সম্পাদকীয়
আবদুল মতিন চৌধুরী ছিলেন পদার্থবিদ, শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।
তাঁর জন্ম ১৯২১ সালের ১ মে লক্ষ্মীপুর জেলার নন্দনপুর গ্রামে। ১৯৩৭ সালে নোয়াখালীর অরুণচন্দ্র হাইস্কুল থেকে প্রবেশিকা এবং ১৯৩৯ সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএসসি পাস করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণিসহ স্নাতক এবং একই বিষয়ে প্রথম শ্রেণি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। থিসিস গ্রুপে তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অধ্যাপক এবং খ্যাতনামা পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু।
আবদুল মতিন চৌধুরী ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে গবেষণা শুরু করেন এবং এখান থেকে ১৯৪৯ সালে বায়ুমণ্ডলীয় পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে এসে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে রিডার (প্রশিক্ষক) হিসেবে নিযুক্ত হন। ১৯৫৬ সালে সরকারি বৃত্তি নিয়ে তিনি যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ‘এক্স-রে ক্রিস্টালোগ্রাফি’ বিষয়ে দ্বিতীয়বার পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১৯৬২ সালে তিনি পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক পদে উন্নীত হন এবং ওই বছর থেকে ১৯৬৭ সাল পর্যন্ত বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি পাকিস্তান আণবিক শক্তি কমিশনের সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান বিজ্ঞানী এবং রাষ্ট্রপতির বিজ্ঞান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এশীয় অঞ্চলের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বাছাই কমিটির সদস্য ছিলেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানে আটক জীবনযাপন করেন আবদুল মতিন। স্বাধীনতার পর তিনি দেশে ফিরে এসে ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ‘সত্যেন বোস’ চেয়ার প্রতিষ্ঠার পর তাঁকে সম্মানসূচক ‘বোস অধ্যাপক’ পদ প্রদান করা হয়। ১৯৭৮ সালে তিনি ‘বঙ্গবন্ধু পরিষদ’ গঠন করেন।
১৯৮১ সালের ২৪ জুন মৃত্যুবরণ করেন এই শিক্ষাবিদ।
আবদুল মতিন চৌধুরী ছিলেন পদার্থবিদ, শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।
তাঁর জন্ম ১৯২১ সালের ১ মে লক্ষ্মীপুর জেলার নন্দনপুর গ্রামে। ১৯৩৭ সালে নোয়াখালীর অরুণচন্দ্র হাইস্কুল থেকে প্রবেশিকা এবং ১৯৩৯ সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএসসি পাস করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণিসহ স্নাতক এবং একই বিষয়ে প্রথম শ্রেণি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। থিসিস গ্রুপে তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অধ্যাপক এবং খ্যাতনামা পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু।
আবদুল মতিন চৌধুরী ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে গবেষণা শুরু করেন এবং এখান থেকে ১৯৪৯ সালে বায়ুমণ্ডলীয় পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে এসে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে রিডার (প্রশিক্ষক) হিসেবে নিযুক্ত হন। ১৯৫৬ সালে সরকারি বৃত্তি নিয়ে তিনি যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ‘এক্স-রে ক্রিস্টালোগ্রাফি’ বিষয়ে দ্বিতীয়বার পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১৯৬২ সালে তিনি পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক পদে উন্নীত হন এবং ওই বছর থেকে ১৯৬৭ সাল পর্যন্ত বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি পাকিস্তান আণবিক শক্তি কমিশনের সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান বিজ্ঞানী এবং রাষ্ট্রপতির বিজ্ঞান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এশীয় অঞ্চলের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বাছাই কমিটির সদস্য ছিলেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানে আটক জীবনযাপন করেন আবদুল মতিন। স্বাধীনতার পর তিনি দেশে ফিরে এসে ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ‘সত্যেন বোস’ চেয়ার প্রতিষ্ঠার পর তাঁকে সম্মানসূচক ‘বোস অধ্যাপক’ পদ প্রদান করা হয়। ১৯৭৮ সালে তিনি ‘বঙ্গবন্ধু পরিষদ’ গঠন করেন।
১৯৮১ সালের ২৪ জুন মৃত্যুবরণ করেন এই শিক্ষাবিদ।
বাংলাদেশের অ্যাংলিংকান সম্প্রদায় উপাসনার জন্য নির্মাণ করেছিল সেন্ট থমাস ক্যাথেড্রাল চার্চ। ১৮১৯ সালে শেষ হয় এর নির্মাণকাজ। ঢাকা কারাগারের কয়েদিরা নাকি এটির নির্মাণে শ্রম দিয়েছিল। কলকাতার বিশপ রেজিনাল্ড হেবার ১৮২৪ সালের ১০ জুলাই ঢাকায় এসে উদ্বোধন করেন লক্ষ্মীবাজারে অবস্থিত এই গির্জাটির।
২০ ঘণ্টা আগেআজ বিশ্ব নৃত্য দিবস। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর সহযোগী সংস্থা আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট-আইটিআই ১৯৮২ সালে ২৯ এপ্রিলকে বিশ্ব নৃত্য দিবস হিসেবে ঘোষণা করেন। মূলত নৃত্যশিল্পের বিকাশ ও বিশ্বব্যাপী নৃত্যপ্রেমীদের একত্রিত করাই এই দিবসের মূল উদ্দেশ্য। ২৯ এপ্রিল আধুনিক
১ দিন আগেদুপুরের খাবারের বিরতির পর তাঁরা আবার কাজ শুরু করেন। সন্ধ্যা ৭টায় কাজ শেষ হলে সিপির চীনা ও আইরিশ শ্রমিকেরা এক দিনে ১০ মাইল ৫৬ ফুট (১৬.১১১ কিলোমিটার) রেলপথ বসানোর অনন্য রেকর্ড গড়েন।
২ দিন আগেআলীর এই সিদ্ধান্তে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র। কেউ কেউ আলীর অবস্থানের প্রশংসা করেন, আবার কেউ কেউ তাঁকে আখ্যায়িত করেন বিশ্বাসঘাতক। তাঁকে বক্সিং রিংয়ে নিষিদ্ধ করা হয়, কেড়ে নেওয়া হয় অর্জিত শিরোপা। এমনকি তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে ফেডারেল সরকারের বিচার বিভাগ।
২ দিন আগে