Ajker Patrika

উত্তরণ

মা হিসেবে কাউকে বেশি বা কম ভালোবাসা যায় না

ডা. ফারজানা রহমান 
মা হিসেবে কাউকে বেশি বা কম ভালোবাসা যায় না

আমি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করি। স্বামী বর্তমানে দেশের বাইরে। ঢাকায় আমি দুই সন্তান নিয়ে একা থাকি। সব দিক সামলে সন্তানদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারছি না। তাদের একজনের বয়স ৭, আরেকজনের ৫ বছর। তাদের মধ্যে মাকে নিয়ে একধরনের প্রতিযোগিতা কাজ করে। এটা দিন দিন বাড়ছে। আমি ঠিক বুঝতে পারছি না, কীভাবে সব ঠিক করব। অফিসের কাজ করে ওদের সময় দিতে পারি খুব কম। তাদের দুজনেরই মনে হয়, আমি অন্যজনকে সময় বেশি দিচ্ছি। আমার জায়গা আসলে অন্য কেউ পূরণ করতে পারবে না। সে ক্ষেত্রে আমি কীভাবে দুজনের যত্নে ভারসাম্য রাখব? এই বয়সে তাদের মনে আঘাত দিতে চাই না, যেহেতু তাদের বাবা এখানে থাকে না। আমার পক্ষে চাকরিটা ছেড়ে দেওয়া সম্ভব নয়। কী করতে পারি?

হুসনে আরা মিন্নি, ঢাকা

উত্তর: আপনার স্বামী প্রবাসী এবং আপনি একজন কর্মজীবী মা। আসলে পেশাগত জীবন ও পারিবারিক জীবনের মধ্যে সাম্যাবস্থা আনা কষ্টকর। আমি আপনার সমস্যার মধ্যে দুটি ভালো দিক দেখতে পেলাম। একটি হলো, আপনার দুটি সন্তান আপনাকে চায়। আর মোবাইল বা অন্য কিছুর চাইতে আপনি ওদের কাছে বেশি কাঙ্ক্ষিত।

নিশ্চয় আপনার সন্তানেরা স্কুলে যাচ্ছে। আপনি বড় সন্তানকে বলতে পারেন যে ছোট সন্তানকে নিয়ে বাড়ির কাজগুলো সেরে ফেলতে। দুজনে যেন তাদের পছন্দসই কাজ একসঙ্গে করে। শুধু তা-ই নয়, তাদের জানাবেন যে পৃথিবীতে আসার আগে তারা দুজনে এক জায়গায় ছিল, সেই জায়গা হলেন আপনি। কাজেই মা হিসেবে কাউকে বেশি বা কম ভালোবাসা যায় না।

আরেকটি বিষয় আপনি খেয়াল রাখতে পারেন, একজনের আড়ালে বলতে পারেন, তোমার ভাই/বোন কিন্তু সব সময় তোমার প্রশংসা করে। সব সময় বলে, ভালো জিনিসটা ওকে দাও। সবচেয়ে বড় কথা হলো, এখন

যদি তাদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, সেটা তাদের জন্য জীবনের শ্রেষ্ঠ সম্পদ হয়ে থাকবে। যত ব্যস্ততা থাকুক না কেন, আপনারা একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে খাবার খেতে পারেন। সবার দিন কেমন কাটল, সে ব্যাপারে কথা বলুন। ওদের একসঙ্গে পড়াশোনা কিংবা গল্পের বই পড়ান। পাশাপাশি কবিতা আবৃত্তি, গিটার বাজানো, গান শেখা অথবা মার্শাল আর্টে যুক্ত করতে পারেন। আশা করি, আপনার সমস্যার সমাধান হবে।

পরামর্শ দিয়েছেন, ফারজানা রহমান, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত