ফিচার ডেস্ক
১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপান আমেরিকার পার্ল হারবারে আক্রমণ করে। সে সময় অন্যান্য জায়গার মতো হিকাম ফিল্ড স্টেশন হাসপাতালেও আছড়ে পড়ছিল একের পর এক বোমা। ৪৭ বছর বয়সী অ্যানি জি ফক্স সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। একদিকে হাসপাতালে ভর্তি আহত সৈন্য, অন্যদিকে টর্পেডো, বোমা, মেশিনগান এবং বিমানবিধ্বংসী অস্ত্রের বিরামহীন গোলাবর্ষণ। এসবের মধ্যেও মাথা ঠান্ডা রেখে দক্ষতার সঙ্গে নিজের কাজ করেছিলেন ফক্স। তাঁর শান্ত থাকা, সাহস ও নেতৃত্ব সবার মনোবল বাড়িয়ে দিয়েছিল।
এই সাহসিকতার জন্য পরে ব্রোঞ্জ স্টার পুরস্কারে ভূষিত হন ফক্স। ব্রোঞ্জ স্টার যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর চতুর্থ সর্বোচ্চ যুদ্ধ পুরস্কার।
আক্রমণের সময় নিজেদের কাজ ঠিকমতো করার জন্য আরও চার নার্সকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তাঁরা হলেন ক্যাপ্টেন হেলেনা ক্লিয়ারওয়াটার, ফার্স্ট লেফটেন্যান্ট এলিজাবেথ এ পেসুট, সেকেন্ড লেফটেন্যান্ট এলমা এল অ্যাসন এবং সেকেন্ড লেফটেন্যান্ট রোজালি এল সোয়েনসন। প্রত্যেকে ‘অসাধারণ বিশ্বস্ততা এবং অপরিহার্য সেবা’র জন্য লিজিয়ন অব মেরিট সম্মান অর্জন করেছিলেন।
লেফটেন্যান্ট ফক্স ছিলেন হিকাম ফিল্ড স্টেশন হাসপাতালের প্রধান নার্স।
৩০ শয্যার হাসপাতালটি ১৯৪১ সালের নভেম্বর মাসে চালু হয়েছিল ছয়জন নার্স নিয়ে। ফক্স প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে আর্মি নার্স কর্পসে যোগ দেন। ফলে যুদ্ধক্ষেত্রে সব ধরনের পরিস্থিতি সামলানোর ক্ষমতা অর্জন করেছিলেন তিনি।
১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপান আমেরিকার পার্ল হারবারে আক্রমণ করে। সে সময় অন্যান্য জায়গার মতো হিকাম ফিল্ড স্টেশন হাসপাতালেও আছড়ে পড়ছিল একের পর এক বোমা। ৪৭ বছর বয়সী অ্যানি জি ফক্স সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। একদিকে হাসপাতালে ভর্তি আহত সৈন্য, অন্যদিকে টর্পেডো, বোমা, মেশিনগান এবং বিমানবিধ্বংসী অস্ত্রের বিরামহীন গোলাবর্ষণ। এসবের মধ্যেও মাথা ঠান্ডা রেখে দক্ষতার সঙ্গে নিজের কাজ করেছিলেন ফক্স। তাঁর শান্ত থাকা, সাহস ও নেতৃত্ব সবার মনোবল বাড়িয়ে দিয়েছিল।
এই সাহসিকতার জন্য পরে ব্রোঞ্জ স্টার পুরস্কারে ভূষিত হন ফক্স। ব্রোঞ্জ স্টার যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর চতুর্থ সর্বোচ্চ যুদ্ধ পুরস্কার।
আক্রমণের সময় নিজেদের কাজ ঠিকমতো করার জন্য আরও চার নার্সকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তাঁরা হলেন ক্যাপ্টেন হেলেনা ক্লিয়ারওয়াটার, ফার্স্ট লেফটেন্যান্ট এলিজাবেথ এ পেসুট, সেকেন্ড লেফটেন্যান্ট এলমা এল অ্যাসন এবং সেকেন্ড লেফটেন্যান্ট রোজালি এল সোয়েনসন। প্রত্যেকে ‘অসাধারণ বিশ্বস্ততা এবং অপরিহার্য সেবা’র জন্য লিজিয়ন অব মেরিট সম্মান অর্জন করেছিলেন।
লেফটেন্যান্ট ফক্স ছিলেন হিকাম ফিল্ড স্টেশন হাসপাতালের প্রধান নার্স।
৩০ শয্যার হাসপাতালটি ১৯৪১ সালের নভেম্বর মাসে চালু হয়েছিল ছয়জন নার্স নিয়ে। ফক্স প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে আর্মি নার্স কর্পসে যোগ দেন। ফলে যুদ্ধক্ষেত্রে সব ধরনের পরিস্থিতি সামলানোর ক্ষমতা অর্জন করেছিলেন তিনি।
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
৬ দিন আগেগ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
৬ দিন আগেচাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
৬ দিন আগেচলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
৬ দিন আগে