আজকের পত্রিকা ডেস্ক
প্রশ্ন: আমি বিবাহিত এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। আমার বড় ভাই আছেন। মা-বাবা মারা যাওয়ার পর বড় ভাইয়ের পরিবার আমার সঙ্গে যোগাযোগ করছে না। এমনকি বড় ভাই ফোন ধরেন না। আমার জানার বিষয় ছিল, বাবার সম্পত্তিতে আমি কত অংশ পাব? আমি কীভাবে এই সম্পত্তি পেতে পারি?
নাবিলা, বগুড়া
উওর: আপনার দাদা-দাদি জীবিত আছেন কি না, সেটা বলেননি। যদি দাদা-দাদি জীবিত না থাকেন, তাহলে বাবার সম্পত্তিতে আপনি তিন ভাগের এক ভাগ পাবেন। আর দাদা-দাদি জীবিত থাকলে আপনি পুরো সম্পত্তির ১৮ ভাগের ৪ ভাগ পাবেন। সম্পত্তি পাওয়ার জন্য নিজেদের মধ্যে আপস বণ্টন করে নিতে পারেন। সেটা সম্ভব না হলে বাঁটোয়ারা মোকদ্দমা করতে হবে।
প্রশ্ন: মা-বাবা মারা যাওয়ার আগে আমাদের জায়গাজমি, ভিটেমাটি সমান অংশে ভাগ করে দিয়ে গেছেন। ভিটেমাটি ভাগ করার পর আমার বড় ভাই তাঁর এক সন্তান রেখে মারা যান। কয়েক মাস পর আমার ভাবি তাঁদের অংশে বাড়ি নির্মাণ করেন। কিন্তু তিনি এমনভাবে বাড়ি তৈরি করেছেন, তাতে আমার চলাচলে অসুবিধা হচ্ছে। চলাচলের জন্য তিনি রাস্তা দিচ্ছেন না। আমি একজন কর্মজীবী নারী। এখন কী করতে পারি? জমির অংশ পরিবর্তন করতে পারব কি?
সালমা, নোয়াখালী
উত্তর: আপনাদের মধ্যে বাঁটোয়ারা হয়ে থাকলে সেই অনুযায়ী ভোগদখল করতে পারেন। চলাচলের সুবিধার জন্য আপনি ইজমেন্টস অ্যাক্ট অনুযায়ী মোকদ্দমা করতে পারবেন।
পরামর্শ দিয়েছেন: তান্ইয়া নাহার, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
প্রশ্ন: আমি বিবাহিত এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। আমার বড় ভাই আছেন। মা-বাবা মারা যাওয়ার পর বড় ভাইয়ের পরিবার আমার সঙ্গে যোগাযোগ করছে না। এমনকি বড় ভাই ফোন ধরেন না। আমার জানার বিষয় ছিল, বাবার সম্পত্তিতে আমি কত অংশ পাব? আমি কীভাবে এই সম্পত্তি পেতে পারি?
নাবিলা, বগুড়া
উওর: আপনার দাদা-দাদি জীবিত আছেন কি না, সেটা বলেননি। যদি দাদা-দাদি জীবিত না থাকেন, তাহলে বাবার সম্পত্তিতে আপনি তিন ভাগের এক ভাগ পাবেন। আর দাদা-দাদি জীবিত থাকলে আপনি পুরো সম্পত্তির ১৮ ভাগের ৪ ভাগ পাবেন। সম্পত্তি পাওয়ার জন্য নিজেদের মধ্যে আপস বণ্টন করে নিতে পারেন। সেটা সম্ভব না হলে বাঁটোয়ারা মোকদ্দমা করতে হবে।
প্রশ্ন: মা-বাবা মারা যাওয়ার আগে আমাদের জায়গাজমি, ভিটেমাটি সমান অংশে ভাগ করে দিয়ে গেছেন। ভিটেমাটি ভাগ করার পর আমার বড় ভাই তাঁর এক সন্তান রেখে মারা যান। কয়েক মাস পর আমার ভাবি তাঁদের অংশে বাড়ি নির্মাণ করেন। কিন্তু তিনি এমনভাবে বাড়ি তৈরি করেছেন, তাতে আমার চলাচলে অসুবিধা হচ্ছে। চলাচলের জন্য তিনি রাস্তা দিচ্ছেন না। আমি একজন কর্মজীবী নারী। এখন কী করতে পারি? জমির অংশ পরিবর্তন করতে পারব কি?
সালমা, নোয়াখালী
উত্তর: আপনাদের মধ্যে বাঁটোয়ারা হয়ে থাকলে সেই অনুযায়ী ভোগদখল করতে পারেন। চলাচলের সুবিধার জন্য আপনি ইজমেন্টস অ্যাক্ট অনুযায়ী মোকদ্দমা করতে পারবেন।
পরামর্শ দিয়েছেন: তান্ইয়া নাহার, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
৬ দিন আগেগ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
৬ দিন আগেচাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
৬ দিন আগেচলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
৬ দিন আগে