Ajker Patrika

ভুলোমনা অধ্যাপক

আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৪: ৩০
ভুলোমনা অধ্যাপক

‘অ্যাবসেন্ট মাইন্ডেড প্রফেসর’ বলে যদি বাঙালি অধ্যাপকদের কথা ভাবেন কেউ, তাহলে নিঃসন্দেহে প্রথম যে নামটি মনে পড়বে, তিনি হলেন ড. কাজী মোতাহার হোসেন। একদিন তিনি চিৎকার করে মেয়েকে ডাকছিলেন, ‘সুম্মা, অ্যাই সুম্মা!’

সুম্মা মানে হলো সোনা মা।

তাঁর ছোট মেয়ে মাহমুদা খাতুন বাবার কাছে এসে জানতে চাইলেন, কেন ডাকা হচ্ছে।

‘আমার চশমাটা কোথায় গেল রে?’

‘এই যে আপনার মাথায়!’

চশমা কপালের ওপর উঠিয়ে রেখে ড. মোতাহার হোসেন সারা বাড়ি চষে ফেলছিলেন। চশমাটা উদ্ধার হওয়ার পর খুবই খুশি হয়ে বললেন, ‘তুই তো আমার চোখ রে!’

হন্তদন্ত হয়ে কোনো কাজে বেরিয়ে পড়তেন যখন, তখন তিনি নানা ধরনের ভুল করতেন। দুপায়ে দুই রকম মোজা পরে কোথাও যাওয়ার ঘটনা প্রায়ই ঘটত। একবার তো লুঙ্গি ছেড়ে পায়জামা পরে কোনো বৈঠকে যাওয়ার কথা। তিনি পায়জামা পরলেন ঠিকই, কিন্তু লুঙ্গিটা খোলার কথা বেমালুম ভুলে গেলেন। কেমন কিম্ভূতকিমাকার লাগছিল তাঁকে, সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না। একবার তো দুই পায়ে মোজা না পরে এক পায়ে পরেছেন। অন্য মোজাটা ঢুকিয়ে নিয়েছেন পকেটে। যে বৈঠকে গেছেন, সেখানে যখন নাশতা করতে বসেছেন, তখন পকেট থেকে রুমাল বের করতে গিয়ে দেখেন, আরে! এটা তো রুমাল নয়, মোজা! পায়ে না পরে পকেটে করে নিয়ে এসেছেন!

করাচিতে মাহমুদা খাতুন কর্ম উপলক্ষে ছিলেন। সেখানে বেড়াতে গিয়েছিলেন কাজী মোতাহার হোসেন। একদিন একাই হাঁটতে বেরিয়েছেন। তারপর পথ হারিয়ে ফেলেছেন। বিকেল সাড়ে চারটায় অফিস ছুটি হলে মাহমুদা ফিরছিলেন বাড়িতে। হঠাৎ সামনে দেখলেন তাঁর আব্বুকে। মেয়েকে চিনতেই পারলেন না কাজী মোতাহার হোসেন। তিনি মেয়েকে সালাম দিয়ে বললেন, ‘মাহমুদার বাড়িটা কোথায়, বলতে পারেন?’

মাহমুদা তো হেসেই মরেন। বাড়ি নিয়ে আসার পর কাজী সাহেব বললেন, ‘তাই তো চেনা চেনা লাগছিল রে!’

সূত্র: মাহমুদা খাতুন, আপনজনদের স্মৃতিকথা, 
পৃষ্ঠা: ১১৮-১১৯

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিসিএসের আদলে শিক্ষক নিয়োগ

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত