সম্পাদকীয়
ঢাকায় মুসলিম সাহিত্য সমাজের দ্বিতীয় বার্ষিক সম্মেলন হয়েছিল ১৯২৮ সালে। সেবার সেই সম্মেলনের অতিথি হয়ে এসেছিলেন নজরুল। উঠেছিলেন বন্ধু কাজী মোতাহার হোসেনের বাড়ি বর্ধমান হাউসে। সে সময়ই ফজিলাতুন্নেসার সঙ্গে পরিচয় হয় নজরুলের। নজরুল তখন হাত দেখায় পারদর্শী হয়ে উঠেছেন। ফজিলাতুন্নেসার হাতও দেখেছিলেন তিনি।
ফজিলাতুন্নেসা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী। নজরুল প্রায় আধঘণ্টা ধরে গভীর মনোযোগ দিয়ে ফজিলাতুন্নেসার হাত দেখেছিলেন। হাতের মস্তিষ্করেখা, জীবনরেখা, হৃদয়রেখাসহ নানা রেখা দেখলেন নজরুল। সঙ্গে সঙ্গে ফলাফল নির্ণয় করতে পারলেন না। একজন জ্যোতিষীর মতো সূর্য-চন্দ্রের সঙ্গে সম্বন্ধযুক্ত তারাদের অবস্থান টুকে নিলেন। রাতে বিশদভাবে পরীক্ষা করবেন বলে জানালেন।
এরপর ঘটল এক রহস্যময় ঘটনা। রাতে খাওয়ার পর কাজী মোতাহার হোসেন ঘুমিয়ে পড়েছিলেন। ভোর হওয়ার আগে ঘুম ভেঙে গেলে দেখলেন, পাশে নজরুল নেই। কোথায় গেলেন তিনি? সকালে নাশতা খাওয়ার সময় নজরুল ফিরে এসে এক অদ্ভুত গল্প শোনালেন। নজরুল বললেন, রাতে ঘুমিয়ে তিনি এক জ্যোতির্ময় নারীকে দেখেছিলেন। তাঁকে অনুসরণ করতে শুরু করায় সেই নারী একটি আলোর রশ্মিতে পরিণত হলেন। বিস্ময় ও কৌতূহল নিয়ে নজরুল সেদিকে এগিয়ে গেলেন। সেই আলোকরশ্মি নজরুলকে নিয়ে গেল ফজিলাতুন্নেসার ঘরে। ফজিলাতুন্নেসা ঘরের দরজা খুলে কবিকে অভ্যর্থনা জানালেন। কবি প্রেম নিবেদন করলেন, ফজিলাতুন্নেসা তা প্রত্যাখ্যান করলেন।
এই রহস্যময় স্বপ্ন থেকে প্রকৃত ঘটনা আজও উদ্ধার হয়নি। তবে কবি সে রাতে ফজিলাতুন্নেসার ঘরে গিয়েছিলেন বলেই মনে হয়। কারণ, ফজিলাতুন্নেসার গলার লম্বা মটরমালার হারটা ছিঁড়ে দুখান হয়ে গিয়েছিল। অত্যন্ত জোরাজুরি করা না হলে এই হার ছিঁড়ে যাওয়ার কথা নয়।
ফজিলাতুন্নেসা যে কবির ওপর চটেছিলেন এবং কখনোই তাঁকে ক্ষমা করেননি, তা তাঁর পরবর্তী আচরণ থেকেই বোঝা যায়। কবি ‘সঞ্চিতা’ উৎসর্গ করতে চেয়েছিলেন ফজিলাতুন্নেসাকে। প্রত্যাখ্যাত হয়ে পরে তা রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন নজরুল।
সূত্র: কাজী মোতাহার হোসেন, আত্মস্মৃতি, পৃষ্ঠা ১১৩-১১৪
ঢাকায় মুসলিম সাহিত্য সমাজের দ্বিতীয় বার্ষিক সম্মেলন হয়েছিল ১৯২৮ সালে। সেবার সেই সম্মেলনের অতিথি হয়ে এসেছিলেন নজরুল। উঠেছিলেন বন্ধু কাজী মোতাহার হোসেনের বাড়ি বর্ধমান হাউসে। সে সময়ই ফজিলাতুন্নেসার সঙ্গে পরিচয় হয় নজরুলের। নজরুল তখন হাত দেখায় পারদর্শী হয়ে উঠেছেন। ফজিলাতুন্নেসার হাতও দেখেছিলেন তিনি।
ফজিলাতুন্নেসা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী। নজরুল প্রায় আধঘণ্টা ধরে গভীর মনোযোগ দিয়ে ফজিলাতুন্নেসার হাত দেখেছিলেন। হাতের মস্তিষ্করেখা, জীবনরেখা, হৃদয়রেখাসহ নানা রেখা দেখলেন নজরুল। সঙ্গে সঙ্গে ফলাফল নির্ণয় করতে পারলেন না। একজন জ্যোতিষীর মতো সূর্য-চন্দ্রের সঙ্গে সম্বন্ধযুক্ত তারাদের অবস্থান টুকে নিলেন। রাতে বিশদভাবে পরীক্ষা করবেন বলে জানালেন।
এরপর ঘটল এক রহস্যময় ঘটনা। রাতে খাওয়ার পর কাজী মোতাহার হোসেন ঘুমিয়ে পড়েছিলেন। ভোর হওয়ার আগে ঘুম ভেঙে গেলে দেখলেন, পাশে নজরুল নেই। কোথায় গেলেন তিনি? সকালে নাশতা খাওয়ার সময় নজরুল ফিরে এসে এক অদ্ভুত গল্প শোনালেন। নজরুল বললেন, রাতে ঘুমিয়ে তিনি এক জ্যোতির্ময় নারীকে দেখেছিলেন। তাঁকে অনুসরণ করতে শুরু করায় সেই নারী একটি আলোর রশ্মিতে পরিণত হলেন। বিস্ময় ও কৌতূহল নিয়ে নজরুল সেদিকে এগিয়ে গেলেন। সেই আলোকরশ্মি নজরুলকে নিয়ে গেল ফজিলাতুন্নেসার ঘরে। ফজিলাতুন্নেসা ঘরের দরজা খুলে কবিকে অভ্যর্থনা জানালেন। কবি প্রেম নিবেদন করলেন, ফজিলাতুন্নেসা তা প্রত্যাখ্যান করলেন।
এই রহস্যময় স্বপ্ন থেকে প্রকৃত ঘটনা আজও উদ্ধার হয়নি। তবে কবি সে রাতে ফজিলাতুন্নেসার ঘরে গিয়েছিলেন বলেই মনে হয়। কারণ, ফজিলাতুন্নেসার গলার লম্বা মটরমালার হারটা ছিঁড়ে দুখান হয়ে গিয়েছিল। অত্যন্ত জোরাজুরি করা না হলে এই হার ছিঁড়ে যাওয়ার কথা নয়।
ফজিলাতুন্নেসা যে কবির ওপর চটেছিলেন এবং কখনোই তাঁকে ক্ষমা করেননি, তা তাঁর পরবর্তী আচরণ থেকেই বোঝা যায়। কবি ‘সঞ্চিতা’ উৎসর্গ করতে চেয়েছিলেন ফজিলাতুন্নেসাকে। প্রত্যাখ্যাত হয়ে পরে তা রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন নজরুল।
সূত্র: কাজী মোতাহার হোসেন, আত্মস্মৃতি, পৃষ্ঠা ১১৩-১১৪
একটি ছোট পার্টি, একটি সাধারণ কমিউনিটি রুম এবং এক যুবক—১৫২০ সেডগউইক অ্যাভিনিউ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকা তখন জানত না, যে এক রাতের অনুষ্ঠানই বিশ্বসংগীতের ইতিহাস বদলে দেবে। ১৯৭৩ সালের আজকের এই দিনে (১১ আগস্ট), যখন স্কুলফেরত কিছু কিশোর-তরুণীরা জমে উঠেছিল...
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টকে বলা হয় দেশটির বৃহত্তম শিল্প জাদুঘর। আর বিশ্বে তৃতীয় বৃহত্তম। সংক্ষেপে জাদুঘরটি ‘দ্য মেট’ নামেও পরিচিত। ১৫৫ বছর পুরোনো এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৮৭০ সালে।
৫ দিন আগেবাংলা বর্ষার দ্বিতীয় মাস শ্রাবণ। বাতাসে আর্দ্রতা, আকাশে ঘনঘোর মেঘ, আর রিমঝিম শব্দে প্রকৃতির নীরব সংগীত। এই শ্রাবণেই, ১৩৪৮ বঙ্গাব্দের ২২ তারিখ, আমাদের ছেড়ে গিয়েছিলেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি, বিশ্বকবি, রবীন্দ্রনাথ ঠাকুর। সেই থেকে ২২ শ্রাবণ বাঙালির জন্য শুধু এক প্রাকৃতিক ঋতুর উপলব্ধি নয়—এ এক স্মরণ,
৬ দিন আগেযুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটি বিশ্বের অন্যতম প্রাকৃতিক ইতিহাসভিত্তিক জাদুঘর। এটি উদ্বোধন করা হয় ১৮৮১ সালে। ১৭৫৩ সালের দিকে বিজ্ঞানী স্যার হ্যান্স স্লোয়েনের সংগ্রহ দিয়ে যাত্রা শুরু হয় ব্রিটিশ মিউজিয়ামের। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ছিল ব্রিটিশ মিউজিয়ামেরই অংশ।
৬ দিন আগে