সুপ্রিয় সিকদার
আগামী বছরের জানুয়ারির ৭ তারিখে বিয়ের কথা ছিল। সবকিছু ঠিকঠাক। কনেপক্ষ-বরপক্ষও দেখাদেখি শেষ। বাকি শুধু ঘটা করে ‘কবুল’ বলা। তবে...
৩ ডিসেম্বর (শুক্রবার) ফাহিরের কুমিল্লার মুরাদনগরের বাড়িতে এসেছিল কনেপক্ষ। অফিসের বারণ সত্ত্বেও ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে ছুটে গিয়েছিল ডে অফের দিনে। ‘স্নো-পাউডার’ মাখিয়ে আমাদের ফাহিরকে পাত্র সাজিয়ে হাজির করা হয়েছিল কনেপক্ষের সামনে। সবই ফাহিরের মুখের গল্পে শোনা। আর এই গল্প শুনতে শুনতে খিলখিলিয়ে পড়ে যাচ্ছিলাম আমরা অফিসের সহকর্মীরা।
যে ছেলে নিজে ঘুমালে দিনরাতের হুঁশ থাকে না, বাইক কোথাও রেখে গেলে চাবি নিতে মনে থাকে না, রাস্তার ওপর বাইক পার্ক করে বাসায় চলে আসার পরও মনে পড়ে না যে, বাইক তো আনিনি; সেই ছেলেকে যদি স্নো-পাউডার দিয়ে সাজিয়ে পাত্র হিসেবে উপস্থিত করা হয়, তাহলে কার না হাসি আসে!
শুক্রবারের (৩ ডিসেম্বর) পর থেকেই ফাহিরের মধ্যে একধরনের উচ্ছলতা দেখছিলাম। বিয়েতে এই করবে, সেই করবে; কত কী!
এরপর একদিন দুপুরে অফিসের ক্যানটিনে খাচ্ছি আমরা। ফাহির বলল, ‘ভাই, অনলাইনে চাকরি করি। জানি, সবাই বিয়েতে যেতে পারবে না; কিন্তু আপনি অবশ্যই বাইক নিয়ে চলে যাবেন। ইলিয়টগঞ্জ দিয়ে মুরাদনগরের রাস্তায় ঢুকবেন, প্রায় ৩০ কিলোমিটার জার্নি কমে যাবে আপনার।’ বললাম, ‘যাব। বাইকে না হলেও গাড়ি নিয়ে যাব; একা না, কয়েকজন নিয়েই যাব।’ বলেছিলাম, ‘আমি তো গরু খাই না, আমার জন্য কিন্তু আনলিমিটেড খাসির মাংস থাকতে হবে।’ থাকবে বলে কথা দিয়েছিল।
ডিসেম্বর মাসে ছুটির আমেজ থাকে সব অফিসেই। আমাদেরও বাদ যায়নি। কেউ প্রয়োজনে, আর কেউ-বা ঘুরতে ছুটিতে আছে। ফাহির এই নিয়ে কত চিন্তায়; কবে সবাই ফিরবে আর ও লম্বা ছুটিতে যাবে। একদিন বললাম, ‘বিয়ে করতে লম্বা ছুটি লাগে নাকি ব্যাডা? যাইবি আর কবুল কইয়া চলে আইবি।’ উত্তরে ফাহির বলল, ‘ভাই বিয়া কইরাই আগে ঘুরতে যাব। ছুটি লম্বা লাগবেই।’ লম্বা ছুটি ফাহির নিয়েছে ঠিকই তবে...
গতকাল শনিবার (১১ ডিসেম্বর) আমাকে অফিস টাইমের ঘণ্টাখানেক আগে আসতে বলেছিল ফাহির। বিয়ের কেনাকাটা করবে। আমি আড়াইটার দিকে অফিসে এলাম, নিচে নেমে ফাহির নিজের বাইক বের করে আমার বাইক পার্ক করে রাখল। বলল, ‘চলেন কফি খাই।’ কফি খেলাম, আড্ডা দিলাম। এর মধ্যে ওর বাগ্দত্তার ফোন—ঠিক হলো কখন কীভাবে তারা শপিংয়ে যাবে। ফাহির চলে গেল ওর বাসায়। আমি অফিসে।
ঘণ্টাখানেক পর চিফ রিপোর্টার রাশেদ ভাই ও ব্যবস্থাপনা সম্পাদক কামরুল ভাইয়ের ফোন। ‘ফাহির নেই...’
অকস্মাৎ হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফাহিরের মৃত্যু হয়। মোহাম্মদপুরের বাসায় ফেরার পর অসুস্থ হয়ে পড়ে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ফাহিরকে ফেরানো যায়নি।
জলজ্যান্ত মানুষটা কয়েক মিনিটে ছবি হয়ে গেল। বিয়ের অছিলায় চিনিয়ে দেওয়া ওর রাস্তাতেই আজ রোববার বন্ধু, সহকর্মীরা মিলে ফাহিরকে কবর দিয়ে এলাম। শেষবারের মতো ওর মুখটা দেখে এলাম। আর কখনো দেখা হবে না, আড্ডা হবে না।
ফাহির কখনো বলবে না, ভাই টু-লেট দেখলে বইলেন, একটা পিৎজা বা ভালো চায়ের দোকান দেব।
ভালো থাকিস ফাহির, কোনো ভুল থাকলে মাফ করিস।
আগামী বছরের জানুয়ারির ৭ তারিখে বিয়ের কথা ছিল। সবকিছু ঠিকঠাক। কনেপক্ষ-বরপক্ষও দেখাদেখি শেষ। বাকি শুধু ঘটা করে ‘কবুল’ বলা। তবে...
৩ ডিসেম্বর (শুক্রবার) ফাহিরের কুমিল্লার মুরাদনগরের বাড়িতে এসেছিল কনেপক্ষ। অফিসের বারণ সত্ত্বেও ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে ছুটে গিয়েছিল ডে অফের দিনে। ‘স্নো-পাউডার’ মাখিয়ে আমাদের ফাহিরকে পাত্র সাজিয়ে হাজির করা হয়েছিল কনেপক্ষের সামনে। সবই ফাহিরের মুখের গল্পে শোনা। আর এই গল্প শুনতে শুনতে খিলখিলিয়ে পড়ে যাচ্ছিলাম আমরা অফিসের সহকর্মীরা।
যে ছেলে নিজে ঘুমালে দিনরাতের হুঁশ থাকে না, বাইক কোথাও রেখে গেলে চাবি নিতে মনে থাকে না, রাস্তার ওপর বাইক পার্ক করে বাসায় চলে আসার পরও মনে পড়ে না যে, বাইক তো আনিনি; সেই ছেলেকে যদি স্নো-পাউডার দিয়ে সাজিয়ে পাত্র হিসেবে উপস্থিত করা হয়, তাহলে কার না হাসি আসে!
শুক্রবারের (৩ ডিসেম্বর) পর থেকেই ফাহিরের মধ্যে একধরনের উচ্ছলতা দেখছিলাম। বিয়েতে এই করবে, সেই করবে; কত কী!
এরপর একদিন দুপুরে অফিসের ক্যানটিনে খাচ্ছি আমরা। ফাহির বলল, ‘ভাই, অনলাইনে চাকরি করি। জানি, সবাই বিয়েতে যেতে পারবে না; কিন্তু আপনি অবশ্যই বাইক নিয়ে চলে যাবেন। ইলিয়টগঞ্জ দিয়ে মুরাদনগরের রাস্তায় ঢুকবেন, প্রায় ৩০ কিলোমিটার জার্নি কমে যাবে আপনার।’ বললাম, ‘যাব। বাইকে না হলেও গাড়ি নিয়ে যাব; একা না, কয়েকজন নিয়েই যাব।’ বলেছিলাম, ‘আমি তো গরু খাই না, আমার জন্য কিন্তু আনলিমিটেড খাসির মাংস থাকতে হবে।’ থাকবে বলে কথা দিয়েছিল।
ডিসেম্বর মাসে ছুটির আমেজ থাকে সব অফিসেই। আমাদেরও বাদ যায়নি। কেউ প্রয়োজনে, আর কেউ-বা ঘুরতে ছুটিতে আছে। ফাহির এই নিয়ে কত চিন্তায়; কবে সবাই ফিরবে আর ও লম্বা ছুটিতে যাবে। একদিন বললাম, ‘বিয়ে করতে লম্বা ছুটি লাগে নাকি ব্যাডা? যাইবি আর কবুল কইয়া চলে আইবি।’ উত্তরে ফাহির বলল, ‘ভাই বিয়া কইরাই আগে ঘুরতে যাব। ছুটি লম্বা লাগবেই।’ লম্বা ছুটি ফাহির নিয়েছে ঠিকই তবে...
গতকাল শনিবার (১১ ডিসেম্বর) আমাকে অফিস টাইমের ঘণ্টাখানেক আগে আসতে বলেছিল ফাহির। বিয়ের কেনাকাটা করবে। আমি আড়াইটার দিকে অফিসে এলাম, নিচে নেমে ফাহির নিজের বাইক বের করে আমার বাইক পার্ক করে রাখল। বলল, ‘চলেন কফি খাই।’ কফি খেলাম, আড্ডা দিলাম। এর মধ্যে ওর বাগ্দত্তার ফোন—ঠিক হলো কখন কীভাবে তারা শপিংয়ে যাবে। ফাহির চলে গেল ওর বাসায়। আমি অফিসে।
ঘণ্টাখানেক পর চিফ রিপোর্টার রাশেদ ভাই ও ব্যবস্থাপনা সম্পাদক কামরুল ভাইয়ের ফোন। ‘ফাহির নেই...’
অকস্মাৎ হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফাহিরের মৃত্যু হয়। মোহাম্মদপুরের বাসায় ফেরার পর অসুস্থ হয়ে পড়ে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ফাহিরকে ফেরানো যায়নি।
জলজ্যান্ত মানুষটা কয়েক মিনিটে ছবি হয়ে গেল। বিয়ের অছিলায় চিনিয়ে দেওয়া ওর রাস্তাতেই আজ রোববার বন্ধু, সহকর্মীরা মিলে ফাহিরকে কবর দিয়ে এলাম। শেষবারের মতো ওর মুখটা দেখে এলাম। আর কখনো দেখা হবে না, আড্ডা হবে না।
ফাহির কখনো বলবে না, ভাই টু-লেট দেখলে বইলেন, একটা পিৎজা বা ভালো চায়ের দোকান দেব।
ভালো থাকিস ফাহির, কোনো ভুল থাকলে মাফ করিস।
আমাদের এলাকায় ভাষা আন্দোলনের ধাক্কাটা তীব্রভাবে লাগলো। ভাষা আন্দোলনের একজন নেতা হলেন প্রিন্সিপাল কাশেম।... তারপরে ধরো এই কমিউনিস্ট আন্দোলন, আমাদের ওখানে তখন বড় বড় নেতা যেমন আহসাব উদ্দীন সাহেব, ওখানে মিটিং করতে আসতেন। সুধাংশু বিমল দত্তের বাড়ি আমাদের বাড়ি থেকে দু’মাইল তিন মাইল দূরে।
৫ ঘণ্টা আগেএটি একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যা গ্রিসের রাজধানী এথেন্সে অবস্থিত। এথেন্সের অ্যাক্রোপোলিস এলাকার প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে পাওয়া নিদর্শনগুলো নিয়েই এটি গড়ে উঠেছে। এই জাদুঘরটি নির্মিত হয়েছে অ্যাক্রোপোলিস শিলা এবং তার চারপাশের ঢাল থেকে সংগৃহীত প্রতিটি নিদর্শন সংরক্ষণের জন্য।
১ দিন আগে১৮৬২ সালের ২০ মে ওয়ারশে ন্যাশনাল মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়। প্রথমে ‘মিউজিয়াম অব ফাইন আর্টস, ওয়ারশ’ নামে। ১৯১৬ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘ন্যাশনাল মিউজিয়াম, ওয়ারশ’। বর্তমানে সংগ্রহ রাখা আছে জেরুজালেম অ্যাভিনিউয়ে, স্থপতি তাদেউশ তোলভিনস্কির নকশায় নির্মিত ভবনে। নতুন ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন...
৬ দিন আগেহ্যাঁ, আমি ভেবেচিন্তেই ফিরে এলাম। ফিরে যে আসব, সে চিন্তা আমার সব সময়ই ছিল। [বিদেশে] থাকবার ইচ্ছা আমার কখনোই ছিল না। ওটা তো আমার কাজের জায়গা না। তা ছাড়া, আগেই বলেছি, বাচ্চাদের স্কুল নিয়ে আমার নানা রকম চিন্তা ছিল। বাচ্চাদের এবং গ্রামের সাধারণ মানুষের এসথেটিক সেন্স ডেভেলপ করবে, এ রকম একটা...
৭ দিন আগে