আজকের পত্রিকা ডেস্ক
হিমালয় পাই এর নতুন বই’ ডিটাচমেন্ট টু ডিপার্চার’ প্রকাশিত হয়েছে। বইটি বাজারে এনেছে জনপ্রিয় প্রকাশনা সংস্থা আদর্শ প্রকাশনী। বইটিতে মূলত উত্তর ভারতের বিভিন্ন শহর পরিভ্রমণের প্রেক্ষিতে লেখকের সোশিওলজিকাল, পলিটিক্যাল কালচারাল, হিস্টরিকাল, এনথ্রোপলজিকাল যেসব পর্যবেক্ষণ তৈরি হয়েছে সেগুলোকেই সোশ্যাল থিসিসরূপে আরগুমেন্ট হিসেবে তুলে ধরেছেন।
শুক্রবার দুপুরে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘ইচ্ছামতো যে কারও নাম বসিয়ে নিতে পারেন’ ব্যানারে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।
প্রকাশনা অনুষ্ঠানে লেখক হিমালয় পাই বলেন, ‘যদি কোথাও এক ঘণ্টা খরচ করি চেষ্টা করি লেখার। গত বিশ্বকাপের সময় দেড় মাসের মতো ইন্ডিয়া ছিলাম। তখন এই বইটা লেখার আইডিয়া আসে। এই বইটা লিখতে গিয়ে দেড় শ এর মতো রেফারেন্স বই পড়তে হয়েছে। বইটা আড়াইবার লিখতে হয়েছে। গত বছরের ২৭ নভেম্বর লেখা শেষ হয়েছে।’
তিনি আজকের পত্রিকাকে জানান, ‘ডিটাচমেন্ট টু ডিপার্চার’ একটি ক্রিয়েটিভ নন ফিকশন। ১২৪ জন বিভিন্ন অঙ্গনের মানুষ আর্থিক পৃষ্ঠপোষকতা দিয়ে ২০২৩ সালে লেখককে দেড় মাসের ভারত সফরে পাঠিয়েছিলেন। তখনই তিনি বইটি লেখার কাজ শুরু করেন। বইটিকে তিনি বলছেন’ এ জার্নি বাই পার্সপেক্টিভ অ্যান্ড ইন্টারপ্রেটেশন রেদার দ্যান ডিসট্যান্স’।
হিমালয় পাই এর লেখক জীবন শুরু হয় মিলান কুন্ডেরার বিখ্যাত উপন্যাস’ দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিয়িং’ অনুবাদের মাধ্যমে। ২০১১ সালে তার প্রথম বই’ প্রযত্নে হন্তা’ প্রকাশিত হয়।’ ডিটাচমেন্ট টু ডিপার্চার’সহ তার ১৮টি বই প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে গ্যাপশেডিং, রংপ্যাথি, সিগনেচার সরণ, হিউম্যান ল্যাব, দ্যা এক্সেডেন্টাল এনট্রোপেনার উল্লেখযোগ্য।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে আদর্শ প্রকাশনীর ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে বইটি পাওয়া যাবে ৷ আদর্শ প্রকাশনীর প্রকাশক মাহবুবুর রহমান বলেন, ‘হিমালয় পাই এর লেখার ধরন ব্যতিক্রমী। বইটিতে তিনি ব্যক্তি ও ব্যক্তির পারিপার্শ্বিক জটিল আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিজের মেটাফরিক লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন।’
প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইটি প্রতিষ্ঠান ‘ব্রেইনস্টেশন ২৩ লিমিটেড’ এর সিইও রাইসুল কবির, ‘প্যারাডাইম আর্কিটেক্ট’ এর কো-ফাউন্ডার মইনূল হক তানভীর, ‘ন্যাসেনিয়া লিমিটেড’ এর চিফ অপারেটিং অফিসার ফুয়াদ বিন ওমর প্রমুখ।
হিমালয় পাই এর নতুন বই’ ডিটাচমেন্ট টু ডিপার্চার’ প্রকাশিত হয়েছে। বইটি বাজারে এনেছে জনপ্রিয় প্রকাশনা সংস্থা আদর্শ প্রকাশনী। বইটিতে মূলত উত্তর ভারতের বিভিন্ন শহর পরিভ্রমণের প্রেক্ষিতে লেখকের সোশিওলজিকাল, পলিটিক্যাল কালচারাল, হিস্টরিকাল, এনথ্রোপলজিকাল যেসব পর্যবেক্ষণ তৈরি হয়েছে সেগুলোকেই সোশ্যাল থিসিসরূপে আরগুমেন্ট হিসেবে তুলে ধরেছেন।
শুক্রবার দুপুরে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘ইচ্ছামতো যে কারও নাম বসিয়ে নিতে পারেন’ ব্যানারে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।
প্রকাশনা অনুষ্ঠানে লেখক হিমালয় পাই বলেন, ‘যদি কোথাও এক ঘণ্টা খরচ করি চেষ্টা করি লেখার। গত বিশ্বকাপের সময় দেড় মাসের মতো ইন্ডিয়া ছিলাম। তখন এই বইটা লেখার আইডিয়া আসে। এই বইটা লিখতে গিয়ে দেড় শ এর মতো রেফারেন্স বই পড়তে হয়েছে। বইটা আড়াইবার লিখতে হয়েছে। গত বছরের ২৭ নভেম্বর লেখা শেষ হয়েছে।’
তিনি আজকের পত্রিকাকে জানান, ‘ডিটাচমেন্ট টু ডিপার্চার’ একটি ক্রিয়েটিভ নন ফিকশন। ১২৪ জন বিভিন্ন অঙ্গনের মানুষ আর্থিক পৃষ্ঠপোষকতা দিয়ে ২০২৩ সালে লেখককে দেড় মাসের ভারত সফরে পাঠিয়েছিলেন। তখনই তিনি বইটি লেখার কাজ শুরু করেন। বইটিকে তিনি বলছেন’ এ জার্নি বাই পার্সপেক্টিভ অ্যান্ড ইন্টারপ্রেটেশন রেদার দ্যান ডিসট্যান্স’।
হিমালয় পাই এর লেখক জীবন শুরু হয় মিলান কুন্ডেরার বিখ্যাত উপন্যাস’ দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিয়িং’ অনুবাদের মাধ্যমে। ২০১১ সালে তার প্রথম বই’ প্রযত্নে হন্তা’ প্রকাশিত হয়।’ ডিটাচমেন্ট টু ডিপার্চার’সহ তার ১৮টি বই প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে গ্যাপশেডিং, রংপ্যাথি, সিগনেচার সরণ, হিউম্যান ল্যাব, দ্যা এক্সেডেন্টাল এনট্রোপেনার উল্লেখযোগ্য।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে আদর্শ প্রকাশনীর ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে বইটি পাওয়া যাবে ৷ আদর্শ প্রকাশনীর প্রকাশক মাহবুবুর রহমান বলেন, ‘হিমালয় পাই এর লেখার ধরন ব্যতিক্রমী। বইটিতে তিনি ব্যক্তি ও ব্যক্তির পারিপার্শ্বিক জটিল আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিজের মেটাফরিক লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন।’
প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইটি প্রতিষ্ঠান ‘ব্রেইনস্টেশন ২৩ লিমিটেড’ এর সিইও রাইসুল কবির, ‘প্যারাডাইম আর্কিটেক্ট’ এর কো-ফাউন্ডার মইনূল হক তানভীর, ‘ন্যাসেনিয়া লিমিটেড’ এর চিফ অপারেটিং অফিসার ফুয়াদ বিন ওমর প্রমুখ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ ‘সাম্যবাদী’ প্রকাশের শতবর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত হলো বিশেষ সংকলন গ্রন্থ ‘গাহি সাম্যের গান’। আজ শনিবার দুপুর ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের মুস্তাফা মনোয়ার স্টুডিওতে হয়ে গেল গ্রন্থটির প্রকাশনা উৎসব।
৭ দিন আগেগতবছরের আন্দোলন দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। প্রবাসীরা নানা জায়গা থেকে একাত্মতা প্রকাশ করেছিলেন, কেউ সরাসরি আন্দোলনে যোগ দিতে দেশে এসেছিলেন, কেউ বা বিদেশ থেকেই আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক সহায়তা দিয়ে আন্দোলনকে শক্তিশালী করেছিলেন। প্রবাসীদের এমন ভূমিকা
১৯ দিন আগেচোখ মেলে দেখি সাদা পরী আকাশি রঙের খাম হাতে দাঁড়িয়ে আছে। সামনে বিস্তীর্ণ জলরাশি। সমুদ্র পাড়ের বেঞ্চে শরীর এলিয়ে শুয়ে আছি। হাতে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর “সাঁতারু ও জলকন্যা”। সমুদ্রের ঢেউ এর আছড়ে পড়ার শব্দ আর ঝিরি ঝিরি বাতাসে খুব বেশিক্ষণ বইটার দিকে তাকিয়ে থাকতে পারিনি।
০১ সেপ্টেম্বর ২০২৫বাংলা সাহিত্যের শক্তিমান কবি মীর আবদুস শুকুর আল মাহমুদের স্মৃতিকে সম্মান জানাতে গুলশানে নির্মিত ‘কবি আল মাহমুদ পাঠাগার’ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ মঙ্গলবার বিকেলে শহীদ তাজউদ্দীন আহমদ পার্কে আয়োজিত অনুষ্ঠানে পাঠাগারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
২৬ আগস্ট ২০২৫