সম্পাদকীয়
ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারাবিরোধী পঞ্চপাণ্ডবের মধ্যে অন্যতম একজন কবি ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত। তাঁর জন্ম ১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে। তাঁর পিতা হীরেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন দার্শনিক। আর স্ত্রী ছিলেন প্রসিদ্ধ গায়িকা রাজেশ্বরী বাসুদেব।
সুধীন্দ্রনাথ কাশীর থিয়সফিক্যাল হাইস্কুলে পড়াশোনা শেষ করে কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি স্কুল থেকে এন্ট্রান্স এবং স্কটিশ চার্চ কলেজ থেকে আইএ ও বিএ পাস করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথমে ইংরেজি বিষয়ে মাস্টার্সে ভর্তি হন, কিন্তু পাঠ অসমাপ্ত রেখেই আবার ল’ কলেজে ভর্তি হন। সেখানেও পড়াশোনা শেষ করেননি।
পিতার ল’ ফার্মে কর্মজীবন শুরু করেন তিনি। পরে কিছুদিন ইনস্যুরেন্স কোম্পানিতেও চাকরি করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ১৯২৯ সালে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান ভ্রমণ করেন। ১৯৩১ সাল থেকে দীর্ঘ ১২ বছর তিনি পরিচয় পত্রিকার সম্পাদক ছিলেন। তারপর ১৯৪৫-৪৯ সাল পর্যন্ত স্টেটসম্যান পত্রিকায় কর্মরত ছিলেন। প্রমথ চৌধুরীর সবুজপত্র পত্রিকার সঙ্গেও ছিল তাঁর সম্পৃক্ততা। ১৯৫৭-১৯৫৯ সাল পর্যন্ত তিনি আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যের বিভাগ শুরু হলে তিনি কবি বুদ্ধদেব বসুর আমন্ত্রণে সেখানে অধ্যাপক হিসেবে যোগ দেন।
সুধীন্দ্রনাথ দত্তের কবিতায় ফরাসি কবি মালার্মের প্রতীকী কাব্যাদর্শ প্রতিফলিত হয়েছে। তিনি বাংলা গদ্যের আধুনিক রূপেরও প্রবর্তক। তাঁর কবিতায় আধ্যাত্মিকতায়
মুক্তির কথা নেই। বিংশ শতাব্দীর মানুষের নানা সংশয়, হতাশা ও বিশ্বাসহীনতা তাঁর কবিতার অন্যতম দিক।
মনন ও বৈশ্বিক চেতনার কারণে সুধীন্দ্রনাথের কবিতা বাংলা কাব্যে স্বতন্ত্র স্থান লাভ করেছে। তবে কবিতায় জটিল ভাব প্রকাশের কারণে তিনি খুব বেশি পাঠকপ্রিয়তা পাননি। তাঁর উল্লেখযোগ্য কাব্যগুলো হলো কাব্য তন্বী, অর্কেস্ট্রা, ক্রন্দসী, উত্তরফাল্গুনী, সংবর্ত, দশমী প্রভৃতি। লিখেছেন গদ্যগ্রন্থ—স্বগত, কুলায় ও কালপুরুষ। এ ছাড়া ‘প্রতিধ্বনি’ নামে তাঁর একটি অনুবাদগ্রন্থও আছে।
তিনি ১৯৬০ সালের ২৫ জুন কলকাতায় মৃত্যুবরণ করেন।
ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারাবিরোধী পঞ্চপাণ্ডবের মধ্যে অন্যতম একজন কবি ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত। তাঁর জন্ম ১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে। তাঁর পিতা হীরেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন দার্শনিক। আর স্ত্রী ছিলেন প্রসিদ্ধ গায়িকা রাজেশ্বরী বাসুদেব।
সুধীন্দ্রনাথ কাশীর থিয়সফিক্যাল হাইস্কুলে পড়াশোনা শেষ করে কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি স্কুল থেকে এন্ট্রান্স এবং স্কটিশ চার্চ কলেজ থেকে আইএ ও বিএ পাস করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথমে ইংরেজি বিষয়ে মাস্টার্সে ভর্তি হন, কিন্তু পাঠ অসমাপ্ত রেখেই আবার ল’ কলেজে ভর্তি হন। সেখানেও পড়াশোনা শেষ করেননি।
পিতার ল’ ফার্মে কর্মজীবন শুরু করেন তিনি। পরে কিছুদিন ইনস্যুরেন্স কোম্পানিতেও চাকরি করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ১৯২৯ সালে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান ভ্রমণ করেন। ১৯৩১ সাল থেকে দীর্ঘ ১২ বছর তিনি পরিচয় পত্রিকার সম্পাদক ছিলেন। তারপর ১৯৪৫-৪৯ সাল পর্যন্ত স্টেটসম্যান পত্রিকায় কর্মরত ছিলেন। প্রমথ চৌধুরীর সবুজপত্র পত্রিকার সঙ্গেও ছিল তাঁর সম্পৃক্ততা। ১৯৫৭-১৯৫৯ সাল পর্যন্ত তিনি আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যের বিভাগ শুরু হলে তিনি কবি বুদ্ধদেব বসুর আমন্ত্রণে সেখানে অধ্যাপক হিসেবে যোগ দেন।
সুধীন্দ্রনাথ দত্তের কবিতায় ফরাসি কবি মালার্মের প্রতীকী কাব্যাদর্শ প্রতিফলিত হয়েছে। তিনি বাংলা গদ্যের আধুনিক রূপেরও প্রবর্তক। তাঁর কবিতায় আধ্যাত্মিকতায়
মুক্তির কথা নেই। বিংশ শতাব্দীর মানুষের নানা সংশয়, হতাশা ও বিশ্বাসহীনতা তাঁর কবিতার অন্যতম দিক।
মনন ও বৈশ্বিক চেতনার কারণে সুধীন্দ্রনাথের কবিতা বাংলা কাব্যে স্বতন্ত্র স্থান লাভ করেছে। তবে কবিতায় জটিল ভাব প্রকাশের কারণে তিনি খুব বেশি পাঠকপ্রিয়তা পাননি। তাঁর উল্লেখযোগ্য কাব্যগুলো হলো কাব্য তন্বী, অর্কেস্ট্রা, ক্রন্দসী, উত্তরফাল্গুনী, সংবর্ত, দশমী প্রভৃতি। লিখেছেন গদ্যগ্রন্থ—স্বগত, কুলায় ও কালপুরুষ। এ ছাড়া ‘প্রতিধ্বনি’ নামে তাঁর একটি অনুবাদগ্রন্থও আছে।
তিনি ১৯৬০ সালের ২৫ জুন কলকাতায় মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের অ্যাংলিংকান সম্প্রদায় উপাসনার জন্য নির্মাণ করেছিল সেন্ট থমাস ক্যাথেড্রাল চার্চ। ১৮১৯ সালে শেষ হয় এর নির্মাণকাজ। ঢাকা কারাগারের কয়েদিরা নাকি এটির নির্মাণে শ্রম দিয়েছিল। কলকাতার বিশপ রেজিনাল্ড হেবার ১৮২৪ সালের ১০ জুলাই ঢাকায় এসে উদ্বোধন করেন লক্ষ্মীবাজারে অবস্থিত এই গির্জাটির।
১০ ঘণ্টা আগেআজ বিশ্ব নৃত্য দিবস। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর সহযোগী সংস্থা আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট-আইটিআই ১৯৮২ সালে ২৯ এপ্রিলকে বিশ্ব নৃত্য দিবস হিসেবে ঘোষণা করেন। মূলত নৃত্যশিল্পের বিকাশ ও বিশ্বব্যাপী নৃত্যপ্রেমীদের একত্রিত করাই এই দিবসের মূল উদ্দেশ্য। ২৯ এপ্রিল আধুনিক
১ দিন আগেদুপুরের খাবারের বিরতির পর তাঁরা আবার কাজ শুরু করেন। সন্ধ্যা ৭টায় কাজ শেষ হলে সিপির চীনা ও আইরিশ শ্রমিকেরা এক দিনে ১০ মাইল ৫৬ ফুট (১৬.১১১ কিলোমিটার) রেলপথ বসানোর অনন্য রেকর্ড গড়েন।
২ দিন আগেআলীর এই সিদ্ধান্তে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র। কেউ কেউ আলীর অবস্থানের প্রশংসা করেন, আবার কেউ কেউ তাঁকে আখ্যায়িত করেন বিশ্বাসঘাতক। তাঁকে বক্সিং রিংয়ে নিষিদ্ধ করা হয়, কেড়ে নেওয়া হয় অর্জিত শিরোপা। এমনকি তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে ফেডারেল সরকারের বিচার বিভাগ।
২ দিন আগে