Ajker Patrika

আনিসুজ্জামানের ‘না’

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৭: ১৯
আনিসুজ্জামানের ‘না’

পাকিস্তান লেখক সংঘের পূর্বাঞ্চল শাখার উদ্যোগে পাঁচ দিনব্যাপী মহাকবি স্মরণোৎসব হয়েছিল ১৯৬৮ সালের জুলাই মাসে। ৫ জুলাই ছিল রবীন্দ্র দিবস, ৬ জুলাই ইকবাল দিবস, ৭ জুলাই গালিব দিবস, ৮ জুলাই মাইকেল দিবস, ৯ জুলাই ছিল নজরুল দিবস।

প্রথম দিন সভা হয়েছিল ইসলামিক একাডেমির পরিচালক আবুল হাশিমের সভাপতিত্বে। সেখানে প্রবন্ধ পাঠ করেছিলেন আনিসুজ্জামান। আনিসুজ্জামান তাঁর প্রবন্ধে বলেন, ‘চলতে চলতে রবীন্দ্রনাথ তাঁর মত বদলেছেন। পথ বদলেছেন; ক্রমেই সকল সংকীর্ণতার গণ্ডি ভেদ করে তিনি মানুষের পৃথিবীর নাগরিক হতে চেয়েছেন।’ প্রথম দিনের অনুষ্ঠানে কবিতাপাঠের আসরে অংশ নেন গোলাম মুস্তাফা, মো. মনিরুজ্জামান ও সিকান্দার আবু জাফর।শেষ দিন নজরুল দিবসে সভাপতি ছিলেন আবদুল কাদির। প্রবন্ধ পড়েন বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর ও রফিকুল ইসলাম।

টেলিভিশনে তখন নানা ধরনের অনুষ্ঠান হয়। আনিসুজ্জামানও কয়েকটি অনুষ্ঠান করেছেন। মহাকবি স্মরণোৎসবের অনুষ্ঠানগুলোর পরিচিতিমূলক অনুষ্ঠান করতে বলা হলো তাঁকে। তিনি প্রস্তুত হচ্ছিলেন। নির্ধারিত দিনে টিভি ভবনে হাজির হয়ে আনিসুজ্জামান দেখলেন অনুষ্ঠান-অধ্যক্ষ মনিরুল আলম বসে আছেন বিষণ্ন মুখে। কারণ জিজ্ঞাসা করা হলে জানা গেল, যেই পাঁচ কবিকে নিয়ে উৎসব হয়েছে, তার চারজনকে নিয়ে আলোচনা করা যাবে; কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে কোনো কথা বলা যাবে না।
আনিসুজ্জামান বললেন, ‘আমি আলোচনা করব না।’

এ তো মহাবিপদ! অনুষ্ঠানসূচিতে আনিসুজ্জামানের নাম ঘোষিত হয়ে গেছে। এখন অনুষ্ঠান না করলে চলবে কী করে? কী করা যায়? পরে আলোচনা করে ঠিক করা হলো, মহাকবি স্মরণোৎসব নিয়ে অনুষ্ঠানটা হবে না, আনিসুজ্জামান কথা বলবেন ‘বাংলা ভাষা ও সাহিত্যে আরবি-ফারসি শব্দের ব্যবহার’ সম্পর্কে।

সেভাবেই তৈরি হলেন আনিসুজ্জামান। রবীন্দ্রনাথকে অবজ্ঞা করার নির্দেশ তিনি মানলেন না।

সূত্র: আনিসুজ্জামান, ‘বাংলাদেশ টেলিভিশনের ২৫ বছর’ বই থেকে। পৃষ্ঠা: ৩৯

বিষয়:

আড্ডা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত