Ajker Patrika

আমার মা লীলার দশ হাত

ধ্রুব এষ
আমার মা লীলার দশ হাত

দুর্গার দশ হাত কেন?
‘ও ছোটকাকু, দুর্গার দশ হাত কেন?’
‘ও শান্তুদা, দুর্গার দশ হাত কেন?’
‘ও টেডিপিসি, বল না রে, দুর্গার দশ হাত কেন?’
টেডিপিসি বলবে না, তা হয় না। বলল।
‘দুর্গা তো মা, এ জন্য দশ হাত।’
দুর্গা মা বলে দশ হাত! টেডিপিসির মা ঠাম্মার তবে দুই হাত কেন? শান্তুদার মা জেঠিমার দুই হাত কেন? আমার মা লীলার দুই হাত কেন?
‘ও টেডিপিসি।’
‘বল।’
‘মায়ের যে দুই হাত।’
‘তোর মায়ের? তোর মায়েরও হাত দশটা, হ্যাঁ। পৃথিবীর সব মায়েরই হাত দশটা।’
‘ইহ্!’
‘ইহ্ কী রে? দশ হাত ছাড়া মা হয়, বল?’
সেটা আমি কী করে বলি? আমি জানি?
আমাদের স্কুলের বইতে ‘আমাদের ছোটো নদী’ কবিতা ছিল। পড়ে কী ভাবতাম? রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতা নিশ্চয় আমাদের নদী দেখে লিখেছেন। এত সুন্দর নদী পৃথিবীতে নাই আর। বর্ষায় সেই নদী একদিন সাঁতরে পার হয়ে গিয়েছিলাম। মৃদুল, পিংকু, সজল, আবীর আর আমি। ফিরতে গিয়ে পড়লাম স্রোত আর কুরুল্লার খপ্পরে। হাত-পা ছেড়ে দিল, আমি যাই যাই! মরেই যাব?
কে উদ্ধার করল?
আমার মা লীলা। দশ হাত দিয়ে।
কী করে, অত বলতে পারব না। সেই কোন কালের কথা রে ভাই। তবে সেই থেকে জানি আর কি, পৃথিবীর সব মায়েরই দশ হাত। লীলার মতো পৃথিবীর সব মায়ের। সত্যি জানি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত