সম্পাদকীয়
বিভূতিভূষণ মুখোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের জনপ্রিয় ঔপন্যাসিক ও ছোটগল্পকার। তিনি কৌতুকমিশ্রিত গল্পের জন্য জনপ্রিয় ছিলেন। নামের মিল থাকলেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর তিনি কিন্তু আলাদা ব্যক্তি।
বিভূতিভূষণ মুখোপাধ্যায় ১৮৯৪ সালের ২৪ অক্টোবর ভারতের বিহারের দ্বারভাঙা জেলার পাণ্ডুল গ্রামে জন্মগ্রহণ করেন। দ্বারভাঙা রাজ স্কুল থেকে ম্যাট্রিক, রিপন কলেজ থেকে আইএ এবং পাটনা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন। তিনি কর্মজীবনে বৈচিত্র্যময় পেশা গ্রহণ করেছেন। বিভিন্ন স্কুলে শিক্ষকতা, ধনী পরিবারে গৃহশিক্ষকতা, দ্বারভাঙা-মহারাজের একান্ত সচিব এবং ‘ইন্ডিয়ান নেশন’ পত্রিকার ম্যানেজার পদে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষকতা করার পাশাপাশি লেখালেখি শুরু করেন বিভূতিভূষণ। এরপর ১৯৪২ সালে চাকরি ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে নিজেকে সাহিত্য সাধনায় নিয়োজিত করেন। লেখক হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটে ১৩২২ বঙ্গাব্দের ‘প্রবাসী’ পত্রিকার আষাঢ় সংখ্যায় প্রকাশিত ‘অবিচার’ গল্পটির মধ্য দিয়ে। তাঁর জনপ্রিয় উপন্যাস ‘নীলাঙ্গুরীয়’, কৌতুকধর্মী গল্পের বই ‘বরযাত্রী’। ‘বরযাত্রী’র ছয় বন্ধু গণশা, ঘোঁতনা, ত্রিলোচন, গোরাচাঁদ, রাজেন আর কে গুপ্ত সেই সময়ের পাঠকদের কাছে জনপ্রিয় চরিত্র ছিল। কৌতুক রসের এ রকম বই বাংলা সাহিত্যে বেশি নেই। কৌতুকধর্মী তাঁর আরও বিখ্যাত সৃষ্টি ‘রানু’ সিরিজের গল্পগুলো।
বিভূতিভূষণ জীবনের শেষ দিন পর্যন্ত লিখে গেছেন। ৯২ বছর বয়সেও তিনি উপন্যাস লিখেছেন। তাঁর সবশেষ উপন্যাস ‘সেই তীর্থে বরদ বঙ্গে’। শিশু-কিশোরদের জন্যও তিনি লিখেছেন। তিনি ‘ব ভ ম’ এবং ‘কশ্চিৎ প্রৌঢ়’ ছদ্মনামে লেখালেখি করেছেন।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ‘সর্গাদপী গরীয়সী’, ‘দুয়ার হতে অদূরে’, ‘কুশীপ্রাঙ্গণের চিঠি’, ‘একই পথের দুই প্রান্তে’, ‘অযাত্রার জয়যাত্রা’, ‘কৈলাশের পাঠরানী’, ‘দুষ্টুলক্ষ্মীদের গল্প’, ‘পোনুর চিঠি’, ‘কিশোর রচনাসম্ভার’ প্রভৃতি। লিখেছেন আত্মজীবনী—‘জীবন তীর্থ’।
১৯৮৭ সালের ৩০ জুলাই মৃত্যুবরণ করেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়।
বিভূতিভূষণ মুখোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের জনপ্রিয় ঔপন্যাসিক ও ছোটগল্পকার। তিনি কৌতুকমিশ্রিত গল্পের জন্য জনপ্রিয় ছিলেন। নামের মিল থাকলেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর তিনি কিন্তু আলাদা ব্যক্তি।
বিভূতিভূষণ মুখোপাধ্যায় ১৮৯৪ সালের ২৪ অক্টোবর ভারতের বিহারের দ্বারভাঙা জেলার পাণ্ডুল গ্রামে জন্মগ্রহণ করেন। দ্বারভাঙা রাজ স্কুল থেকে ম্যাট্রিক, রিপন কলেজ থেকে আইএ এবং পাটনা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন। তিনি কর্মজীবনে বৈচিত্র্যময় পেশা গ্রহণ করেছেন। বিভিন্ন স্কুলে শিক্ষকতা, ধনী পরিবারে গৃহশিক্ষকতা, দ্বারভাঙা-মহারাজের একান্ত সচিব এবং ‘ইন্ডিয়ান নেশন’ পত্রিকার ম্যানেজার পদে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষকতা করার পাশাপাশি লেখালেখি শুরু করেন বিভূতিভূষণ। এরপর ১৯৪২ সালে চাকরি ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে নিজেকে সাহিত্য সাধনায় নিয়োজিত করেন। লেখক হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটে ১৩২২ বঙ্গাব্দের ‘প্রবাসী’ পত্রিকার আষাঢ় সংখ্যায় প্রকাশিত ‘অবিচার’ গল্পটির মধ্য দিয়ে। তাঁর জনপ্রিয় উপন্যাস ‘নীলাঙ্গুরীয়’, কৌতুকধর্মী গল্পের বই ‘বরযাত্রী’। ‘বরযাত্রী’র ছয় বন্ধু গণশা, ঘোঁতনা, ত্রিলোচন, গোরাচাঁদ, রাজেন আর কে গুপ্ত সেই সময়ের পাঠকদের কাছে জনপ্রিয় চরিত্র ছিল। কৌতুক রসের এ রকম বই বাংলা সাহিত্যে বেশি নেই। কৌতুকধর্মী তাঁর আরও বিখ্যাত সৃষ্টি ‘রানু’ সিরিজের গল্পগুলো।
বিভূতিভূষণ জীবনের শেষ দিন পর্যন্ত লিখে গেছেন। ৯২ বছর বয়সেও তিনি উপন্যাস লিখেছেন। তাঁর সবশেষ উপন্যাস ‘সেই তীর্থে বরদ বঙ্গে’। শিশু-কিশোরদের জন্যও তিনি লিখেছেন। তিনি ‘ব ভ ম’ এবং ‘কশ্চিৎ প্রৌঢ়’ ছদ্মনামে লেখালেখি করেছেন।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ‘সর্গাদপী গরীয়সী’, ‘দুয়ার হতে অদূরে’, ‘কুশীপ্রাঙ্গণের চিঠি’, ‘একই পথের দুই প্রান্তে’, ‘অযাত্রার জয়যাত্রা’, ‘কৈলাশের পাঠরানী’, ‘দুষ্টুলক্ষ্মীদের গল্প’, ‘পোনুর চিঠি’, ‘কিশোর রচনাসম্ভার’ প্রভৃতি। লিখেছেন আত্মজীবনী—‘জীবন তীর্থ’।
১৯৮৭ সালের ৩০ জুলাই মৃত্যুবরণ করেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়।
বাংলাদেশের অ্যাংলিংকান সম্প্রদায় উপাসনার জন্য নির্মাণ করেছিল সেন্ট থমাস ক্যাথেড্রাল চার্চ। ১৮১৯ সালে শেষ হয় এর নির্মাণকাজ। ঢাকা কারাগারের কয়েদিরা নাকি এটির নির্মাণে শ্রম দিয়েছিল। কলকাতার বিশপ রেজিনাল্ড হেবার ১৮২৪ সালের ১০ জুলাই ঢাকায় এসে উদ্বোধন করেন লক্ষ্মীবাজারে অবস্থিত এই গির্জাটির।
৯ ঘণ্টা আগেআজ বিশ্ব নৃত্য দিবস। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর সহযোগী সংস্থা আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট-আইটিআই ১৯৮২ সালে ২৯ এপ্রিলকে বিশ্ব নৃত্য দিবস হিসেবে ঘোষণা করেন। মূলত নৃত্যশিল্পের বিকাশ ও বিশ্বব্যাপী নৃত্যপ্রেমীদের একত্রিত করাই এই দিবসের মূল উদ্দেশ্য। ২৯ এপ্রিল আধুনিক
১ দিন আগেদুপুরের খাবারের বিরতির পর তাঁরা আবার কাজ শুরু করেন। সন্ধ্যা ৭টায় কাজ শেষ হলে সিপির চীনা ও আইরিশ শ্রমিকেরা এক দিনে ১০ মাইল ৫৬ ফুট (১৬.১১১ কিলোমিটার) রেলপথ বসানোর অনন্য রেকর্ড গড়েন।
২ দিন আগেআলীর এই সিদ্ধান্তে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র। কেউ কেউ আলীর অবস্থানের প্রশংসা করেন, আবার কেউ কেউ তাঁকে আখ্যায়িত করেন বিশ্বাসঘাতক। তাঁকে বক্সিং রিংয়ে নিষিদ্ধ করা হয়, কেড়ে নেওয়া হয় অর্জিত শিরোপা। এমনকি তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে ফেডারেল সরকারের বিচার বিভাগ।
২ দিন আগে