আজকের পত্রিকা ডেস্ক
প্রশ্ন: আমি বিবাহিত এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। আমার বড় ভাই আছেন। মা-বাবা মারা যাওয়ার পর বড় ভাইয়ের পরিবার আমার সঙ্গে যোগাযোগ করছে না। এমনকি বড় ভাই ফোন ধরেন না। আমার জানার বিষয় ছিল, বাবার সম্পত্তিতে আমি কত অংশ পাব? আমি কীভাবে এই সম্পত্তি পেতে পারি?
নাবিলা, বগুড়া
উওর: আপনার দাদা-দাদি জীবিত আছেন কি না, সেটা বলেননি। যদি দাদা-দাদি জীবিত না থাকেন, তাহলে বাবার সম্পত্তিতে আপনি তিন ভাগের এক ভাগ পাবেন। আর দাদা-দাদি জীবিত থাকলে আপনি পুরো সম্পত্তির ১৮ ভাগের ৪ ভাগ পাবেন। সম্পত্তি পাওয়ার জন্য নিজেদের মধ্যে আপস বণ্টন করে নিতে পারেন। সেটা সম্ভব না হলে বাঁটোয়ারা মোকদ্দমা করতে হবে।
প্রশ্ন: মা-বাবা মারা যাওয়ার আগে আমাদের জায়গাজমি, ভিটেমাটি সমান অংশে ভাগ করে দিয়ে গেছেন। ভিটেমাটি ভাগ করার পর আমার বড় ভাই তাঁর এক সন্তান রেখে মারা যান। কয়েক মাস পর আমার ভাবি তাঁদের অংশে বাড়ি নির্মাণ করেন। কিন্তু তিনি এমনভাবে বাড়ি তৈরি করেছেন, তাতে আমার চলাচলে অসুবিধা হচ্ছে। চলাচলের জন্য তিনি রাস্তা দিচ্ছেন না। আমি একজন কর্মজীবী নারী। এখন কী করতে পারি? জমির অংশ পরিবর্তন করতে পারব কি?
সালমা, নোয়াখালী
উত্তর: আপনাদের মধ্যে বাঁটোয়ারা হয়ে থাকলে সেই অনুযায়ী ভোগদখল করতে পারেন। চলাচলের সুবিধার জন্য আপনি ইজমেন্টস অ্যাক্ট অনুযায়ী মোকদ্দমা করতে পারবেন।
পরামর্শ দিয়েছেন: তান্ইয়া নাহার, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
প্রশ্ন: আমি বিবাহিত এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। আমার বড় ভাই আছেন। মা-বাবা মারা যাওয়ার পর বড় ভাইয়ের পরিবার আমার সঙ্গে যোগাযোগ করছে না। এমনকি বড় ভাই ফোন ধরেন না। আমার জানার বিষয় ছিল, বাবার সম্পত্তিতে আমি কত অংশ পাব? আমি কীভাবে এই সম্পত্তি পেতে পারি?
নাবিলা, বগুড়া
উওর: আপনার দাদা-দাদি জীবিত আছেন কি না, সেটা বলেননি। যদি দাদা-দাদি জীবিত না থাকেন, তাহলে বাবার সম্পত্তিতে আপনি তিন ভাগের এক ভাগ পাবেন। আর দাদা-দাদি জীবিত থাকলে আপনি পুরো সম্পত্তির ১৮ ভাগের ৪ ভাগ পাবেন। সম্পত্তি পাওয়ার জন্য নিজেদের মধ্যে আপস বণ্টন করে নিতে পারেন। সেটা সম্ভব না হলে বাঁটোয়ারা মোকদ্দমা করতে হবে।
প্রশ্ন: মা-বাবা মারা যাওয়ার আগে আমাদের জায়গাজমি, ভিটেমাটি সমান অংশে ভাগ করে দিয়ে গেছেন। ভিটেমাটি ভাগ করার পর আমার বড় ভাই তাঁর এক সন্তান রেখে মারা যান। কয়েক মাস পর আমার ভাবি তাঁদের অংশে বাড়ি নির্মাণ করেন। কিন্তু তিনি এমনভাবে বাড়ি তৈরি করেছেন, তাতে আমার চলাচলে অসুবিধা হচ্ছে। চলাচলের জন্য তিনি রাস্তা দিচ্ছেন না। আমি একজন কর্মজীবী নারী। এখন কী করতে পারি? জমির অংশ পরিবর্তন করতে পারব কি?
সালমা, নোয়াখালী
উত্তর: আপনাদের মধ্যে বাঁটোয়ারা হয়ে থাকলে সেই অনুযায়ী ভোগদখল করতে পারেন। চলাচলের সুবিধার জন্য আপনি ইজমেন্টস অ্যাক্ট অনুযায়ী মোকদ্দমা করতে পারবেন।
পরামর্শ দিয়েছেন: তান্ইয়া নাহার, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে গ্রাফিক ডিজাইনে পড়ার সময়ের কথা। অনেকটা শখের বশে শুরু করেন শরদিন্দু নামে একটি শপ। বিক্রি করেছেন হাতে আঁকা টি-শার্ট। ক্রেতা ছিলেন তাঁরই পরিচিত লোকজন। এরই মধ্যে চারুকলায় পড়াশোনা শেষ হলে লন্ডনের ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টসে স্নাতকোত্তর করতে পাড়ি জমান। তত দিনে
৫ ঘণ্টা আগেকথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালালবিরোধী আন্দোলনের নেত্রী জাহানারা ইমাম। ১৯৯২ সালের ১৯ জানুয়ারি ১০১ সদস্যবিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় তাঁর নেতৃত্বে। জাহানারা ইমামের জন্ম ১৯২৯ সালের ৩ মে।
৫ ঘণ্টা আগেবিশ্বের বিভিন্ন দেশে ১২ মে পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস। তবে যুক্তরাষ্ট্র ৬ মে থেকে ১২ মে পর্যন্ত পালন করে জাতীয় নার্স সপ্তাহ। সপ্তাহ কিংবা দিবস—যা-ই হোক না কেন, এর মূল লক্ষ্য হলো নার্সদের কঠোর পরিশ্রম, মানবিকতা ও স্বাস্থ্যসেবায় অবদানের স্বীকৃতি দেওয়া। এই সময় দেশগুলো নার্সিং পেশাজীবীদের সম্মা
৫ ঘণ্টা আগেফ্রান্সের একটি বিদ্যুৎ কোম্পানির একজন অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন ডমিনিক পেলিকট। তিনি ১৯৭৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন গিসেল নামের এক নারীর সঙ্গে। ৫০ বছরের সংসারজীবনে তাঁরা তিনটি সন্তানের জনক-জননী হন। সন্তান এবং নাতি-নাতনিদের নিয়ে যদিও ছবির মতো নিখুঁত একটি পারিবারিক জীবন ছিল তাঁদের।
৫ ঘণ্টা আগে