সম্পাদকীয়
অর্থনীতির শিক্ষক মো. আনিসুর রহমান হার্ভার্ড থেকে পিএইচডি করেন। তাঁর পিএইচডি থিসিসের পৃষ্ঠাসংখ্যা ছিল চল্লিশ। কিন্তু তাঁর পরামর্শক চাননি, এত ছোট কোনো থিসিসকে পিএইচডি ডিগ্রি দেওয়া হোক। তাই তাঁদের পরামর্শ মেনে থিসিসটা আশি পৃষ্ঠায় দাঁড় করিয়েছিলেন মো. আনিসুর রহমান। সেই থিসিসে ভাষার কারুকার্যের জন্য স্নেহপরায়ণ হয়ে কলম চালিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক খান সরওয়ার মুরশিদ। তিনি তখন হার্ভার্ডেই ছিলেন। ‘হাউ এলিগেন্ট ইংলিশ’ বলে থিসিসটি প্রশংসিত হয়েছিল।
ঢাকায় ফিরে মো. আনিসুর রহমান যোগ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পদ রিডার। সেখানে এক মজার ঘটনা ঘটেছিল। শ্রীলঙ্কায় একটা কনফারেন্সে যোগ দিয়ে ফেরার পথে কলম্বো এয়ারপোর্ট থেকে একটা সুদৃশ্য ব্রিফকেস কিনেছিলেন তিনি। ঢাকায় ফিরে ডিপার্টমেন্টের অফিস ঘরে টেবিলের ওপর ব্রিফকেসটা রেখে মাত্র পাঁচ মিনিটের জন্য বাইরে গিয়েছিলেন। ফিরে দেখেন, ব্রিফকেস উধাও! ব্রিফকেসের মধ্যে ছিল পাসপোর্টসহ জরুরি কাগজপত্র। এগুলো কীভাবে ফেরত পাওয়া যাবে?
নোটিশ বোর্ডে একটা নোটিশ লিখলেন তিনি। সেই নোটিশে লেখা ছিল, ‘আমি বুঝতে পারছি, আমি প্রলোভন দিয়েছি। কিন্তু ব্রিফকেসটার মধ্যে আমার কিছু দরকারি কাগজপত্র আছে, যেগুলো তোমার কিছু কাজে লাগবে না; কিন্তু না পেলে আমার বেজায় অসুবিধা হবে। তুমি ব্রিফকেসটা রেখে আমার কাগজপত্রগুলো ফেরত দিয়ে দাও। ধরা না পড়ে কেমন করে ফেরত দেবে, এটা একটা প্রশ্ন। রাতে আমার অফিসের দরজা বন্ধ দেখলে তলার ফাঁক দিয়ে সেগুলো ঢুকিয়ে দিতে পারো। আমি কথা দিচ্ছি, আমি আশপাশ থেকে উঁকি দেব না।’
পরদিন মো. আনিসুর রহমান বিশ্ববিদ্যালয়ে এসে দেখেন, দরজার নিচ দিয়ে পাসপোর্টসহ জরুরি কাগজগুলো কেউ রেখে গেছে। এরপর তিনি আরেকটি নোটিশ লিখলেন, ‘অনেক ধন্যবাদ। আমি তোমার ওপর যে বিশ্বাস রেখেছিলাম, তাতে ভুল করিনি দেখে আমি আনন্দিত। ব্রিফকেসটা আমার উপহার হিসেবে তুমি রেখে দিও।’
সূত্র: মো. আনিসুর রহমান, পথে যা পেয়েছি, পৃষ্ঠা ৪৬-৫০
অর্থনীতির শিক্ষক মো. আনিসুর রহমান হার্ভার্ড থেকে পিএইচডি করেন। তাঁর পিএইচডি থিসিসের পৃষ্ঠাসংখ্যা ছিল চল্লিশ। কিন্তু তাঁর পরামর্শক চাননি, এত ছোট কোনো থিসিসকে পিএইচডি ডিগ্রি দেওয়া হোক। তাই তাঁদের পরামর্শ মেনে থিসিসটা আশি পৃষ্ঠায় দাঁড় করিয়েছিলেন মো. আনিসুর রহমান। সেই থিসিসে ভাষার কারুকার্যের জন্য স্নেহপরায়ণ হয়ে কলম চালিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক খান সরওয়ার মুরশিদ। তিনি তখন হার্ভার্ডেই ছিলেন। ‘হাউ এলিগেন্ট ইংলিশ’ বলে থিসিসটি প্রশংসিত হয়েছিল।
ঢাকায় ফিরে মো. আনিসুর রহমান যোগ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পদ রিডার। সেখানে এক মজার ঘটনা ঘটেছিল। শ্রীলঙ্কায় একটা কনফারেন্সে যোগ দিয়ে ফেরার পথে কলম্বো এয়ারপোর্ট থেকে একটা সুদৃশ্য ব্রিফকেস কিনেছিলেন তিনি। ঢাকায় ফিরে ডিপার্টমেন্টের অফিস ঘরে টেবিলের ওপর ব্রিফকেসটা রেখে মাত্র পাঁচ মিনিটের জন্য বাইরে গিয়েছিলেন। ফিরে দেখেন, ব্রিফকেস উধাও! ব্রিফকেসের মধ্যে ছিল পাসপোর্টসহ জরুরি কাগজপত্র। এগুলো কীভাবে ফেরত পাওয়া যাবে?
নোটিশ বোর্ডে একটা নোটিশ লিখলেন তিনি। সেই নোটিশে লেখা ছিল, ‘আমি বুঝতে পারছি, আমি প্রলোভন দিয়েছি। কিন্তু ব্রিফকেসটার মধ্যে আমার কিছু দরকারি কাগজপত্র আছে, যেগুলো তোমার কিছু কাজে লাগবে না; কিন্তু না পেলে আমার বেজায় অসুবিধা হবে। তুমি ব্রিফকেসটা রেখে আমার কাগজপত্রগুলো ফেরত দিয়ে দাও। ধরা না পড়ে কেমন করে ফেরত দেবে, এটা একটা প্রশ্ন। রাতে আমার অফিসের দরজা বন্ধ দেখলে তলার ফাঁক দিয়ে সেগুলো ঢুকিয়ে দিতে পারো। আমি কথা দিচ্ছি, আমি আশপাশ থেকে উঁকি দেব না।’
পরদিন মো. আনিসুর রহমান বিশ্ববিদ্যালয়ে এসে দেখেন, দরজার নিচ দিয়ে পাসপোর্টসহ জরুরি কাগজগুলো কেউ রেখে গেছে। এরপর তিনি আরেকটি নোটিশ লিখলেন, ‘অনেক ধন্যবাদ। আমি তোমার ওপর যে বিশ্বাস রেখেছিলাম, তাতে ভুল করিনি দেখে আমি আনন্দিত। ব্রিফকেসটা আমার উপহার হিসেবে তুমি রেখে দিও।’
সূত্র: মো. আনিসুর রহমান, পথে যা পেয়েছি, পৃষ্ঠা ৪৬-৫০
বিশ্বখ্যাত ইংরেজি ভাষার অভিধান কেমব্রিজ ডিকশনারিতে এ বছর যুক্ত হয়েছে ৬ হাজারের বেশি নতুন শব্দ। যার বেশির ভাগই জেন-জি’দের। এসব শব্দের মধ্যে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত স্ল্যাং বা অমার্জিত শব্দ যেমন ‘স্কিবিডি’, ‘ট্র্যাডওয়াইফ’, ‘ব্রোলিগার্কি’ এবং ‘ডেলুলু’ রয়েছে।
১ দিন আগেগত বছরের ৫ আগস্টের পর দেশের রাজনীতির ময়দান বেশ টানটান। সংস্কার আর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দিন-রাত কাজ করে যাচ্ছেন। নেই দম ফেলার দুদণ্ড ফুরসত। কোনো কোনো উপদেষ্টাকে ভোররাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন দেশের সর্বকনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদও।
৫ দিন আগেযতীন স্যারকে নিয়ে কথা বলতে বসলে মনে হয়, কথাগুলো শুধু লেখা নয়—এ যেন হৃদয়ের ভেতরের কিছু টুকরো তুলে ধরা। দুপুরে হঠাৎ এক সুহৃদ ফোন করে বলল, ‘শুনেছ? যতীন স্যার নেই!’—মুহূর্তেই আমার বুক কেঁপে উঠল। মনে হলো, জীবনের এক অমূল্য আশ্রয় হঠাৎ হারিয়ে ফেলেছি।
৬ দিন আগেএকটি ছোট পার্টি, একটি সাধারণ কমিউনিটি রুম এবং এক যুবক—১৫২০ সেডগউইক অ্যাভিনিউ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকা তখন জানত না, যে এক রাতের অনুষ্ঠানই বিশ্বসংগীতের ইতিহাস বদলে দেবে। ১৯৭৩ সালের আজকের এই দিনে (১১ আগস্ট), যখন স্কুলফেরত কিছু কিশোর-তরুণীরা জমে উঠেছিল...
৮ দিন আগে