উত্তরণ
ডা. ফারজানা রহমান
আমি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করি। স্বামী বর্তমানে দেশের বাইরে। ঢাকায় আমি দুই সন্তান নিয়ে একা থাকি। সব দিক সামলে সন্তানদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারছি না। তাদের একজনের বয়স ৭, আরেকজনের ৫ বছর। তাদের মধ্যে মাকে নিয়ে একধরনের প্রতিযোগিতা কাজ করে। এটা দিন দিন বাড়ছে। আমি ঠিক বুঝতে পারছি না, কীভাবে সব ঠিক করব। অফিসের কাজ করে ওদের সময় দিতে পারি খুব কম। তাদের দুজনেরই মনে হয়, আমি অন্যজনকে সময় বেশি দিচ্ছি। আমার জায়গা আসলে অন্য কেউ পূরণ করতে পারবে না। সে ক্ষেত্রে আমি কীভাবে দুজনের যত্নে ভারসাম্য রাখব? এই বয়সে তাদের মনে আঘাত দিতে চাই না, যেহেতু তাদের বাবা এখানে থাকে না। আমার পক্ষে চাকরিটা ছেড়ে দেওয়া সম্ভব নয়। কী করতে পারি?
হুসনে আরা মিন্নি, ঢাকা
উত্তর: আপনার স্বামী প্রবাসী এবং আপনি একজন কর্মজীবী মা। আসলে পেশাগত জীবন ও পারিবারিক জীবনের মধ্যে সাম্যাবস্থা আনা কষ্টকর। আমি আপনার সমস্যার মধ্যে দুটি ভালো দিক দেখতে পেলাম। একটি হলো, আপনার দুটি সন্তান আপনাকে চায়। আর মোবাইল বা অন্য কিছুর চাইতে আপনি ওদের কাছে বেশি কাঙ্ক্ষিত।
নিশ্চয় আপনার সন্তানেরা স্কুলে যাচ্ছে। আপনি বড় সন্তানকে বলতে পারেন যে ছোট সন্তানকে নিয়ে বাড়ির কাজগুলো সেরে ফেলতে। দুজনে যেন তাদের পছন্দসই কাজ একসঙ্গে করে। শুধু তা-ই নয়, তাদের জানাবেন যে পৃথিবীতে আসার আগে তারা দুজনে এক জায়গায় ছিল, সেই জায়গা হলেন আপনি। কাজেই মা হিসেবে কাউকে বেশি বা কম ভালোবাসা যায় না।
আরেকটি বিষয় আপনি খেয়াল রাখতে পারেন, একজনের আড়ালে বলতে পারেন, তোমার ভাই/বোন কিন্তু সব সময় তোমার প্রশংসা করে। সব সময় বলে, ভালো জিনিসটা ওকে দাও। সবচেয়ে বড় কথা হলো, এখন
যদি তাদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, সেটা তাদের জন্য জীবনের শ্রেষ্ঠ সম্পদ হয়ে থাকবে। যত ব্যস্ততা থাকুক না কেন, আপনারা একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে খাবার খেতে পারেন। সবার দিন কেমন কাটল, সে ব্যাপারে কথা বলুন। ওদের একসঙ্গে পড়াশোনা কিংবা গল্পের বই পড়ান। পাশাপাশি কবিতা আবৃত্তি, গিটার বাজানো, গান শেখা অথবা মার্শাল আর্টে যুক্ত করতে পারেন। আশা করি, আপনার সমস্যার সমাধান হবে।
পরামর্শ দিয়েছেন, ফারজানা রহমান, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা
আমি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করি। স্বামী বর্তমানে দেশের বাইরে। ঢাকায় আমি দুই সন্তান নিয়ে একা থাকি। সব দিক সামলে সন্তানদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারছি না। তাদের একজনের বয়স ৭, আরেকজনের ৫ বছর। তাদের মধ্যে মাকে নিয়ে একধরনের প্রতিযোগিতা কাজ করে। এটা দিন দিন বাড়ছে। আমি ঠিক বুঝতে পারছি না, কীভাবে সব ঠিক করব। অফিসের কাজ করে ওদের সময় দিতে পারি খুব কম। তাদের দুজনেরই মনে হয়, আমি অন্যজনকে সময় বেশি দিচ্ছি। আমার জায়গা আসলে অন্য কেউ পূরণ করতে পারবে না। সে ক্ষেত্রে আমি কীভাবে দুজনের যত্নে ভারসাম্য রাখব? এই বয়সে তাদের মনে আঘাত দিতে চাই না, যেহেতু তাদের বাবা এখানে থাকে না। আমার পক্ষে চাকরিটা ছেড়ে দেওয়া সম্ভব নয়। কী করতে পারি?
হুসনে আরা মিন্নি, ঢাকা
উত্তর: আপনার স্বামী প্রবাসী এবং আপনি একজন কর্মজীবী মা। আসলে পেশাগত জীবন ও পারিবারিক জীবনের মধ্যে সাম্যাবস্থা আনা কষ্টকর। আমি আপনার সমস্যার মধ্যে দুটি ভালো দিক দেখতে পেলাম। একটি হলো, আপনার দুটি সন্তান আপনাকে চায়। আর মোবাইল বা অন্য কিছুর চাইতে আপনি ওদের কাছে বেশি কাঙ্ক্ষিত।
নিশ্চয় আপনার সন্তানেরা স্কুলে যাচ্ছে। আপনি বড় সন্তানকে বলতে পারেন যে ছোট সন্তানকে নিয়ে বাড়ির কাজগুলো সেরে ফেলতে। দুজনে যেন তাদের পছন্দসই কাজ একসঙ্গে করে। শুধু তা-ই নয়, তাদের জানাবেন যে পৃথিবীতে আসার আগে তারা দুজনে এক জায়গায় ছিল, সেই জায়গা হলেন আপনি। কাজেই মা হিসেবে কাউকে বেশি বা কম ভালোবাসা যায় না।
আরেকটি বিষয় আপনি খেয়াল রাখতে পারেন, একজনের আড়ালে বলতে পারেন, তোমার ভাই/বোন কিন্তু সব সময় তোমার প্রশংসা করে। সব সময় বলে, ভালো জিনিসটা ওকে দাও। সবচেয়ে বড় কথা হলো, এখন
যদি তাদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, সেটা তাদের জন্য জীবনের শ্রেষ্ঠ সম্পদ হয়ে থাকবে। যত ব্যস্ততা থাকুক না কেন, আপনারা একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে খাবার খেতে পারেন। সবার দিন কেমন কাটল, সে ব্যাপারে কথা বলুন। ওদের একসঙ্গে পড়াশোনা কিংবা গল্পের বই পড়ান। পাশাপাশি কবিতা আবৃত্তি, গিটার বাজানো, গান শেখা অথবা মার্শাল আর্টে যুক্ত করতে পারেন। আশা করি, আপনার সমস্যার সমাধান হবে।
পরামর্শ দিয়েছেন, ফারজানা রহমান, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
৬ দিন আগেগ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
৬ দিন আগেচাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
৬ দিন আগেচলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
৬ দিন আগে