বিনোদন নয় শুধু, চিকিৎসার শক্তিও আছে সংগীতে
প্রকৃতির সঙ্গে সংগীতের রয়েছে অদ্ভুত এক সম্পর্ক। এই যে পানির বয়ে চলার শব্দ, পাখির কুহু কুহু ডাক, মেঘেদের ছুটে চলা, গাছ থেকে পাতা ঝরে পড়ার শব্দ—এসবের সঙ্গে জড়িয়ে আছে সংগীতের সুর। অথবা বলা যায়, এসবের মাঝেই খুঁজে পাওয়া যাবে সংগীতের সুর, তাল ও লয়।