‘প্রচ্ছদ দেখে বই বিচার করো না বন্ধু’ এমন প্রবাদ আমরা যতই বলি না কেন, বইয়ের ক্ষেত্রে প্রচ্ছদ পোশাকের মতো। চিরকাল প্রচ্ছদের জগতে প্রাধান্য ছিল পুরুষ শিল্পীদের। কিন্তু এখন নারীরাও প্রচ্ছদ আঁকছেন, কার্টুন আঁকছেন। তেমনই তিনজন শিল্পী জানিয়েছেন তাঁদের অভিজ্ঞতা।
কাশফিয়া আলম ঝিলিক
নারী হিসেবে বৈষম্যের শিকার হইনি
অমর একুশে বইমেলা ২০১৯ থেকে আমার প্রচ্ছদের কাজ শুরু। প্রথম দিকে শুধু কাগজে বা ক্যানভাসে প্রচ্ছদ আঁকলেও এখন বিভিন্ন মিডিয়ায় কাজ করি। প্রচ্ছদের প্রয়োজন ও বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে মিডিয়া নির্বাচন করি। ভালো লাগার ব্যাপার হচ্ছে, বর্তমানে প্রচ্ছদ ডিজাইন একটি শৈল্পিক বিষয়ে পরিণত হয়েছে। এখন বহু পাঠক লেখার পাশাপাশি প্রচ্ছদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বই কিনছেন। তাই ধীরে ধীরে কাজের ক্ষেত্র ও মাধ্যম বৈচিত্র্যময় হচ্ছে।
আমি কখনো এই কাজে বৈষম্যের শিকার হইনি; বরং দিনশেষে কাজের মান ও গুণ দিয়েই যোগ্যতা বিচার করতে দেখেছি। এ ক্ষেত্রে আসলে নারী-পুরুষ ভেদাভেদটা তেমন নেই। যাঁর কাজ যত ভালো ও সূক্ষ্ম, তিনি তত বেশি কাজ করার সুযোগ পান। তবে শৈল্পিক কাজে শিল্পীর চিন্তার ও কাজের স্বাধীনতাকে প্রাধান্য দিলে দারুণ কিছু তৈরি করা সম্ভব। অনেক সময় শিল্পী কখনো এই স্বাধীনতা পান, কখনো পান না। বইমেলার সময়টাতে যেভাবে কাজ করা হয়, সারা বছর সেভাবে
হয় না। কারণ, বইমেলাকে কেন্দ্র করেই বেশির ভাগ বই প্রকাশিত হয়। তাই প্রচ্ছদ অঙ্কনকে প্রধান পেশা হিসেবে বেছে নিয়ে স্বচ্ছন্দে জীবন কাটানোটা মনে হয় না সম্ভব। অদূর ভবিষ্যতে এই অসম্ভবটাও সম্ভবে পরিণত হতে পারে।
ফারিহা তাবাসসুম, প্রচ্ছদশিল্পী
নারী কার্টুনিস্টরা বেশি প্রাধান্য পাচ্ছেন
অনেক কার্টুনিস্ট স্টোরি টেলিং বা গল্প বলাকে প্রাধান্য দিচ্ছেন। এ ছাড়া বৈচিত্র্যময় চরিত্রগুলোকেও তাঁরা প্রাধান্য দিচ্ছেন। আমার মনে হয়, আগের তুলনায় বর্তমানে নারী কার্টুনিস্টরা বেশি প্রাধান্য পাচ্ছেন। তবে স্বাধীনতার কথা বলতে গেলে এখনো সমাজের অনেক কিছুই বাধা হয়ে দাঁড়ায় অনেক সময়। কার্টুন পিপল থেকে প্রকাশিত ‘জাদুর টানেল’ নামের বইতে আমি প্রথম কাজ করি। ক্রিয়েটিভিটির দিক থেকে মনে হয়, নারী হিসেবে আমাদের আলাদা অ্যাডভানটেজ আছে। নারীদের জীবনের নানান কমপ্লেক্স, মজাদার আর ইমোশনাল অভিজ্ঞতা তুলনামূলক বেশি থাকে। আমাদের দেশে পুরুষ কার্টুনিস্ট সংখ্যায় অনেক বেশি। এখন নারীরাও আগ্রহী হচ্ছেন এই ক্ষেত্রে। কিন্তু কাজের সময়, যাতায়াত ও নিরাপত্তার জন্য অনেকে কিছুটা পিছিয়ে আসেন।
বৈচিত্র্যময় গল্পের কমিকস আঁকতেই আমার বেশি ভালো লাগে। এ ছাড়া চলমান ইস্যু নিয়েও কাজ করতে আনন্দ পাই। ডিজিটাল মাধ্যমে আঁকার চেয়ে হাতে আঁকা বেশি কঠিন মনে হয়। সেই মাধ্যমে আঁকার ক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যারের সাহায্য নিয়ে আইডিয়াগুলোকে আমরা বিভিন্নভাবে এক্সপ্লোর করতে পারি। তবে ডিজিটালি হোক কিংবা হাতে আঁকা, একজন শিল্পীর কাছে তাঁর কাজটা নিজের সন্তানের মতো। যেভাবেই হোক, সেটাকে তিনি নিজের মতো করে গড়ে নিতে পারেন।
শাফিয়ান রহমান, শিক্ষার্থী, কার্টুনিস্ট
নান্দনিক প্রচ্ছদের চাহিদা বাড়ছে
আমি চারুকলায় অনার্স ও মাস্টার্স করেছি প্রিন্ট মেকিং নিয়ে। জলরং এবং অ্যাক্রিলিক স্বচ্ছন্দের মাধ্যম হলেও বিভিন্ন প্রচ্ছদের চাহিদা অনুযায়ী কিছু কিছু কাজ ডিজিটাল ড্রয়িং দিয়েও করতে হচ্ছে ইদানীং। সে ক্ষেত্রে আমার ডিজিটাল আর্টও করা হয় প্রচ্ছদের জন্য। ভাবতাম, এখন তো সবাই অনলাইনে লেখা পড়ে ফেলে। কাজ করতে এসে বুঝেছি, ধারণাটা ঠিক ছিল না। এখনো কাগজে ছাপা হয় অসংখ্য বই। আর সেই সঙ্গে নান্দনিক প্রচ্ছদের চাহিদাও বাড়ছে।
আমি যখন শুরু করেছি, তখন থেকে প্রতিবছর কর্মব্যস্ততা বাড়ছে
এই সেক্টরে। সত্যি বলতে, প্রচ্ছদের জগতে কাজ করতে এসে আমার কাজটাকে সবাই মূল্যায়ন করেছেন এখন পর্যন্ত। নারী শিল্পী হিসেবে লেখক, প্রকাশক বা প্রকাশনীর দিক থেকে সে রকম কোনো প্রতিবন্ধকতা আসেনি; বরং আমার মনে হয়েছে, সম্মানটাই বেশি পেয়েছি।
বইমেলার কাজের ক্ষেত্রে বড় সুবিধা হচ্ছে, অনেক পরিশ্রমে করা কাজগুলোর একরকম প্রদর্শনী হয়ে যায়। এটা খুব আনন্দ দেয়। আর বড় অসুবিধা হচ্ছে সময়ের সীমাবদ্ধতা। বইমেলা যেহেতু একটি নির্দিষ্ট সময়ে শুরু ও শেষ হয়, তাই বইমেলাকেন্দ্রিক কাজের সময়সীমাটাও নির্দিষ্ট থাকে। একসঙ্গে যখন অনেক কাজ হাতে চলে আসে, তখন একটু হিমশিম খেতে হয়। তা ছাড়া একেকজন লেখকের একেক রকম চাওয়া থাকে প্রচ্ছদের ক্ষেত্রে। সেই চাওয়াটা বিবেচনায় রেখে নান্দনিকভাবে কাজটা তোলা কিছু সময় একটু কঠিন হয়ে দাঁড়ায়। তবে দিন শেষে সফলভাবে কাজগুলো করা হয়ে গেলে আলাদা একধরনের তৃপ্তি আসে।
আভা তাজনোভা ইরা, প্রচ্ছদশিল্পী
নারী হিসেবে বৈষম্যের শিকার হইনি
অমর একুশে বইমেলা ২০১৯ থেকে আমার প্রচ্ছদের কাজ শুরু। প্রথম দিকে শুধু কাগজে বা ক্যানভাসে প্রচ্ছদ আঁকলেও এখন বিভিন্ন মিডিয়ায় কাজ করি। প্রচ্ছদের প্রয়োজন ও বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে মিডিয়া নির্বাচন করি। ভালো লাগার ব্যাপার হচ্ছে, বর্তমানে প্রচ্ছদ ডিজাইন একটি শৈল্পিক বিষয়ে পরিণত হয়েছে। এখন বহু পাঠক লেখার পাশাপাশি প্রচ্ছদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বই কিনছেন। তাই ধীরে ধীরে কাজের ক্ষেত্র ও মাধ্যম বৈচিত্র্যময় হচ্ছে।
আমি কখনো এই কাজে বৈষম্যের শিকার হইনি; বরং দিনশেষে কাজের মান ও গুণ দিয়েই যোগ্যতা বিচার করতে দেখেছি। এ ক্ষেত্রে আসলে নারী-পুরুষ ভেদাভেদটা তেমন নেই। যাঁর কাজ যত ভালো ও সূক্ষ্ম, তিনি তত বেশি কাজ করার সুযোগ পান। তবে শৈল্পিক কাজে শিল্পীর চিন্তার ও কাজের স্বাধীনতাকে প্রাধান্য দিলে দারুণ কিছু তৈরি করা সম্ভব। অনেক সময় শিল্পী কখনো এই স্বাধীনতা পান, কখনো পান না। বইমেলার সময়টাতে যেভাবে কাজ করা হয়, সারা বছর সেভাবে
হয় না। কারণ, বইমেলাকে কেন্দ্র করেই বেশির ভাগ বই প্রকাশিত হয়। তাই প্রচ্ছদ অঙ্কনকে প্রধান পেশা হিসেবে বেছে নিয়ে স্বচ্ছন্দে জীবন কাটানোটা মনে হয় না সম্ভব। অদূর ভবিষ্যতে এই অসম্ভবটাও সম্ভবে পরিণত হতে পারে।
ফারিহা তাবাসসুম, প্রচ্ছদশিল্পী
নারী কার্টুনিস্টরা বেশি প্রাধান্য পাচ্ছেন
অনেক কার্টুনিস্ট স্টোরি টেলিং বা গল্প বলাকে প্রাধান্য দিচ্ছেন। এ ছাড়া বৈচিত্র্যময় চরিত্রগুলোকেও তাঁরা প্রাধান্য দিচ্ছেন। আমার মনে হয়, আগের তুলনায় বর্তমানে নারী কার্টুনিস্টরা বেশি প্রাধান্য পাচ্ছেন। তবে স্বাধীনতার কথা বলতে গেলে এখনো সমাজের অনেক কিছুই বাধা হয়ে দাঁড়ায় অনেক সময়। কার্টুন পিপল থেকে প্রকাশিত ‘জাদুর টানেল’ নামের বইতে আমি প্রথম কাজ করি। ক্রিয়েটিভিটির দিক থেকে মনে হয়, নারী হিসেবে আমাদের আলাদা অ্যাডভানটেজ আছে। নারীদের জীবনের নানান কমপ্লেক্স, মজাদার আর ইমোশনাল অভিজ্ঞতা তুলনামূলক বেশি থাকে। আমাদের দেশে পুরুষ কার্টুনিস্ট সংখ্যায় অনেক বেশি। এখন নারীরাও আগ্রহী হচ্ছেন এই ক্ষেত্রে। কিন্তু কাজের সময়, যাতায়াত ও নিরাপত্তার জন্য অনেকে কিছুটা পিছিয়ে আসেন।
বৈচিত্র্যময় গল্পের কমিকস আঁকতেই আমার বেশি ভালো লাগে। এ ছাড়া চলমান ইস্যু নিয়েও কাজ করতে আনন্দ পাই। ডিজিটাল মাধ্যমে আঁকার চেয়ে হাতে আঁকা বেশি কঠিন মনে হয়। সেই মাধ্যমে আঁকার ক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যারের সাহায্য নিয়ে আইডিয়াগুলোকে আমরা বিভিন্নভাবে এক্সপ্লোর করতে পারি। তবে ডিজিটালি হোক কিংবা হাতে আঁকা, একজন শিল্পীর কাছে তাঁর কাজটা নিজের সন্তানের মতো। যেভাবেই হোক, সেটাকে তিনি নিজের মতো করে গড়ে নিতে পারেন।
শাফিয়ান রহমান, শিক্ষার্থী, কার্টুনিস্ট
নান্দনিক প্রচ্ছদের চাহিদা বাড়ছে
আমি চারুকলায় অনার্স ও মাস্টার্স করেছি প্রিন্ট মেকিং নিয়ে। জলরং এবং অ্যাক্রিলিক স্বচ্ছন্দের মাধ্যম হলেও বিভিন্ন প্রচ্ছদের চাহিদা অনুযায়ী কিছু কিছু কাজ ডিজিটাল ড্রয়িং দিয়েও করতে হচ্ছে ইদানীং। সে ক্ষেত্রে আমার ডিজিটাল আর্টও করা হয় প্রচ্ছদের জন্য। ভাবতাম, এখন তো সবাই অনলাইনে লেখা পড়ে ফেলে। কাজ করতে এসে বুঝেছি, ধারণাটা ঠিক ছিল না। এখনো কাগজে ছাপা হয় অসংখ্য বই। আর সেই সঙ্গে নান্দনিক প্রচ্ছদের চাহিদাও বাড়ছে।
আমি যখন শুরু করেছি, তখন থেকে প্রতিবছর কর্মব্যস্ততা বাড়ছে
এই সেক্টরে। সত্যি বলতে, প্রচ্ছদের জগতে কাজ করতে এসে আমার কাজটাকে সবাই মূল্যায়ন করেছেন এখন পর্যন্ত। নারী শিল্পী হিসেবে লেখক, প্রকাশক বা প্রকাশনীর দিক থেকে সে রকম কোনো প্রতিবন্ধকতা আসেনি; বরং আমার মনে হয়েছে, সম্মানটাই বেশি পেয়েছি।
বইমেলার কাজের ক্ষেত্রে বড় সুবিধা হচ্ছে, অনেক পরিশ্রমে করা কাজগুলোর একরকম প্রদর্শনী হয়ে যায়। এটা খুব আনন্দ দেয়। আর বড় অসুবিধা হচ্ছে সময়ের সীমাবদ্ধতা। বইমেলা যেহেতু একটি নির্দিষ্ট সময়ে শুরু ও শেষ হয়, তাই বইমেলাকেন্দ্রিক কাজের সময়সীমাটাও নির্দিষ্ট থাকে। একসঙ্গে যখন অনেক কাজ হাতে চলে আসে, তখন একটু হিমশিম খেতে হয়। তা ছাড়া একেকজন লেখকের একেক রকম চাওয়া থাকে প্রচ্ছদের ক্ষেত্রে। সেই চাওয়াটা বিবেচনায় রেখে নান্দনিকভাবে কাজটা তোলা কিছু সময় একটু কঠিন হয়ে দাঁড়ায়। তবে দিন শেষে সফলভাবে কাজগুলো করা হয়ে গেলে আলাদা একধরনের তৃপ্তি আসে।
আভা তাজনোভা ইরা, প্রচ্ছদশিল্পী
টিকটকে নিজের একা থাকার সিদ্ধান্ত শেয়ার করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের বাসিন্দা ৩১ বছর বয়সী প্যাট এম। অনলাইনে প্রায় সময় ত্রিশের মধ্যে সম্পর্ক গড়ার বিষয়টি অনেক গুরুত্বসহকারে দেখানো হয়। কিন্তু এই বয়সে এসে করপোরেট চাকরিজীবী প্যাটের মনে হয়েছে, আপাতত তাঁর নিজের ওপর মনোযোগ...
১ দিন আগেবাংলাদেশে গণপরিবহনে যাতায়াতকালে ৮৭ ভাগ নারী বিভিন্নভাবে মৌখিক শারীরিক ও অন্যান্যভাবে হয়রানির শিকার হয়ে থাকেন। আর ৩৬ ভাগ নারী যৌন হয়রানির শিকার হন। আজ বৃহস্পতিবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ কার্যালয়ে (ডিটিসিএ) আয়োজিত ‘গণপরিবহনে নারীর সম্মান রাখুন’ ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে নারীদের বাসে চলাচলের
৬ দিন আগে২৪ এপ্রিল ২০১৩ সাল। সকাল পৌনে ৯টার দিকে ঢাকার সাভার বাসস্ট্যান্ডের পাশে বহুতল ভবন রানা প্লাজা ধসে পড়ে। পৃথিবীর কারখানা দুর্ঘটনার ইতিহাসে লেখা হয় এক মর্মান্তিক অধ্যায়। এক যুগ পরেও সেই স্মৃতি শুধু আমাদের নয়, তাড়া করে ফেরে পুরো বিশ্বকে।
৭ দিন আগেবাবা-মা দুজনেই প্রচুর বই পড়তেন। বাড়িতে ছিল প্রায় পাঁচ হাজার বইয়ের এক বিশাল সংগ্রহশালা। তাই ছেলেবেলা থেকে বাড়িতে বই দেখতে দেখতেই বড় হয়ে উঠেছেন জান্নাতুল। স্কুলজীবনে ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র ও ভ্রাম্যমাণ লাইব্রেরির একজন নিয়মিত সদস্য। জান্নাতুলের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে এভাবেই জড়িয়ে গেছে বই।
৭ দিন আগে