সম্পাদকীয়
ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসকগোষ্ঠীকে উচ্ছেদ করতে ফাঁসিকাষ্ঠে জীবন দিয়েছিলেন ক্ষুদিরাম বসু। তাঁর এই আত্ম বলিদান পরে অসংখ্য তরুণ-যুবককে ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামে যুক্ত হতে অনুপ্রেরণা জুগিয়েছিল। প্রায় দুই শ বছর ব্রিটিশদের শাসন, শোষণ ও অত্যাচারে জর্জরিত ভারতবর্ষের মানুষ একসময় তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, যা স্বদেশি আন্দোলন নামে পরিচিত।
ছোটবেলা থেকে ক্ষুদিরাম সাহসী, ডানপিটে ও বাউন্ডুলে ছিলেন। স্কুলে পড়ার সময়ই মেদিনীপুরে এসেছিলেন বিপ্লবী নেতা অরবিন্দ ও বোন নিবেদিতা। তাঁরা ব্রিটিশদের বিরুদ্ধে জনগণকে সচেতন করার জন্য প্রচারকাজে এসেছিলেন। তাঁদের বক্তৃতা শুনে অনুপ্রাণিত হয়ে ক্ষুদিরাম স্বদেশি আন্দোলনে যুক্ত হন। তখন তাঁর বয়স মাত্র ১৩ কি ১৪ বছর। ব্রিটিশদের বিরুদ্ধে জনমত গঠন করতে ইশতেহার বিলি করা এবং ইংরেজদের লক্ষ্য করে বোমা হামলাসহ বিভিন্ন কারণে তিনি পুলিশের খাতায় দাগি আসামি হয়ে ওঠেন।
১৯০৮ সালের ৩০ এপ্রিল বিহারের মুজাফফরপুরে রাতের বেলায় তিনি ও তাঁর সহযোদ্ধা প্রফুল্ল চাকি যৌথভাবে ইউরোপিয়ান ক্লাবের সামনে কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করেন। এতে গাড়িতে থাকা কিংসফোর্ডসহ একজন ব্রিটিশ নারী ও তাঁর কন্যা মারা যান। এই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত ক্ষুদিরামের বিচার শুরু হয় একই বছরের ২১ মে, ইতিহাসে যা আলীপুর বোমা মামলা নামে পরিচিত। বিচারে তাঁর ফাঁসির রায় ঘোষিত হয়। ১৯০৮ সালের ১১ আগস্ট ছিল তাঁর ফাঁসি কার্যকরের দিন। ওই দিন তিনি হাসিমুখে ফাঁসির মঞ্চে দাঁড়ালে জনৈক ইংরেজ বিচারক ক্ষুদিরামকে প্রশ্ন করেন, তাঁকে যে ফাঁসিতে মরতে হবে, সেটা তিনি বুঝতে পেরেছেন কি না। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তিনি ছিলেন নির্ভীক। হাসিমুখে ফাঁসির দড়ি গলায় দিয়ে তিনি মৃত্যুকে বরণ করেছিলেন।
মৃত্যুভয়কে তুচ্ছ করে দেশমাতৃকার স্বাধীনতার জন্য প্রাণ দিয়ে অমর হয়ে আছেন ক্ষুদিরাম। এই মহান বিপ্লবীর জন্ম ১৮৮৯ সালের ৩ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুরের হাবিবপুর গ্রামে।
ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসকগোষ্ঠীকে উচ্ছেদ করতে ফাঁসিকাষ্ঠে জীবন দিয়েছিলেন ক্ষুদিরাম বসু। তাঁর এই আত্ম বলিদান পরে অসংখ্য তরুণ-যুবককে ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামে যুক্ত হতে অনুপ্রেরণা জুগিয়েছিল। প্রায় দুই শ বছর ব্রিটিশদের শাসন, শোষণ ও অত্যাচারে জর্জরিত ভারতবর্ষের মানুষ একসময় তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, যা স্বদেশি আন্দোলন নামে পরিচিত।
ছোটবেলা থেকে ক্ষুদিরাম সাহসী, ডানপিটে ও বাউন্ডুলে ছিলেন। স্কুলে পড়ার সময়ই মেদিনীপুরে এসেছিলেন বিপ্লবী নেতা অরবিন্দ ও বোন নিবেদিতা। তাঁরা ব্রিটিশদের বিরুদ্ধে জনগণকে সচেতন করার জন্য প্রচারকাজে এসেছিলেন। তাঁদের বক্তৃতা শুনে অনুপ্রাণিত হয়ে ক্ষুদিরাম স্বদেশি আন্দোলনে যুক্ত হন। তখন তাঁর বয়স মাত্র ১৩ কি ১৪ বছর। ব্রিটিশদের বিরুদ্ধে জনমত গঠন করতে ইশতেহার বিলি করা এবং ইংরেজদের লক্ষ্য করে বোমা হামলাসহ বিভিন্ন কারণে তিনি পুলিশের খাতায় দাগি আসামি হয়ে ওঠেন।
১৯০৮ সালের ৩০ এপ্রিল বিহারের মুজাফফরপুরে রাতের বেলায় তিনি ও তাঁর সহযোদ্ধা প্রফুল্ল চাকি যৌথভাবে ইউরোপিয়ান ক্লাবের সামনে কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করেন। এতে গাড়িতে থাকা কিংসফোর্ডসহ একজন ব্রিটিশ নারী ও তাঁর কন্যা মারা যান। এই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত ক্ষুদিরামের বিচার শুরু হয় একই বছরের ২১ মে, ইতিহাসে যা আলীপুর বোমা মামলা নামে পরিচিত। বিচারে তাঁর ফাঁসির রায় ঘোষিত হয়। ১৯০৮ সালের ১১ আগস্ট ছিল তাঁর ফাঁসি কার্যকরের দিন। ওই দিন তিনি হাসিমুখে ফাঁসির মঞ্চে দাঁড়ালে জনৈক ইংরেজ বিচারক ক্ষুদিরামকে প্রশ্ন করেন, তাঁকে যে ফাঁসিতে মরতে হবে, সেটা তিনি বুঝতে পেরেছেন কি না। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তিনি ছিলেন নির্ভীক। হাসিমুখে ফাঁসির দড়ি গলায় দিয়ে তিনি মৃত্যুকে বরণ করেছিলেন।
মৃত্যুভয়কে তুচ্ছ করে দেশমাতৃকার স্বাধীনতার জন্য প্রাণ দিয়ে অমর হয়ে আছেন ক্ষুদিরাম। এই মহান বিপ্লবীর জন্ম ১৮৮৯ সালের ৩ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুরের হাবিবপুর গ্রামে।
বাংলাদেশের অ্যাংলিংকান সম্প্রদায় উপাসনার জন্য নির্মাণ করেছিল সেন্ট থমাস ক্যাথেড্রাল চার্চ। ১৮১৯ সালে শেষ হয় এর নির্মাণকাজ। ঢাকা কারাগারের কয়েদিরা নাকি এটির নির্মাণে শ্রম দিয়েছিল। কলকাতার বিশপ রেজিনাল্ড হেবার ১৮২৪ সালের ১০ জুলাই ঢাকায় এসে উদ্বোধন করেন লক্ষ্মীবাজারে অবস্থিত এই গির্জাটির।
২ দিন আগেআজ বিশ্ব নৃত্য দিবস। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর সহযোগী সংস্থা আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট-আইটিআই ১৯৮২ সালে ২৯ এপ্রিলকে বিশ্ব নৃত্য দিবস হিসেবে ঘোষণা করেন। মূলত নৃত্যশিল্পের বিকাশ ও বিশ্বব্যাপী নৃত্যপ্রেমীদের একত্রিত করাই এই দিবসের মূল উদ্দেশ্য। ২৯ এপ্রিল আধুনিক
২ দিন আগেদুপুরের খাবারের বিরতির পর তাঁরা আবার কাজ শুরু করেন। সন্ধ্যা ৭টায় কাজ শেষ হলে সিপির চীনা ও আইরিশ শ্রমিকেরা এক দিনে ১০ মাইল ৫৬ ফুট (১৬.১১১ কিলোমিটার) রেলপথ বসানোর অনন্য রেকর্ড গড়েন।
৩ দিন আগেআলীর এই সিদ্ধান্তে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র। কেউ কেউ আলীর অবস্থানের প্রশংসা করেন, আবার কেউ কেউ তাঁকে আখ্যায়িত করেন বিশ্বাসঘাতক। তাঁকে বক্সিং রিংয়ে নিষিদ্ধ করা হয়, কেড়ে নেওয়া হয় অর্জিত শিরোপা। এমনকি তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে ফেডারেল সরকারের বিচার বিভাগ।
৪ দিন আগে