মেহেদী উল্লাহ
লোকটা চা চাইল। কিন্তু কনুই দিয়ে খাবে কি করে? সেটা দেখার জন্য আরও কিছুটা সময় বসলাম। চায়ের দোকানদারকে ইশারা দিল গরম চায়ের কাপটা পাশে রাখতে। লোকটা যে বেঞ্চটার শেষ মাথায় বসেছে সেখানে যে কিঞ্চিৎ জায়গা ফাঁকা ছিল ওখানেই কাপটা রাখল চাওয়ালা। আবার শুরু করল কথা।
শ্রোতারা বেশ মনোযোগ দিয়ে শুনছে। কথার ফাঁকে লোকটা যেই বলে উঠল, ‘কি আর কমু!’ তখন সকলে যেন নির্বাক হয়ে গেল, যেই বলে উঠল, ‘তারপর হইছে কী’, অমনি সবাই চোখ বড় বড় করে দেখার চেষ্টা করল, যেই বলে উঠল, ‘ভাইরে ভাই, শোনেন ঘটনা’, অমনি সবাই কান খাড়া করে শুনতে শুরু করল, যেই বলে উঠল, ‘বড় বড় ঢেউ আইতে আছে, আইতে আছে, খালি আইতে আছে’, অমনি সবাই সামনের দিকে ঝুঁকতে শুরু করল...। এবার চা প্রায় ঠান্ডা হয়ে এলে লোকটা দুই কনুই জড়ো করে কাপটা ধরে চুকচুক করে চাটা এক টানে শেষ করে কাপটা আবার রেখে দিল।
লোকটাকে বললাম, ‘আপনি খুব সুন্দর করে গল্প বলেন!’ লোকটা নির্বিকারভাবে উত্তর দিল, ‘গল্প না, এইটা সত্য ঘটনা, তবে সুন্দর গল্পও বলতে পারি, খালি লিখতে পারি না, এই দেখেন হাত নাই।’
কনুই পর্যন্ত নেই! কিছু জানতে চাওয়ার আগেই বললেন, ‘আমি এখানেই চা খাই, গল্প শোনাই। আসলে এখানেই পাবেন। না আসলেও ক্ষতি নাই। ফোন নম্বর নিয়া যান। হেড ফোন ব্যবহার করি। গল্প শোনাতে পারব আপনারে, কোনো অসুবিধা নাই।’ বেশি কথা বলে!
২.করোনার সংক্রমণের কারণে সব বন্ধ, চা দোকান তো অবশ্যই। বাসায় সময় কাটছে না। লোকটাকে ফোন দিলাম। ভাবছি একটু গল্প করব। বন্ধ। পরপর দুই-তিন দিন ফোন করেও বন্ধ পেলাম। এর মধ্যে হঠাৎ তার ফোন! ধরতেই বলল,‘ভাই একটা ভালো গল্প জমছে। শুনাই আপনাকে? চতুর্দিকে ব্যাপক হারে হাত ধোয়াধুয়ি চলতেছে, এর মধ্যে এই ঘটনা। গল্পটা আমার হাত নিয়া!’ বলেই লোকটা হাসতে শুরু করল। তার হাসির শব্দ সইতে না পেরে আমি ফোনটা কেটে দিলাম!
লোকটা চা চাইল। কিন্তু কনুই দিয়ে খাবে কি করে? সেটা দেখার জন্য আরও কিছুটা সময় বসলাম। চায়ের দোকানদারকে ইশারা দিল গরম চায়ের কাপটা পাশে রাখতে। লোকটা যে বেঞ্চটার শেষ মাথায় বসেছে সেখানে যে কিঞ্চিৎ জায়গা ফাঁকা ছিল ওখানেই কাপটা রাখল চাওয়ালা। আবার শুরু করল কথা।
শ্রোতারা বেশ মনোযোগ দিয়ে শুনছে। কথার ফাঁকে লোকটা যেই বলে উঠল, ‘কি আর কমু!’ তখন সকলে যেন নির্বাক হয়ে গেল, যেই বলে উঠল, ‘তারপর হইছে কী’, অমনি সবাই চোখ বড় বড় করে দেখার চেষ্টা করল, যেই বলে উঠল, ‘ভাইরে ভাই, শোনেন ঘটনা’, অমনি সবাই কান খাড়া করে শুনতে শুরু করল, যেই বলে উঠল, ‘বড় বড় ঢেউ আইতে আছে, আইতে আছে, খালি আইতে আছে’, অমনি সবাই সামনের দিকে ঝুঁকতে শুরু করল...। এবার চা প্রায় ঠান্ডা হয়ে এলে লোকটা দুই কনুই জড়ো করে কাপটা ধরে চুকচুক করে চাটা এক টানে শেষ করে কাপটা আবার রেখে দিল।
লোকটাকে বললাম, ‘আপনি খুব সুন্দর করে গল্প বলেন!’ লোকটা নির্বিকারভাবে উত্তর দিল, ‘গল্প না, এইটা সত্য ঘটনা, তবে সুন্দর গল্পও বলতে পারি, খালি লিখতে পারি না, এই দেখেন হাত নাই।’
কনুই পর্যন্ত নেই! কিছু জানতে চাওয়ার আগেই বললেন, ‘আমি এখানেই চা খাই, গল্প শোনাই। আসলে এখানেই পাবেন। না আসলেও ক্ষতি নাই। ফোন নম্বর নিয়া যান। হেড ফোন ব্যবহার করি। গল্প শোনাতে পারব আপনারে, কোনো অসুবিধা নাই।’ বেশি কথা বলে!
২.করোনার সংক্রমণের কারণে সব বন্ধ, চা দোকান তো অবশ্যই। বাসায় সময় কাটছে না। লোকটাকে ফোন দিলাম। ভাবছি একটু গল্প করব। বন্ধ। পরপর দুই-তিন দিন ফোন করেও বন্ধ পেলাম। এর মধ্যে হঠাৎ তার ফোন! ধরতেই বলল,‘ভাই একটা ভালো গল্প জমছে। শুনাই আপনাকে? চতুর্দিকে ব্যাপক হারে হাত ধোয়াধুয়ি চলতেছে, এর মধ্যে এই ঘটনা। গল্পটা আমার হাত নিয়া!’ বলেই লোকটা হাসতে শুরু করল। তার হাসির শব্দ সইতে না পেরে আমি ফোনটা কেটে দিলাম!
জার্মানিতে নির্বাসিত বাংলাদেশের প্রখ্যাত কবি দাউদ হায়দার বার্লিনের শ্যোনেবের্গ ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায়) তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। কবি বার্লিনের...
৩ দিন আগেধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আগামীকাল শুক্রবার বিকেল ৫টার দিকে আলোকচিত্রী সাংবাদিক, গবেষক সাহাদাত পারভেজ সম্পাদিত ‘আলোকচিত্রপুরাণ’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ।
৬ দিন আগেনোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা শুধু কথাসাহিত্যের জন্যই নন, মানবিকতা ও বিশ্ব রাজনীতির প্রতি গভীর মনোযোগের জন্যও পরিচিত। বাংলাদেশে এসিড হামলার শিকার নারীদের নিয়ে তাঁর লেখা হৃদয়বিদারক প্রবন্ধ ‘Weaker sex’ প্রমাণ করে, কীভাবে যোসার কলম ছুঁয়ে গিয়েছিল বাংলার পীড়িত নারীদের কান্না ও সংগ্রাম।
১৬ দিন আগেনোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা মারা গেছেন। স্থানীয় সময় গতকাল রোববার পেরুর রাজধানী লিমায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর ছেলে আলভারো বার্গাস যোসা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
১৬ দিন আগে