সম্পাদকীয়
তখন রশীদ করীম পড়েন কলেজের ফার্স্ট কিংবা সেকেন্ড ইয়ারে। নবযুগের ঈদসংখ্যায় ‘একটি মেয়ের আত্মকাহিনী’ নামে তাঁর একটি গল্প ছাপা হয়েছিল। সেই সংখ্যায় আরও ছাপা হয়েছিল সঞ্জয় ভট্টাচার্য, শওকত ওসমান আর প্রতিভা বসুর গল্প। রশীদ করীমের গল্পটির খুব প্রশংসা করেছিলেন আবু সয়ীদ আইয়ুব। সেই প্রশংসায় উৎসাহিত হয়ে ‘অভিভাবক’ নামে আরও একটি গল্প লিখলেন সতেরো-আঠারো বছর বয়সী রশীদ করীম। সেটা ছাপা হলো পূর্বাশায়। সেই গল্পও আইয়ুবের দৃষ্টি আকর্ষণ করে। এরপর একটির পর একটি গল্প লিখতে থাকেন রশীদ করীম। কিন্তু আইয়ুব আর প্রশংসা করেননি। এমনকি বহু পরে পুরস্কার পাওয়া একটা বইয়েরও প্রশংসা করেননি আইয়ুব।
কিন্তু আইয়ুবের মতামতের খুব মূল্য দিতেন রশীদ করীম। রশীদ করীম তখন শরৎচন্দ্রের অতি ভক্ত হিসেবে নিজেকে দাঁড় করিয়েছেন। শরৎচন্দ্রের লেখা সব উপন্যাসই তাঁর চোখে শ্রেষ্ঠ উপন্যাস। কিন্তু আইয়ুব বললেন, রবীন্দ্রনাথের ‘গোরা’ সেরা উপন্যাস। মত পাল্টে ফেললেন রশীদ করীম। তিনিও বলতে লাগলেন, গোরাই শ্রেষ্ঠ উপন্যাস।
সে সময় শরৎচন্দ্রের লেখা নিয়ে আবু সয়ীদ আইয়ুব বলেছিলেন, ‘শরৎচন্দ্রের নায়িকাদের মধ্যে যারা অসতী তারাই যেন সতী, আর সতীরাই যেন মন্দ।’ কথাটা শুনে খারাপ লাগত রশীদ করীমের। কিন্তু কথাটা তো বলেছেন আইয়ুব, রশীদ করীম তা অস্বীকার করেন কী করে?
‘একটি মেয়ের আত্মকাহিনী’ পড়েছিলেন বুদ্ধদেব বসুও। তাঁর সম্পর্কে কৌতূহলও প্রকাশ করেছিলেন। সেই সূত্রে রশীদ করীম গেলেন বুদ্ধদেব বসুর কাছে। বুদ্ধদেব বসুর দৃষ্টি আকর্ষণ করার জন্য রশীদ করীম কী বলবেন না বলবেন, তা নিয়ে ভাবতে লাগলেন। শরৎ সাহিত্যের প্রসঙ্গ উঠলে রশীদ করীম বলে ফেললেন, ‘শরৎচন্দ্রের সব অসতীকেই সৎ মনে হয়।’
বুদ্ধদেব বসু একটু হেসে উত্তর দিলেন, ‘তোমাদের বয়সে সতীত্বের ওপর রাগ থাকাটা স্বাভাবিক।’
সূত্র: রশীদ করীম, স্মরণগ্রন্থ আইয়ুব, পৃষ্ঠা ৭৮-৭৯
তখন রশীদ করীম পড়েন কলেজের ফার্স্ট কিংবা সেকেন্ড ইয়ারে। নবযুগের ঈদসংখ্যায় ‘একটি মেয়ের আত্মকাহিনী’ নামে তাঁর একটি গল্প ছাপা হয়েছিল। সেই সংখ্যায় আরও ছাপা হয়েছিল সঞ্জয় ভট্টাচার্য, শওকত ওসমান আর প্রতিভা বসুর গল্প। রশীদ করীমের গল্পটির খুব প্রশংসা করেছিলেন আবু সয়ীদ আইয়ুব। সেই প্রশংসায় উৎসাহিত হয়ে ‘অভিভাবক’ নামে আরও একটি গল্প লিখলেন সতেরো-আঠারো বছর বয়সী রশীদ করীম। সেটা ছাপা হলো পূর্বাশায়। সেই গল্পও আইয়ুবের দৃষ্টি আকর্ষণ করে। এরপর একটির পর একটি গল্প লিখতে থাকেন রশীদ করীম। কিন্তু আইয়ুব আর প্রশংসা করেননি। এমনকি বহু পরে পুরস্কার পাওয়া একটা বইয়েরও প্রশংসা করেননি আইয়ুব।
কিন্তু আইয়ুবের মতামতের খুব মূল্য দিতেন রশীদ করীম। রশীদ করীম তখন শরৎচন্দ্রের অতি ভক্ত হিসেবে নিজেকে দাঁড় করিয়েছেন। শরৎচন্দ্রের লেখা সব উপন্যাসই তাঁর চোখে শ্রেষ্ঠ উপন্যাস। কিন্তু আইয়ুব বললেন, রবীন্দ্রনাথের ‘গোরা’ সেরা উপন্যাস। মত পাল্টে ফেললেন রশীদ করীম। তিনিও বলতে লাগলেন, গোরাই শ্রেষ্ঠ উপন্যাস।
সে সময় শরৎচন্দ্রের লেখা নিয়ে আবু সয়ীদ আইয়ুব বলেছিলেন, ‘শরৎচন্দ্রের নায়িকাদের মধ্যে যারা অসতী তারাই যেন সতী, আর সতীরাই যেন মন্দ।’ কথাটা শুনে খারাপ লাগত রশীদ করীমের। কিন্তু কথাটা তো বলেছেন আইয়ুব, রশীদ করীম তা অস্বীকার করেন কী করে?
‘একটি মেয়ের আত্মকাহিনী’ পড়েছিলেন বুদ্ধদেব বসুও। তাঁর সম্পর্কে কৌতূহলও প্রকাশ করেছিলেন। সেই সূত্রে রশীদ করীম গেলেন বুদ্ধদেব বসুর কাছে। বুদ্ধদেব বসুর দৃষ্টি আকর্ষণ করার জন্য রশীদ করীম কী বলবেন না বলবেন, তা নিয়ে ভাবতে লাগলেন। শরৎ সাহিত্যের প্রসঙ্গ উঠলে রশীদ করীম বলে ফেললেন, ‘শরৎচন্দ্রের সব অসতীকেই সৎ মনে হয়।’
বুদ্ধদেব বসু একটু হেসে উত্তর দিলেন, ‘তোমাদের বয়সে সতীত্বের ওপর রাগ থাকাটা স্বাভাবিক।’
সূত্র: রশীদ করীম, স্মরণগ্রন্থ আইয়ুব, পৃষ্ঠা ৭৮-৭৯
গত বছরের ৫ আগস্টের পর দেশের রাজনীতির ময়দান বেশ টানটান। সংস্কার আর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দিন-রাত কাজ করে যাচ্ছেন। নেই দম ফেলার দুদণ্ড ফুরসত। কোনো কোনো উপদেষ্টাকে ভোররাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন দেশের সর্বকনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদও।
২ দিন আগেযতীন স্যারকে নিয়ে কথা বলতে বসলে মনে হয়, কথাগুলো শুধু লেখা নয়—এ যেন হৃদয়ের ভেতরের কিছু টুকরো তুলে ধরা। দুপুরে হঠাৎ এক সুহৃদ ফোন করে বলল, ‘শুনেছ? যতীন স্যার নেই!’—মুহূর্তেই আমার বুক কেঁপে উঠল। মনে হলো, জীবনের এক অমূল্য আশ্রয় হঠাৎ হারিয়ে ফেলেছি।
৩ দিন আগেএকটি ছোট পার্টি, একটি সাধারণ কমিউনিটি রুম এবং এক যুবক—১৫২০ সেডগউইক অ্যাভিনিউ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকা তখন জানত না, যে এক রাতের অনুষ্ঠানই বিশ্বসংগীতের ইতিহাস বদলে দেবে। ১৯৭৩ সালের আজকের এই দিনে (১১ আগস্ট), যখন স্কুলফেরত কিছু কিশোর-তরুণীরা জমে উঠেছিল...
৫ দিন আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টকে বলা হয় দেশটির বৃহত্তম শিল্প জাদুঘর। আর বিশ্বে তৃতীয় বৃহত্তম। সংক্ষেপে জাদুঘরটি ‘দ্য মেট’ নামেও পরিচিত। ১৫৫ বছর পুরোনো এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৮৭০ সালে।
৯ দিন আগে