিউস্ট্যাট আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারও পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত