নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের নারীরা এখন যেকোনো চ্যালেঞ্জিং পেশায় পুরুষদের সঙ্গে প্রতিযোগিতা করে নিজেদের দক্ষতার সঙ্গে এগিয়ে চলেছেন। নীল আকাশের বুকে মেঘের রাজ্যে উড়তে উড়োজাহাজ পরিচালনায়ও বাড়ছে নারী বৈমানিকের সংখ্যা। তাঁরা নিরাপদে ও নিরাপত্তার সঙ্গে যাত্রীদের পৌঁছে দিচ্ছেন এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে। ২০২১ সাল থেকে মায়মুনা তাহসিন ফার্স্ট অফিসার হিসেবে কাজ করছেন দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার-এ।
পরিবারের অনেকেই পেশায় চিকিৎসক। সে কারণে মায়মুনার চিকিৎসক হওয়াই নির্ধারিত ছিল। কিন্তু নির্ধারিত পথের গন্তব্যও কখনো কখনো বেঁকে যায়। মায়মুনার বেলায়ও হয়েছিল তা-ই। খালারা বিদেশে থাকার কারণে নানা-নানি প্রায়ই বিদেশে ঘুরতে যেতেন। মাধ্যমিক স্কুলে পড়ার সময় তাঁদের বিদায় দিতে বা আনতে প্রায়ই এয়ারপোর্টে যেতে হতো তাঁকে। এভাবেই একদিন মনের গভীরে ইচ্ছে জাগে, বড় হয়ে মা-বাবা, নানা-নানি, আত্মীয়স্বজনকে নিজে বিমান চালিয়ে নিয়ে যাবেন বিদেশবিভুঁইয়ে। সেই থেকে পাইলট হওয়ার স্বপ্ন দেখার শুরু।
দশম শ্রেণিতে পড়া অবস্থায় কীভাবে পাইলট হওয়া যায় সে ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করেন মায়মুনা তাহসিন। সামাজিক প্রেক্ষাপটে তাঁর সে স্বপ্ন পূরণ করা কঠিন ছিল। আত্মীয়স্বজনদের কেউ সেটা মানতে চাননি। তবে স্বপ্ন পূরণে হিমালয়ের মতো দুর্ভেদ্য প্রাচীর হয়ে পাশে ছিলেন তাঁর মা-বাবা। এইচএসসি পাস করার পর তিনি ফ্লাইং একাডেমিতে ভর্তি হন। পরিবারের সবাইকে রাজি করিয়ে তাঁর মা তাঁকে ফ্লাইং একাডেমিতে ভর্তি করান। সেখান থেকেই শুরু হয় স্বপ্ন পূরণের যাত্রা। এরপর একে একে অনেক ধাপ পেরিয়ে প্রাইভেট পাইলট লাইসেন্স বা পিপিএল ও কমার্শিয়াল পাইলট লাইসেন্স বা সিপিএল সম্পন্ন করে নভোএয়ারে যোগ দেন মায়মুনা। পরবর্তী সময়ে নভোএয়ার থেকে এটিআর এয়ারক্রাফট পরিচালনার জন্য ফ্রান্সে সিমুলেটর ট্রেনিং সম্পন্ন করেন তিনি।
পাইলট হিসেবে যোগ দেওয়ার পর স্বপ্ন পূরণের আনন্দে উদ্বেলিত ছিলেন মায়মুনা। কিন্তু কো-পাইলট হিসেবে প্রথম ইউনিফর্ম পরার সঙ্গে সঙ্গে অনুভূতি বদলে যায় তাঁর। স্বপ্ন পূরণের আনন্দের সঙ্গে প্রচুর যাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ববোধ কাঁধে চেপে বসে। সেই দিনের সে বিশেষ অনুভূতির সঙ্গে জীবনের আর কোনো অনুভূতিকে এক করতে চান না মায়মুনা।
সব পেশাতেই চ্যালেঞ্জ রয়েছে। দেশের নারীরা নিজের ইচ্ছা, শক্তি ও সাহস নিয়ে সেসব চ্যালেঞ্জ অতিক্রমও করছেন। তাহলে পাইলট হতে বাধা কোথায়? তাই নারীদের পাইলট হওয়ার আহ্বান জানিয়েছেন মায়মুনা তাহসিন। জানিয়েছেন, পরিবারের সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। মায়মুনা বলেন, ‘অনেকেরই এই পেশায় কাজ করার আগ্রহ রয়েছে। আমার কাছে অনেকেই আসে পরামর্শ নিতে।
কিন্তু তারপর আর খবর থাকে না। আমি মনে করি, সব কাজেই নানা প্রতিবন্ধকতা থাকে। সেসব জয় করেই নিজের লক্ষ্য স্থির রেখে অদম্য সাহস নিয়ে নারীদের এগিয়ে আসতে হবে।’
দেশের নারীরা এখন যেকোনো চ্যালেঞ্জিং পেশায় পুরুষদের সঙ্গে প্রতিযোগিতা করে নিজেদের দক্ষতার সঙ্গে এগিয়ে চলেছেন। নীল আকাশের বুকে মেঘের রাজ্যে উড়তে উড়োজাহাজ পরিচালনায়ও বাড়ছে নারী বৈমানিকের সংখ্যা। তাঁরা নিরাপদে ও নিরাপত্তার সঙ্গে যাত্রীদের পৌঁছে দিচ্ছেন এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে। ২০২১ সাল থেকে মায়মুনা তাহসিন ফার্স্ট অফিসার হিসেবে কাজ করছেন দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার-এ।
পরিবারের অনেকেই পেশায় চিকিৎসক। সে কারণে মায়মুনার চিকিৎসক হওয়াই নির্ধারিত ছিল। কিন্তু নির্ধারিত পথের গন্তব্যও কখনো কখনো বেঁকে যায়। মায়মুনার বেলায়ও হয়েছিল তা-ই। খালারা বিদেশে থাকার কারণে নানা-নানি প্রায়ই বিদেশে ঘুরতে যেতেন। মাধ্যমিক স্কুলে পড়ার সময় তাঁদের বিদায় দিতে বা আনতে প্রায়ই এয়ারপোর্টে যেতে হতো তাঁকে। এভাবেই একদিন মনের গভীরে ইচ্ছে জাগে, বড় হয়ে মা-বাবা, নানা-নানি, আত্মীয়স্বজনকে নিজে বিমান চালিয়ে নিয়ে যাবেন বিদেশবিভুঁইয়ে। সেই থেকে পাইলট হওয়ার স্বপ্ন দেখার শুরু।
দশম শ্রেণিতে পড়া অবস্থায় কীভাবে পাইলট হওয়া যায় সে ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করেন মায়মুনা তাহসিন। সামাজিক প্রেক্ষাপটে তাঁর সে স্বপ্ন পূরণ করা কঠিন ছিল। আত্মীয়স্বজনদের কেউ সেটা মানতে চাননি। তবে স্বপ্ন পূরণে হিমালয়ের মতো দুর্ভেদ্য প্রাচীর হয়ে পাশে ছিলেন তাঁর মা-বাবা। এইচএসসি পাস করার পর তিনি ফ্লাইং একাডেমিতে ভর্তি হন। পরিবারের সবাইকে রাজি করিয়ে তাঁর মা তাঁকে ফ্লাইং একাডেমিতে ভর্তি করান। সেখান থেকেই শুরু হয় স্বপ্ন পূরণের যাত্রা। এরপর একে একে অনেক ধাপ পেরিয়ে প্রাইভেট পাইলট লাইসেন্স বা পিপিএল ও কমার্শিয়াল পাইলট লাইসেন্স বা সিপিএল সম্পন্ন করে নভোএয়ারে যোগ দেন মায়মুনা। পরবর্তী সময়ে নভোএয়ার থেকে এটিআর এয়ারক্রাফট পরিচালনার জন্য ফ্রান্সে সিমুলেটর ট্রেনিং সম্পন্ন করেন তিনি।
পাইলট হিসেবে যোগ দেওয়ার পর স্বপ্ন পূরণের আনন্দে উদ্বেলিত ছিলেন মায়মুনা। কিন্তু কো-পাইলট হিসেবে প্রথম ইউনিফর্ম পরার সঙ্গে সঙ্গে অনুভূতি বদলে যায় তাঁর। স্বপ্ন পূরণের আনন্দের সঙ্গে প্রচুর যাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ববোধ কাঁধে চেপে বসে। সেই দিনের সে বিশেষ অনুভূতির সঙ্গে জীবনের আর কোনো অনুভূতিকে এক করতে চান না মায়মুনা।
সব পেশাতেই চ্যালেঞ্জ রয়েছে। দেশের নারীরা নিজের ইচ্ছা, শক্তি ও সাহস নিয়ে সেসব চ্যালেঞ্জ অতিক্রমও করছেন। তাহলে পাইলট হতে বাধা কোথায়? তাই নারীদের পাইলট হওয়ার আহ্বান জানিয়েছেন মায়মুনা তাহসিন। জানিয়েছেন, পরিবারের সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। মায়মুনা বলেন, ‘অনেকেরই এই পেশায় কাজ করার আগ্রহ রয়েছে। আমার কাছে অনেকেই আসে পরামর্শ নিতে।
কিন্তু তারপর আর খবর থাকে না। আমি মনে করি, সব কাজেই নানা প্রতিবন্ধকতা থাকে। সেসব জয় করেই নিজের লক্ষ্য স্থির রেখে অদম্য সাহস নিয়ে নারীদের এগিয়ে আসতে হবে।’
সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ট্রান্স নারী শিক্ষার্থী সাহারা চৌধুরীকে আজীবন বহিষ্কারাদেশের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, রাজনৈতিক কর্মীসহ ১৬২ জন নাগরিক। আজ শনিবার সংবাদমাধ্যমে এই বিবৃতিতে অবিলম্বে অন্যায্য বহিষ্কারাদেশ বাতিল করে ওই শিক্ষার্থীর নিরাপত্তা
৮ ঘণ্টা আগেদেশে সবকিছু নিয়ে একটি পরিবর্তনের কথা বলা হচ্ছে। কিন্তু নারীদের নিরাপত্তা, তাঁদের অধিকার, তাঁদের সামাজিক ও রাজনৈতিক বিষয়ে অংশগ্রহণের বিষয়গুলো নিয়ে কতটুকু কথা হচ্ছে? নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কথা হচ্ছে। এর মধ্যে নারীদের অংশগ্রহণের বিষয়টি কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে? রাজনৈতিক দলগুলোতে নারী নেতৃত্বের...
৪ দিন আগে১২ আগস্ট মঙ্গলবার, সকালেই এক গভীর শূন্যতা নেমে এল চারপাশে। অধ্যাপক মাহফুজা খানম আর নেই! বুকের ভেতর যেন এক অপার শূন্যতার ঢেউ আছড়ে পড়ল। মানুষ চলে গেলে পৃথিবী তো থেমে যায় না, আকাশের রংও বদলায় না, রাস্তাঘাটে মানুষের ভিড় থাকে। কিন্তু আমাদের ভেতরের পৃথিবী থেমে যায়। আমার কাছে তিনি শুধু একজন খ্যাতিমান..
৪ দিন আগেযুদ্ধের উত্তাপে জর্জরিত গাজায় প্রতিটি মুহূর্তে মৃত্যুর ছায়া ঘোরে। তবু সেখানে নতুন প্রাণের আশা যেন এক অনন্য বিজয়। গাজার আসসাহাবা মেডিকেল কমপ্লেক্সের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের চিকিৎসক, নার্স আর ইন্টার্নরা এই জীবন ও মৃত্যুর এক অপরিহার্য সম্পর্কের সাক্ষী হয়ে ওঠেন প্রতিনিয়ত। সেখানে অনিশ্চিত নিকষ কালো..
৪ দিন আগে