শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছিলেন গোয়েন্দা গল্পলেখক। তিনি চিত্রনাট্যকার হিসেবেও খ্যাতি পেয়েছিলেন। বাংলা সাহিত্যে তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী আজও জনপ্রিয়তার শীর্ষে।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৮৯৯ সালের ৩০ মার্চ উত্তর প্রদেশের জৌনপুর শহরে। আদি নিবাস ছিল উত্তর কলকাতার বরানগর কুঠিঘাট অঞ্চলে। স্কুলজীবন কেটেছে মুঙ্গেরে। ম্যাট্রিক পাস করে কলকাতায় এসে বিদ্যাসাগর কলেজ থেকে আইএ এবং বিএ পাস করেন। এরপর বিহারের পাটনায় আইন নিয়ে পড়াশোনা করতে যান। আইন পাস করে ওকালতি শুরু করলেও কিছুদিন পর ছেড়ে দেন।
১৯৩৮ সালে তিনি পাটনা ছেড়ে মুম্বাই গিয়ে চিত্রনাট্যকার হিসেবে কাজ শুরু করেন। ‘ভাবী’, ‘বচন’, ‘দুর্গা’, ‘কঙ্গন’, ‘নবজীবন’, ‘আজাদ’, ‘পুনর্মিলন’—এসব সিনেমার গল্প লিখেছিলেন তিনি। কিছুদিন পর আবার সেখান থেকে পুনে চলে গিয়ে পুরোপুরি সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন।
১৯৩২ সালে তিনি সৃষ্টি করেন জনপ্রিয় চরিত্র ‘ব্যোমকেশ বক্সী’। ‘পথের কাঁটা’ উপন্যাসে ব্যোমকেশের আত্মপ্রকাশ। ব্যোমকেশ একজন গোয়েন্দা, নিজেকে সত্যান্বেষী বলে পরিচয় দিতে পছন্দ করে। গল্প-উপন্যাস মিলিয়ে ব্যোমকেশ-কাহিনি মোট ৩২টি। শরদিন্দুর ঐতিহাসিক উপন্যাসগুলোর মধ্যে অন্যতম হলো কালের মন্দিরা, গৌড়মল্লার, তুমি সন্ধ্যার মেঘ, কুমারসম্ভবের কবি, তুঙ্গভদ্রার তীরে।
জাতিস্মর, ব্যুমেরাং, চুয়াচন্দন-এর মতো গল্পসংকলনও উল্লেখযোগ্য। শিশুসাহিত্য রচনাতেও পারদর্শী ছিলেন শরদিন্দু। মারাঠা বীর শিবাজীর অভিযানের কাহিনি নিয়ে তিনি লিখেছেন ‘সদাশিব’।
১৯৩৬ সালে রবীন্দ্রজয়ন্তীতে রেডিওতে লেখকদের নিয়ে ‘বৈকুন্ঠের খাতা’য় কেদারের চরিত্রে অভিনয়ও করেছিলেন তিনি। পরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সঙ্গেও অভিনয় করেছিলেন।
শরদিন্দুর ব্যোমকেশ-কাহিনি নিয়ে ‘চিড়িয়াখানা’ চলচ্চিত্র তৈরি করেছেন প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায়। এতে অভিনয় করেছিলেন উত্তমকুমার। হাল আমলেও ব্যোমকেশকে নিয়ে নির্মিত হয়েছে বাংলা-হিন্দি নাটক-সিনেমা। সত্যজিৎ রায়ের ‘ঝিন্দের বন্দী’, তরুণ মজুমদারের ‘দাদার কীর্তি’র মতো বিখ্যাত সিনেমাগুলো শরদিন্দুর রচনা থেকেই নির্মাণ করা হয়েছিল।
তিনি ১৯৭০ সালের ২২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছিলেন গোয়েন্দা গল্পলেখক। তিনি চিত্রনাট্যকার হিসেবেও খ্যাতি পেয়েছিলেন। বাংলা সাহিত্যে তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী আজও জনপ্রিয়তার শীর্ষে।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৮৯৯ সালের ৩০ মার্চ উত্তর প্রদেশের জৌনপুর শহরে। আদি নিবাস ছিল উত্তর কলকাতার বরানগর কুঠিঘাট অঞ্চলে। স্কুলজীবন কেটেছে মুঙ্গেরে। ম্যাট্রিক পাস করে কলকাতায় এসে বিদ্যাসাগর কলেজ থেকে আইএ এবং বিএ পাস করেন। এরপর বিহারের পাটনায় আইন নিয়ে পড়াশোনা করতে যান। আইন পাস করে ওকালতি শুরু করলেও কিছুদিন পর ছেড়ে দেন।
১৯৩৮ সালে তিনি পাটনা ছেড়ে মুম্বাই গিয়ে চিত্রনাট্যকার হিসেবে কাজ শুরু করেন। ‘ভাবী’, ‘বচন’, ‘দুর্গা’, ‘কঙ্গন’, ‘নবজীবন’, ‘আজাদ’, ‘পুনর্মিলন’—এসব সিনেমার গল্প লিখেছিলেন তিনি। কিছুদিন পর আবার সেখান থেকে পুনে চলে গিয়ে পুরোপুরি সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন।
১৯৩২ সালে তিনি সৃষ্টি করেন জনপ্রিয় চরিত্র ‘ব্যোমকেশ বক্সী’। ‘পথের কাঁটা’ উপন্যাসে ব্যোমকেশের আত্মপ্রকাশ। ব্যোমকেশ একজন গোয়েন্দা, নিজেকে সত্যান্বেষী বলে পরিচয় দিতে পছন্দ করে। গল্প-উপন্যাস মিলিয়ে ব্যোমকেশ-কাহিনি মোট ৩২টি। শরদিন্দুর ঐতিহাসিক উপন্যাসগুলোর মধ্যে অন্যতম হলো কালের মন্দিরা, গৌড়মল্লার, তুমি সন্ধ্যার মেঘ, কুমারসম্ভবের কবি, তুঙ্গভদ্রার তীরে।
জাতিস্মর, ব্যুমেরাং, চুয়াচন্দন-এর মতো গল্পসংকলনও উল্লেখযোগ্য। শিশুসাহিত্য রচনাতেও পারদর্শী ছিলেন শরদিন্দু। মারাঠা বীর শিবাজীর অভিযানের কাহিনি নিয়ে তিনি লিখেছেন ‘সদাশিব’।
১৯৩৬ সালে রবীন্দ্রজয়ন্তীতে রেডিওতে লেখকদের নিয়ে ‘বৈকুন্ঠের খাতা’য় কেদারের চরিত্রে অভিনয়ও করেছিলেন তিনি। পরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সঙ্গেও অভিনয় করেছিলেন।
শরদিন্দুর ব্যোমকেশ-কাহিনি নিয়ে ‘চিড়িয়াখানা’ চলচ্চিত্র তৈরি করেছেন প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায়। এতে অভিনয় করেছিলেন উত্তমকুমার। হাল আমলেও ব্যোমকেশকে নিয়ে নির্মিত হয়েছে বাংলা-হিন্দি নাটক-সিনেমা। সত্যজিৎ রায়ের ‘ঝিন্দের বন্দী’, তরুণ মজুমদারের ‘দাদার কীর্তি’র মতো বিখ্যাত সিনেমাগুলো শরদিন্দুর রচনা থেকেই নির্মাণ করা হয়েছিল।
তিনি ১৯৭০ সালের ২২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের অ্যাংলিংকান সম্প্রদায় উপাসনার জন্য নির্মাণ করেছিল সেন্ট থমাস ক্যাথেড্রাল চার্চ। ১৮১৯ সালে শেষ হয় এর নির্মাণকাজ। ঢাকা কারাগারের কয়েদিরা নাকি এটির নির্মাণে শ্রম দিয়েছিল। কলকাতার বিশপ রেজিনাল্ড হেবার ১৮২৪ সালের ১০ জুলাই ঢাকায় এসে উদ্বোধন করেন লক্ষ্মীবাজারে অবস্থিত এই গির্জাটির।
১৫ ঘণ্টা আগেআজ বিশ্ব নৃত্য দিবস। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর সহযোগী সংস্থা আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট-আইটিআই ১৯৮২ সালে ২৯ এপ্রিলকে বিশ্ব নৃত্য দিবস হিসেবে ঘোষণা করেন। মূলত নৃত্যশিল্পের বিকাশ ও বিশ্বব্যাপী নৃত্যপ্রেমীদের একত্রিত করাই এই দিবসের মূল উদ্দেশ্য। ২৯ এপ্রিল আধুনিক
১ দিন আগেদুপুরের খাবারের বিরতির পর তাঁরা আবার কাজ শুরু করেন। সন্ধ্যা ৭টায় কাজ শেষ হলে সিপির চীনা ও আইরিশ শ্রমিকেরা এক দিনে ১০ মাইল ৫৬ ফুট (১৬.১১১ কিলোমিটার) রেলপথ বসানোর অনন্য রেকর্ড গড়েন।
২ দিন আগেআলীর এই সিদ্ধান্তে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র। কেউ কেউ আলীর অবস্থানের প্রশংসা করেন, আবার কেউ কেউ তাঁকে আখ্যায়িত করেন বিশ্বাসঘাতক। তাঁকে বক্সিং রিংয়ে নিষিদ্ধ করা হয়, কেড়ে নেওয়া হয় অর্জিত শিরোপা। এমনকি তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে ফেডারেল সরকারের বিচার বিভাগ।
২ দিন আগে