সোনালি চুলের মারকুটে মেয়েটি
১০২ ডিগ্রি জ্বর। টেবিলের ওপর বাজতে থাকা ফোন কোনোমতে রিসিভ করলেন তিনি। ফোনের অন্য প্রান্ত থেকে বলা হলো, ‘আগামীকাল একটা ম্যাচ আছে। চলে এসো।’ তিনি জ্বরের কথা জানালেন। অন্য প্রান্ত থেকে বলা হলো, ‘কখনো না বলবে না। আগে রিংয়ে নামো, ফাইট করো। ৯ মিনিটের খেলা, তুমি পারবে।’ পরদিন মেয়েটি রিংয়ে উপস্থিত।